বাংলা নিউজ > বায়োস্কোপ > Swara Bhaskar-Fahad Ahmad: ফেটে পড়ছে জেল্লা, বর ফাহাদের সঙ্গে লাল লেহেঙ্গায় রিসেপশনে ধরা দিলেন স্বরা, দেখুন ছবি

Swara Bhaskar-Fahad Ahmad: ফেটে পড়ছে জেল্লা, বর ফাহাদের সঙ্গে লাল লেহেঙ্গায় রিসেপশনে ধরা দিলেন স্বরা, দেখুন ছবি

ধুমধাম করে বিয়ের পর গ্র্যান্ড রিসেপশন সারলেন স্বরা-ফাহাদ

Swara Bhaskar-Fahad Ahmad: অবশেষে এক সপ্তাহর টানা অনুষ্ঠান শেষ হল স্বরা ভাস্কর এবং ফাহাদ আহমেদের বিয়ের। দিল্লিতে ১৬ মার্চ অনুষ্ঠিত হল তাঁদের রিসেপশন।

দিল্লিতে প্রায় এক সপ্তাহ ধরে টানা নানা নিয়ম কানুন মেনে বয়ে সারলেন ফাহাদ আহমেদ এবং স্বরা ভাস্কর। ১৬ মার্চ অনুষ্ঠিত হল তাঁদের রিসেপশন পার্টি। স্বাদ-অনুসার হ্যাশট্যাগ দিয়ে নানা অনুষ্ঠানের ছবি অভিনেত্রী নিজেই তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

বৃহস্পতিবার দিল্লিতে ফাহাদ আহমেদ এবং স্বরা ভাস্করের রিসেপশন পার্টির আয়োজন করা হয়েছিল। এদিন অভিনেত্রীকে একটি স্লিভলেস রানি রঙের ব্লাউজ এবং ভারী জরির কাজ করা লেহেঙ্গা পরেছিলেন। সঙ্গে ছিল লাল রঙের একটি ওড়না। তিনি জরোয়ার সেট পরেছিলেন। সঙ্গে ছিল মঙ্গলসূত্র।

অন্যদিকে ফাহাদের পরনে ছিল ঘিয়ে রঙের একটি শেরওয়ানি এবং সাদা রঙের পায়জামা। তাঁদের দুজনকে একসঙ্গে পোজ দিয়ে ছবি তুলতে দেখা যায়। একটি ছবিতে তাঁরা একে অন্যের দিকে তাকিয়ে ছিলেন। আরেকটিতে তাঁরা ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিয়ে ছবি তোলেন। তাঁর পিছনে ফুলের সাজ দেখা যায়, সঙ্গে স্বাদ-অনুসার লেখা দেখা যাচ্ছিল।

এর আগে তাঁকে একটি অনুষ্ঠানে লাল রঙের শাড়ি, টায়রা টিকলি, নথ পরে দেখা গিয়েছিল। তাঁকে একেবারে দক্ষিণী কনেদের মতো লাগছিল।

অন্যদিকে মেহেন্দির দিন তিনি একটি কমলা রঙের আনারকলি পরেছিলেন। তাতে রূপালি জরির ভরাট কাজ ছিল। তাঁর সঙ্গে ফাহাদকে দেখা যায় হালকা নীল রঙের পাঞ্জাবি এবং সাদা রঙের পায়জামা এবং জহর কোটে।

সঙ্গীতের অনুষ্ঠানের জন্য তাঁরা দুজন ম্যাচ করে সবুজ রঙের পোশাক পরেছিলেন। অভিনেত্রীর পরনে ছিল সবুজ লেহেঙ্গা এবং ফাহাদ সবুজ শেরওয়ানি পরেছিলেন। কাওয়ালি অনুষ্ঠানের জন্যও তাঁরা সবুজ রঙের পোশাক পরেছিলেন।

ফেব্রুয়ারি মাসের ১৬ তারিখ প্রথম নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন স্বরা। তিনি তাঁর জীবনসঙ্গী হিসেবে সমাজবাদী পার্টির নেতা ফাহাদ আহমেদকে বেছে নিয়েছেন। তাঁদের এই সম্পর্ক নিয়ে অনেকেই অনেক কথা বললেও নিজেদের বিয়ের মাধ্যমে সম্প্রীতির বার্তা দিয়েছেন তাঁরা। প্রসঙ্গগত তাঁদের আইনি বিয়ে আগেই হয়ে গিয়েছে।

বন্ধ করুন