বাংলা নিউজ > বায়োস্কোপ > Swara Bhaskar: 'একে ফাহাদকে বিয়ে, তারপর পাকিস্তান থেকে এল পোশাক!' ট্রোলের মুখে স্বরা ভাস্কর

Swara Bhaskar: 'একে ফাহাদকে বিয়ে, তারপর পাকিস্তান থেকে এল পোশাক!' ট্রোলের মুখে স্বরা ভাস্কর

পাকিস্তানি ডিজাইনারের পোশাক পরে ট্রোল হলেন স্বরা

পাক ডিজাইনারের পোশাক পরার জন্য তীব্র ট্রোলে মুখে পড়তে হয় স্বরাকে। কেউ লেখেন, ‘পাকিস্তানের প্রতি ভালোবাসা একটু বেশিই প্রবল!’ কারোর মন্তব্য, ‘টুকরো টুকরো গ্যাঙের সদস্য’, কেউ লিখেছেন জাতীর লজ্জা। প্রসঙ্গত এর আগে সমাজবাদী পার্টির যুব নেতা ফাহাদ আহমেদকে বিয়ে করার জন্যও কিছু কম আক্রমণের মুখে পড়তে হয়নি স্বরা ভাস্করকে।

বরেলিতে ঘটা করে আয়োজিত হয়েছিল ফাহাদ-স্বরার রিসেপশন। আমন্ত্রিত ছিলেন নামী ব্যক্তিত্বরা। সেখানেই বেইজ রঙের গর্জাস লেহেঙ্গায় সেজেছিলেন স্বরা ভাস্কর। সঙ্গে সেজেছিলেন মানানসই গয়নায় নাকে পরেছিলেন বড় নথ, মাথায় ছিল মাটা পাট্টি। আর ফাহাদ আহমেদ পরেছিলেন সোনালি রঙের শেরওয়ানি, সঙ্গে সাদা জ্যাকেট, সাদা-সোনালি রঙের উত্তরীয়।

সমাজবাদী পার্টির নেতা সুহাইব আনসারি স্বরা-ফাহাদের রিসেপশনের কয়েকটি ছবি টুইটারে শেয়ার করে লিখেছেন, ‘অনেক অভিনন্দন, ফাহাদ ভাই এবং স্বরা জি। আপনাদেরর আশীর্বাদধন্য এবং সুখী জীবন কামনা করছি’। স্বরা নিজেও তাঁর রিসেপশন লুক ইনস্টাস্টোরিতে শেয়ার করেছেন। তাঁর জন্য বিশেষ এই লেহেঙ্গাটি ডিজাইন করে সীমান্তের এপারে পাঠানোর জন্য পাকিস্তানি ডিজাইনার আলি জিশান থিয়েটার স্টুডিওকে ধন্যবাদ জানিয়েছেন স্বরা। পাক ডিজাইনারের পোশাক পরার জন্য তীব্র ট্রোলে মুখে পড়তে হয় স্বরাকে। কেউ লেখেন, ‘পাকিস্তানের প্রতি ভালোবাসা একটু বেশিই প্রবল!’ কারোর মন্তব্য, ‘টুকরো টুকরো গ্যাঙের সদস্য’, কেউ লিখেছেন জাতীর লজ্জা। প্রসঙ্গত এর আগে সমাজবাদী পার্টির যুব নেতা ফাহাদ আহমেদকে বিয়ে করার জন্যও কিছু কম আক্রমণের মুখে পড়তে হয়নি স্বরা ভাস্করকে।

আরও পড়ুন-ফাহাদকে বিয়ে নিয়ে কটাক্ষ, নানান অনুষ্ঠানে সম্প্রীতির বার্তা দিতে চাইছেন স্বরা!

আরও পড়ুন-‘বিয়ে আইনসিদ্ধ, কিন্তু ইসলাম-সিদ্ধ নয়’, স্বরার বিয়ে নিয়ে তোপ ইসলাম গবেষকের

<p>পাকিস্তানি ডিজাইনারের লেহেঙ্গায় সেজে ট্রোলের মুখে স্বরা</p>

পাকিস্তানি ডিজাইনারের লেহেঙ্গায় সেজে ট্রোলের মুখে স্বরা

<p>স্বরা-ফাহাদের রিসেপশন লুক</p>

স্বরা-ফাহাদের রিসেপশন লুক

গত সপ্তাহে, স্বরা এবং ফাহাদের রিসেপশনে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, সমাজবাদী পার্টির সদস্য এবং অভিনেত্রী জয়া বচ্চন, কংগ্রেস নেতা শশী থারুর এবং রাজ্যসভার সদস্য ডেরেক ও'ব্রায়েন ছিলেন। এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও স্বরা-ফাহাদকে বিয়ের শুভেচ্ছা জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন, এবং অনুপস্থিত থাকার জন্য দুঃখ প্রকাশ করেছেন।

১৬ মার্চ প্রথা ও রীতি মেনে ফাহাদ আহমেদের সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী স্বরা ভাস্কর। তাঁর আগে দিল্লিতে প্রাক বিবাহের নানান অনুষ্ঠানে মজে ছিলেন অভিনেত্রী। দুই ধর্মেরই নানান অনুষ্ঠানে বর্ণময় হয়ে উঠেছিল স্বরা-ফাহাদের প্রাক বিবাহ অনুষ্ঠান। সেসময়ও অনেকে বলেন, ফাহাদকে বিয়ে নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয়েছে স্বরাকে, সেকারণেই নানান অনুষ্ঠানে হয়ত সম্প্রীতির বার্তা দিতে চাইছেন অভিনেত্রী! এদিকে কাজের ক্ষেত্রে স্বরা ভাস্করকে খুব শীঘ্রই 'মিসেস ফালানী নামে একটি ছবিতে দেখা যাবে।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বায়োস্কোপ খবর

Latest News

‘ইমার্জেন্সি’ মুক্তি না পাওয়ার জন্য ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করলেন কঙ্গনা! ক্রিকেট সম্প্রচারের ডিল নিয়ে বিবাদের জের, জি-এর থেকে ৭৮৬৮ কোটি চাইল স্টার সিনেমার হিরো নয়, নতুন প্রজন্মের আইডল RG Kar আন্দোলনের কিঞ্জল-অনিকেতরা! এবার আরজি কর কাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করতে CBI অফিসে তলব মীনাক্ষী মুখোপাধ্যায়কে ৫ গুণ টাকা পেতে পারেন সাহারার আমানতকারীরা! ১০ দিনে কেন্দ্র ফেরাবে ১,০০০ কোটি প্রথম ধারাবাহিক হিট, তাও লুক টেস্টের পর রাঙামাটির তীরন্দাজ থেকে সরলেন অভিকা! কেন India B বনাম India D ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? India A বনাম India C ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? 'কেবল আপনার জন্যই…' কেবিসির মঞ্চে অমিতাভকে চমক দিয়ে যুগলবন্দি সোনু-শ্রেয়ার! JEE অ্যাডভান্সে প্রথম ১০০-তে থাকা কোনও পড়ুয়া ভরতি হলেন না IIT খড়গপুরে!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.