বিয়ের পর প্রথম ইদ পালন স্বরা ভাস্করের। এই মাত্র কিছুদিন আগেই সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী। এরপর ২২ এপ্রিল, শনিবার ধুমধাম করে এই পরব পালন করলেন। রবিবার সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করলেন তিনি।
এদিন স্বরাকে একটি গোলাপি রঙের এবং নীল রঙের সারারা পরতে দেখা যায়। সঙ্গে ম্যাচ করে সিলভার কানের দুল পরেছিলেন তিনি। অন্যদিকে স্ত্রীর সঙ্গে ম্যাচ করে ফাহাদকে একটি গোলাপি রঙের কুর্তা এবং সাদা পায়জামা পরতে দেখা যায়। তাঁরা দুজনই একসঙ্গে একাধিক ছবি তোলেন। বাদ দেন না সেলফি তুলতেও। পরিবারের বাকি সকলের সঙ্গে ছবি তোলেন নববধূ স্বরা।
এই ছবিগুলো টুইটারে পোস্ট করে স্বরা লেখেন, 'পেহলি ইদ। নতুন শুরু। ইদ মুবারক।' তাঁদের এই পোস্টে এক ব্যক্তি লেখেন, ' ইদ মুবারক। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।' আরেক ব্যক্তি লেখেন, 'কী দারুণ!'
গত ফেব্রুয়ারি মাসে আইনি বিয়ে সারেন স্বরা এবং ফাহাদ। নিজেদের বিয়ের খবর ঘোষণা করে অভিনেত্রী লেখেন, 'আমরা অনেক সময় খুব কাছের কোনও জিনিসকে খুঁজতে গিয়ে অনেক দূরে ছুটে বেড়াই। কিন্তু আদতে সেটা আমাদের খুব কাছেই থাকে। আমরা ভালোবাসা খুঁজছিলাম। কিন্তু আগে বন্ধুত্ব খুঁজে পেলাম। তারপর একে অন্যকে।'
মার্চ মাসে এরপর তাঁরা সামাজিক বিয়ে সারেন। মেহেন্দি থেকে সঙ্গীত, দুই ধর্ম অনুযায়ী সমস্ত রীতিনীতি মেনে তাঁরা বিয়ে করেন। দিল্লি এবং মুম্বইতে তাঁদের রিসেপশন পার্টি অনুষ্ঠিত হয়।
নিজেদের সম্পর্কের বিষয়ে ফাহাদ ব্রাইডজ টুডেকে বলেছিলেন, 'আমাদের এটা মানতে হবে যে আমরা দুজন আলাদা ব্যক্তি। দুজনের বড় হয়ে ওঠা আলাদা। দুজনে আলাদা পরিবেশে থেকেছি। আমি ওকে কখনই বলব না নিজেকে বদলে ফেল। কিন্তু নিয়েনর কমফোর্ট জোন থেকে অবশ্যই বেরোতে বলব। আমার নিজের জন্যও সেটা প্রযোজ্য। এভাবেই তো আমরা শিখি।'