এবারের অলিম্পিক্স থেকে বাদ হয়ে গেলেন বিনেশ ফোগাট। তাঁর এদিন স্বর্ণ পদকের জন্য লড়াই করার কথা ছিল। না হলে অনন্ত রূপো তো পাকাই ছিল। তার আগেই মাত্র ১০০ গ্রাম ওজন বেশি থাকার কারণে তাঁকে বাদ পড়তে হল। তিনি এবার অলিম্পিক্সে মহিলাদের ৫০ কেজির বিভাগে ফাইনালে উঠেছিলেন। কিন্তু বুধবার সকালে তাঁর ওজন মাপা হতেই স্বর্ণ পদক জয়ের স্বপ্ন অধরা রাখতে হল তাঁকে। আর এই ঘটনার পর মুখ খুলেছেন স্বরা ভাস্কর, কঙ্গনা রানাওয়াতের মতো বলিউড ব্যক্তিত্বরা।
আরও পড়ুন: ছাত্র আন্দোলনের ভ্রুকুটি সিনেমাতেও! উত্তাল বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য স্থগিত পদাতিকের মুক্তি
আরও পড়ুন: প্রিয়াঙ্কা নয়, 'কাছের মানুষ' -এর সঙ্গে ফের ধরা দিলেন রাহুল! রুকমাকে পাশে নিয়ে লিখলেন কী?
কী লিখলেন স্বরা ভাস্কর?
স্বরা ভাস্কর এদিন যাবে ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, '১০০ গ্রাম ওজন বেশি। এই গল্পটা বিশ্বাস করছেন?' আর তাঁর এই পোস্ট দেখেই অনেকেই অনুমান করছেন যে অলিম্পিক্সের মতো মঞ্চে ষড়যন্ত্রের শিকার হয়েছেন ভিনেশ সেটাই বোঝাতে চাইলেন অভিনেত্রী।
তবে একা স্বরা নন। তাপসী পান্নুও এদিন এই ঘটনার পর দুঃখ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, 'এই ঘটনা সত্যিই মন ভেঙে যাওয়ার মতোই। কিন্তু উনি সোনা না জিতলেও তার থেকে বেশি কিছু অর্জন করে ফেলেছেন।' প্রসঙ্গত তাপসী বর্তমানে প্যারিসে আছেন তাঁর স্বামীর সঙ্গে।
আরও পড়ুন: রায়বাঘিনী নন্দিনী অপরাজিতার সব দিকে কড়া নজর! দাদা - বৌদির বৌভাতে কী উপহার দিলেন নতুন বউকে?
কী লিখেছেন কঙ্গনা?
কঙ্গনা রানাওয়াত কিন্তু মোটেই দুঃখ প্রকাশ করেননি। উল্টে তিনি রীতিমত এই কুস্তিগিরকে কটাক্ষ করেছেন। তিনি ভিনেশের একটি ছবি শেয়ার করে লেখেন, 'ভারতের প্রথম স্বর্ণ পদকের জন্য অপেক্ষা করছি। ভিনেশ একবার একটি প্রতিবাদে যোগ দিয়ে বলেছিলেন মোদী তোর কবর কবে খুড়ব? তবুও তাঁকে সেরা ট্রেনিং নিয়ে অলিম্পিক্সে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।'