বাংলা নিউজ > বায়োস্কোপ > Swara-Kangana: ‘আদায় কাঁচকলায়’ সম্পর্ক দূরে রেখেই স্বরাকে শুভেচ্ছা কঙ্গনার, উত্তরও পেলেন মিঠে

Swara-Kangana: ‘আদায় কাঁচকলায়’ সম্পর্ক দূরে রেখেই স্বরাকে শুভেচ্ছা কঙ্গনার, উত্তরও পেলেন মিঠে

কঙ্গনাকে কী লিখলেন স্বরা, দেখুন

Swara-Kangana: বৃহস্পতিবার আইনি বিয়ের খবর শেয়ার করে সকলকে চমকে দিয়েছিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। তাঁর বিয়ের ছবি দেখে টুইট করলেন অভিনেত্রীর রিল লাইফের প্রিয় বন্ধু কঙ্গনা রানাওয়াত শুভেচ্ছা জানিয়েছেন। পালটা উত্তর দিতে ভোলেননি স্বরাও-

সকলকে একপ্রকার চমকে দিয়ে সই-সাবুদ করে বিয়ে সারেন অভিনেত্রী স্বরা ভাস্কর। সমাজবাদী পার্টির তরুণ নেতা ফাহাদ আহমেদকে বিয়ে করেছেন অভিনেত্রী। এখন শুধু বাকি সামাজিক অনুষ্ঠানের। বৃহস্পতিবার মুম্বইতে একটি অন্তরঙ্গ এনগেজমেন্ট পার্টির আয়োজন করেছিলেন। অনুষ্ঠানে শুধুমাত্র তাঁদের ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

স্বরা এবং ফাহাদকে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। টুইটারে স্বরা আর ফাহাদকে ট্যাগ করে তিনি লেখেন, ‘ভগবানের আশীর্বাদে তোমাদের দুজনকেই হাসিখুশি আর সুখী লাগছে। বিয়ে তো হৃদয়ের হয়, বাকি সবই আনুষ্ঠানিকতা।’ সরকার বিরোধী মন্তব্য করার কারণে বেশ কয়েকবার মতানৈক্য হয়েছে স্বরা এবং কঙ্গনার। আরও পড়ুন: প্রয়াত জনপ্রিয় তামিল কমেডিয়ান-অভিনেতা, বয়স হয়েছিল ৫৭

‘তন্নু ওয়েডস মন্নু’ ও ‘তন্নু ওয়েডস মন্নু রিটার্নসে’ একসঙ্গে কাজ করেছেন দু'জনে। রিয়েল লাইফে না হলেও রিল লাইফে পরস্পরের কাছের বন্ধু দেখানো হয়েছিল তাঁদের। কঙ্গনার শুভেচ্ছায় পালটা ধন্যবাদ জানাতে ভোলেননি স্বরাও। তিনি পালটা টুইট করে লেখেন, ‘ধন্যবাদ, কঙ্গনা! (দুটি হৃদয়ের ইমোজি) আপনি সমস্ত সুখ এবং আনন্দ ভরে (আলিঙ্গন এবং বেগুনি হার্ট ইমোজি) উঠুন’।

সরকার বিরোধী মন্তব্য করায় স্বরার তীব্র সমালোচনা করেন কঙ্গনা। ২০২১ সালে এক সাক্ষাৎকারে স্বরাকে দ্বিতীয় শ্রেণির অভিনেত্রী বলে কটাক্ষও করেন। তবে স্বরার বিয়ের ছবি দেখে নতুন জীবনের শুভেচ্ছা জানাতে ভোলেননি বলিউড ‘কুইন'।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলকে বিয়ের কথা জানিয়ে একটি টুইট করেন স্বরা। অভিনেত্রী লেখেন, ‘কখনও কখনও আপনি এমন কিছু খুঁজতে থাকেন যা আপনার পাশেই ছিল। আমরা প্রেম খুঁজছিলাম, কিন্তু আমরা প্রথমে বন্ধুত্ব পেয়েছি। এবং তারপরে আমরা একে অপরকে পেয়েছি! আমার হৃদয়ে তোমাকে স্বাগতম @FahadZirarAhmad! এটা বিশৃঙ্খল কিন্তু এটা তোমার!’ যার জবাব ফাহাদ লেখেন, ‘আমি কখনই জানতাম না যে বিশৃঙ্খলা এত সুন্দর হতে পারে আমার হাত ধরে রাখার জন্য তোমাকে ধন্যবাদ।’

খবর রয়েছে এনগেজমেন্ট মুম্বইতে হলেও বিয়েটা হবে দিল্লিতে। বৃহস্পতিবার একটি লাল শাড়ি পরেছিলেন অভিনেত্রী। সঙ্গে সিকোয়েন্সের কাজ করা অফ হোয়াইট ব্লাউজ। গলায় চোকার, মাথায় টিকলি, কপালে টিপ, লাল লিপস্টিকে দুর্দান্ত লাগছিল তাঁকে। ফাহাদকে দেখা গিয়েছে অফ হোয়াইট কুর্তা আর লাল জ্যাকেটে।

অনুষ্ঠানে হাজির ছিলেন সোনম কাপুর, দিব্যা দত্ত, ডিজাইনার সন্দীপ খোসলা এবং অন্যদের মতো সেলিব্রিটিরা, দুপুরে লাঞ্চের সময় দেখা মেলে তাঁদের। স্বরার বাবা-মা, সি উদয় ভাস্কর এবং ইরা ভাস্কর যোগ দিয়েছিলেন পার্টিতে।

২০২০ সালে একটি সমাবেশে ফাহাদের সঙ্গে প্রথম দেখা হয় স্বরার। তাঁরা একসঙ্গে প্রতিবাদে অংশ নেওয়া থেকে টুইটারে আলোচনা এবং এমনকী দুজনে একসঙ্গে একটি বিড়ালও দত্তক নিয়েছেন। এবার নতুন করে একসঙ্গে পথচলা শুরু করলেন।

বন্ধ করুন