সালটা ছিল ২০২৩, সেবছরই ফেব্রুয়ারি মাসে হঠাৎই বিয়ের ছবি দিয়ে সকলকে চমকে দিয়েছিলেন স্বরা ভাস্কর। যদিও বিয়েটা হয়েছিল জানুয়ারি মাসে। সেসময় ভিনধর্মী ফাহাদ আহমেদকে বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু কম কটাক্ষের মুখে পড়তে হয়নি অভিনেত্রীকে। যদিও তিনি বরাবরই সম্প্রীতির বার্তা-ই এসেছেন।
এদিকে ১৪ মার্চ, (২০২৫) গোটা দেশ যখন হোলি উৎসবে মাতোয়ারা। ঠিক অন্যান্য সেলেবদের মতোই রং খেলতে দেখা যায় স্বরাকে। স্বরা-ফাহাদের ছোট্ট শিশুকন্যা রাবিয়ার গালেও রং লেগেছিল। যদিও দোল খেলেননি স্বরার স্বামী ফাহাদ আহমেদ। তবে এদিন স্ত্রী ও কন্যার পাশেই ছিলেন তিনি। আর সেই ছবি পোস্ট করে সকলকে দোলের শুভেচ্ছা জানিয়েছিলেন স্বরা ভাস্কর। আর এরপরই বয়ে যায় কটাক্ষের বন্যা। অভিনেত্রীকে ট্রোল করতে ছাড়েননি নেটিজেনদের একাংশ।
একজন লেখেন, ‘ফাহাদ কিন্তু গায়ে রং লাগাননি! সবটাই লাভ জিহাদ’, কেউ কটাক্ষ করে লেখেন, ‘উনি কোনওদিনই হোলি খেলবেন না, শুভেচ্ছাও জানাবেন না। তবে স্বরা কিন্তুু ঠিকই ওদের উৎসবে অংশ নেবেন।’ কারোর প্রশ্ন করেন, ‘ভিনধর্মী বলেই তবে ফাহাদ রং খেলেননি?’
এধরনের ট্রোলিং-এর পর চুপ থাকার পাত্রী নন স্বরা ভাস্করও। ট্রোলারদের জবাব দিয়ে স্বরা লেখেন, ‘কাউকে জোর না করে, উৎসবে যোগদানে বাধ্য না করে আনন্দ উদ্যাপন করাই আমাদের রীতি, আমাদের ঐতিহ্য।’ তবে এই প্রথম নয়, এর আগেও বহুবার ভিনধর্মীকে বিয়ে করার কারণে কটাক্ষের শিকার হয়েছেন স্বরা। যদিও বিশেষ বিবাহ-আইনেই বিয়ে করেছিলেন স্বরা ও ফাহাদ। এমনকি নিজেদের বিয়ের অনুষ্ঠানে মেহেন্দি থেকে গায়ে হলুদ সবধরনের প্রাক-বিবাহ অনুষ্ঠানই উদযাপন করেছিলেন স্বরা-ফাহাদ।
এবছর রমজান মাসেই পড়েছে দোল। খুব সম্ভবত, রোজা রাখার কারণেই দোল খেলেননি স্বরার স্বামী ফাহাদ আহমেদ। এদিকে স্বরার মতোই দোল না খেলার কারণে ট্রোলের মুখে পড়তে হয়েছে সোনাক্ষী সিনহার স্বামী জাহির ইকবালকে। যদিও এক্ষেত্রে ট্রোলারদের পাল্টা জবাব দিতে ছাড়েননি শত্রুঘ্ন কন্যাও। লেখেন, ‘থোড়া রিল্যাক্স করো…। জাহির মুম্বই মে হ্যায়, অউর মে শ্যুটিং পে হু ইসিলিয়ে সাথ মে নাহি হ্যায়…থান্ডা পানি ডালো সর পে (একটু আরাম করো। জহির মুম্বইতে আছে আর আমি শুটিংয়ের জন্য বাইরে আছি। তোমার এখন মাথায় ঠান্ডা জল ঢালো)’