বাংলা নিউজ > বায়োস্কোপ > Swara Bhasker-Fahad Ahmad: স্বামীকে এই বিশেষ সম্বোধনে ট্রোল হয়েছিলেন স্বরা, কেন সেই কাজ পুনরায় করলেন ফাহাদ!

Swara Bhasker-Fahad Ahmad: স্বামীকে এই বিশেষ সম্বোধনে ট্রোল হয়েছিলেন স্বরা, কেন সেই কাজ পুনরায় করলেন ফাহাদ!

স্বরা ভাস্কর ও ফাহাদ আহমেদ

ফাহাদ লিখেছেন, এমন দিন বারবার আসুক। আমার জন্মদিনে তোমার পরামর্শ শুনে আমি বিয়ে করে ফেলি, আশা করি তুমি সেটা টুইটার থেকে জেনেছ। জীবনের সমস্ত দিক থেকে আমাকে সম্পূর্ণ করার জন্য তোমায় ধন্যবাদ, তোমার মতো একজন বন্ধু ও পরামর্শদাতা পেয়ে ধন্য। আমি তোমাকে ভালোবাসি' 

বিয়ের পর প্রথম জন্মদিন, ৯ এপ্রিল, রবিবার ৩৫-এ পা রেখেছেন স্বরা ভাস্কর। স্ত্রীর জন্মদিনে টুইটারের পাতায় স্বরাকে শুভেচ্ছা জানিয়েছেন ফাহাদ। যদিও স্ত্রীকে বন্ধুত্বসুলভ ভঙ্গীতে 'ভাই' বলে সম্বোধন করেছেন ফাহাদ আহমেদ। যদিও এর আগে স্বরা তাঁকেও 'ভাই' বলে সম্বোধন করে একটি পোস্ট করায় সমালোচিত হয়েছিলেন। তারপরেও স্ত্রীর পথে হেঁটে একই কাজ করলেন ফাহাদ, তবে স্ত্রী 'ভাই' কেন বলছেন তার ব্যাখ্যাও দিয়েছেন সমাজবাদী পার্টির নেতা।

ঠিক কী লিখেছেন ফাহাদ আহমেদ?

ফাহাদ লিখেছেন, এমন দিন বারবার আসুক। আমার জন্মদিনে তোমার পরামর্শ শুনে আমি বিয়ে করে ফেলি, আশা করি তুমি সেটা টুইটার থেকে জানতে পেরেছ। জীবনের সমস্ত দিক থেকে আমাকে সম্পূর্ণ করার জন্য তোমায় ধন্যবাদ, আমি তোমার মতো একজন বন্ধু এবং পরামর্শদাতা পেয়ে ধন্য। আমি তোমাকে ভালোবাসি' সবশেষে নোটে লিখেছেন এখানে ভাই শব্দটির কোনও লিঙ্গ নেই। স্বরাকে অবশ্যে এখনও পোস্টের প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি।

এর আগে গত ২ ফেব্রুয়ারি ফাহাদের জন্মদিনে স্বরা লিখেছিলেন, ‘শুভ জন্মদিন ফাহাদ মিয়া! ভাইয়ের আত্মবিশ্বাস অটুট থাকুক। ফাহাদ জিরার আহমেদ সুখী হও, স্থির হও। তুমি বুড়ো হয়ে যাচ্ছ, এখনই বিয়ে করো! একটি দুর্দান্ত জন্মদিন এবং একটি দুর্দান্ত বছরের বন্ধু হোক’। স্বামীকে ভাই বলায় তীব্র সমালোচনার মুখে পড়েন স্বরা। নেটপাড়ায় উঠে এসেছিল একাধিক কটাক্ষ। কেউ লেখেন, 'ভাই হলেন জান', কেউ বলেন, ভাই-বোনের অটুট জোড়ি। কারোর প্রশ্ন, 'ইনি আপনার ভাই!' কারোর কটাক্ষ, ‘ভাই-বোনকে বিয়ের শুভেচ্ছা রইল।’

<p>নেটপাড়ার কটাক্ষ</p>

নেটপাড়ার কটাক্ষ

গত ৬ জানুয়ারি দেশের বিশেষ বিবাহ আইন মেনে একে অপরকে বিয়ে করেন স্বরা ভাস্কর ও সমাজবাদী পার্টির নেতা ফাহাদদ আহমেদ। বিয়ের পর দিল্লিতে বাগদান থেকে শুরু করে বিয়ের একাধিক অনুষ্ঠান রাখের স্বরা ভাস্কর। সেই অনু্ষ্ঠানগুলিতেও ছিল সর্বধর্ম সম্বন্বয়ের বার্তা, দুই ধর্মের নানান রীতি মেনে একেধিক অনুষ্ঠানের আয়োজন করেন স্বরা ও ফাহাদ। ১৬ মার্চ হয় স্বরা-ফাহাদের আনুষ্ঠানিক বিয়ে। রিসেপশনে হাজির ছিলেন রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, শশী থারুর, তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েন থেকে দেশে বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্ব।

স্বরা জানান, ফাহাদের সঙ্গে তাঁর দেখা হয়েছিল দিল্লির এক ধর্না মঞ্চে। ফাহাদের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে স্বরা লিখেছিলেন, ‘কখনও কখনও আপনি হয়ত যা চাইছেন সেটা খোঁজার জন্য হয়তবা অনেক দূরে যাবেন, কিন্তু পরে দেখবেন সেটা আপনার সামনেই রয়েছে। আমরা ভালোবাসা খুঁজছিলাম, তবে প্রথমে আমরা একে অপরের মধ্যে বন্ধুত্ব খুঁজে পেয়েছি। তোমায় আমার হৃদয়ে স্বাগত ফাহাদ। এই হৃদয় হয়ত একটু বিশৃঙ্খল তবে সেটা একান্ত তোমার।' এদিকে স্বরার রিসেপশনে পাকিস্তানি ডিজাইনারের লেহেঙ্গা পরায় সেটা নিয়ে তাঁকে সমালোচিত হতেও হয়েছে। তবে সব সময়ের মতো সেই সমালোচনাকে আমল দেননি স্বরা।

 

বায়োস্কোপ খবর

Latest News

বয়স মাত্র ১ বছর ৪ মাস, রণবীর-আলিয়া কন্যা রাহা-ই বলিপাড়ার সবথেকে ধনী ‘স্টার কিড' বহুবিবাহ আইনে ২য় স্ত্রী ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে মামলা নয়: কর্ণাটক হাইকোর্ট 'নমো অ্যাপে একটা সেলফি তুলুন', হালকা চালে AI থেকে UPI নিয়ে আলোচনা মোদী-গেটসের ১৮ বছরে পা রাখল হৃতিকের বড় ছেলে, বিশেষ পার্টির আয়োজনে কী কী করলেন সুজান-সাবা সতীশ কৌশিক আর নেই, মুক্তি পেল 'পাটনা শুক্লা', বন্ধুকে নিয়ে আবেগতাড়িত সলমন মোদী নাকি মমতা, কে বড় 'একনায়ক'? বাউন্সারের সামনে পড়ে যা বললেন PK RCB vs KKR: আউট হওয়ার ভয়ে কুঁকড়ে থাকতেন, গতবারের ‘ব্যর্থতা’ নিয়ে অকপট রাসেল 'এটা করা যায় না… ৬ মাসে…', এই রাজ্যের সরকারি কর্মীদের পক্ষে বড় রায় আদালতের মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.