কিছুদিন আগেই ধুমধাম করে প্রায় এক সপ্তাহ ধরে নানা আচার অনুষ্ঠান পালন করে ফাহাদ আহমেদকে বিয়ে করেছেন স্বরা ভাস্কর। তাঁদের বিয়ে নিয়ে চলছে বিস্তর চর্চা। এর আগে অভিনেত্রী একবার ফাহাদকে ভাই বলে ডেকেছিলেন তারপরই জানা যায় তাঁদের বিয়ের খবর। টুইটারে নিজেই বিয়ের খবর জানান অভিনেত্রী। অনেকেই তাতে বেশ চমকৃত হয়েছিলেন তাতে। তখন নানা কটাক্ষ, মিম দেখা গিয়েছিল তাঁদের নিয়। এবার অভিনেত্রীর জন্মদিনে তাঁকে ভাই বলে সম্বোধন করলেন ফাহাদ। প্রসঙ্গত ৩৫ বছর পা দিলেন তিনি।
ফাহাদের সঙ্গে বিয়ের পর এটাই অভিনেত্রীর প্রথম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের থেকে বহু শুভেচ্ছা বার্তা পেয়েছেন তিনি। কিন্তু সবার শুভেচ্ছা আর বিশেষ মানুষের শুভেচ্ছা কি এক হয়! বিলকুল নেহি! টুইটারে স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করলেন সমাজবাদী পার্টির এই যুব নেতা। এই আলো আঁধারি ছবিতে অভিনেত্রীকে তাঁর স্বামীর কাঁধে মাথা রেখে থাকতে দেখা গিয়েছে। ফাহাদ এই ছবি পোস্ট করে লেখেন, 'এই শুভদিন বারবার ফিরে আসুক। আমার জন্মদিনে তোমার উপদেশ শুনে আজ আমি বিবাহিত, আশা করি তুমি এখন সেটা টুইটার থেকে জানো। আমার জীবনের প্রতিটা অধ্যায়, প্রতিটা বিষয়ে আমাকে পূরণ করার জন্য ধন্যবাদ। আমি কৃতজ্ঞ জীবনে তোমার মতো একজন বন্ধু, মেন্টরকে পেয়ে। তোমায় খুব ভালোবাসি।' তিনি এই পোস্টে আরও লেখেন, 'পুনশ্চ ভাই কিন্তু জেন্ডার নিউট্রাল শব্দ।'
সমাজবাদী যুবনেতার এই পোস্ট সবার মন জয় করে নিয়েছে। যদিও অভিনেত্রী এখনও এই পোস্টের উত্তরে কিছু লেখেননি। এই ছবিতে অভিনেত্রীকে গলায় একটা স্কার্ফ জড়িয়ে রাখতে দেখা যায়। সঙ্গে রোদ চশমাও পরে ছিলেন তিনি।
প্রথমে আইনি বিয়ে সেরে পরে সেটার ছবি পোস্ট করে সকলকে চমকে দেন স্বরা। কিছুদিন আগে মার্চ মাসে তাঁরা সামাজিক বিয়ে সারেন।