বাংলা নিউজ > বায়োস্কোপ > Swara Bhasker: করণকে সুশান্তের খুনী বলে দাগিয়ে দিয়ে দেওয়া ঠিক নয়', হঠাৎ কেন বলে উঠলেন স্বরা

Swara Bhasker: করণকে সুশান্তের খুনী বলে দাগিয়ে দিয়ে দেওয়া ঠিক নয়', হঠাৎ কেন বলে উঠলেন স্বরা

করণের পাশে দাঁড়ালেন জোয়া।

অতীতে স্বজনপোষণ নিয়ে করণের বিরুদ্ধে আওয়াজ তুললেও স্বরা মনে করেন, কোনও তথ্যপ্রমাণ ছাড়াই তাঁকে 'খুনী' বলে দাগিয়ে দেওয়া নিরর্থক।

২০২০। সুশান্ত সিংহ রাজপুতের অকাল মৃত্যুতে তোলপাড় হয়েছিল বলিউড। 'বহিরাগত' অভিনেতার এই চরম পরিণতির জন্য কাঠগড়ায় তোলা হয়েছিল করণ জোহরকে। অনেকে ধরেই নেন, করণের 'অবিচার'-এর কারণেই নিজেকে শেষ করেছিলেন সুশান্ত। নেটমাধ্যমে ওঠে '#জাস্টিস ফর সুশান্ত'-র ঝড়। ট্রোল-কটাক্ষ ধেয়ে আসে পরিচালক-প্রযোজকের দিকে।

বলিউডে মাথাচাড়া দিয়ে ওঠা 'বয়কট' প্রথা নিয়ে কথা বলতে গিয়ে ফের সেই প্রসঙ্গ তুললেন স্বরা ভাস্কর। অতীতে স্বজনপোষণ নিয়ে করণের বিরুদ্ধে আওয়াজ তুললেও স্বরা মনে করেন, কোনও তথ্যপ্রমাণ ছাড়াই তাঁকে 'খুনী' বলে দাগিয়ে দেওয়া নিরর্থক। তাঁর কথায়, 'করণ জোহর ছবি আপনার

পছন্দ না-ই হতে পারে। তাঁর স্বজনপোষণ নিয়েও সমস্যা থাকতে পারে। কিন্তু সেগুলির উপর ভিত্তি করে ওঁকে খুনীর তকমা দিয়ে দেওয়া যায় না।'

(আরও পড়ুন: ‘অক্ষয় যে ধরনের ছবি করেন তা পছন্দ নয় আমার’, বলিউড বয়কটের কারণ খুঁজলেন স্বরা)

স্বরাকে আগাগোড়াই স্পষ্টবক্তা বলে চিনেছে ইন্ডাস্ট্রি তথা দর্শক। তিনি মনে করেন, 'লাল সিং চাড্ডা'কে নিয়ে যে নেতিবাচক প্রচার চলেছে, তার কুপ্রভাব পড়েছে অন্যান্য বড় বাজেটের ছবিতেও। বলিউডের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করে তিনি বলেন, 'ইন্ডাস্ট্রিতে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। কেউ বিতর্কে জড়াতে চান না। মনে করা হয়, কোনও কিছু নিয়ে বিতর্ক হলে, তা নিয়ে মুখ না খোলাই ভালো।'

(আরও পড়ুন: শাহরুখ হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বইয়ে এসেছিলেন স্বরা! সঙ্গে ছিল বেডিংপত্র-ট্রাঙ্ক)

স্বরাকে শেষ দেখা গিয়েছে 'জাহা চার ইয়ার'-এ। ছবিটি মুক্তি পেয়েছে ১৬ সেপ্টেম্বর। তাঁর সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন পূজা চোপড়া, মেহর ভিজ এবং শিক্ষা তালসানিয়া।

বন্ধ করুন