বাংলা নিউজ > বায়োস্কোপ > Swara Bhasker: ‘হিন্দু বিরোধী’ স্বরা হিন্দুমতে করলেন গৃহপ্রবেশ, ‘নাটক’ দেখে বিরক্ত নেটপাড়া

Swara Bhasker: ‘হিন্দু বিরোধী’ স্বরা হিন্দুমতে করলেন গৃহপ্রবেশ, ‘নাটক’ দেখে বিরক্ত নেটপাড়া

স্বরা ভাস্কর (ছবি-ইনস্টাগ্রাম)

নতুন-পুরনো বাড়িতে প্রবেশের আগে হিন্দুরীতি মেনে পুজো করেন অভিনেত্রী। যা নিয়ে সমালোচনার বন্যা!

সামাজিক মাধ্যমে গৃহ প্রবেশের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী স্বরা ভাস্কর। যেখানে তাঁকে শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে নতুন বাড়িতে প্রবেশের পুজো করতে দেখা গিয়েছে। পুরোপুরি হিন্দু রীতিনীতি মেনে ঢুকলেন নতুন বাড়িতে। এমনকী যজ্ঞ করার ছবিও শেয়ার করলেন নেট মাধ্যমে। ব্যস! শুরু হল ট্রোলিং। এই সেদিন হিন্দুত্ব সন্ত্রাসের সঙ্গে তালিবানি সন্ত্রাসের তুলনা করেছেন। তারমধ্যেই নায়িকার এই ভোলবদলে অবাক সকলে। 

পুরনো বাড়িকেই নতুনভাবে সাজিয়েছেন স্বরা। প্রায় দেড় বছর ধরে চলেছে রেনোভেশনের কাজ। এবার বাড়িতে প্রবেশ করবেন। স্বরার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, গৃহের মঙ্গলকামনায় গণপতির পুজো করা হচ্ছে সব রীতি রেওয়াজ মেনে ৷ আর ছবি শেয়ার ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘পুজোয় অংশগ্রহন করে নিজেকে পবিত্র মনে হচ্ছে।’

সামাজিক মাধ্যমে গৃহ প্রবেশের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী স্বরা ভাস্কর। যেখানে তাঁকে শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে নতুন বাড়িতে প্রবেশের পুজো করতে দেখা গিয়েছে। পুরোপুরি হিন্দু রীতিনীতি মেনে ঢুকলেন নতুন বাড়িতে। এমনকী যজ্ঞ করার ছবিও শেয়ার করলেন নেট মাধ্যমে। ব্যস! শুরু হল ট্রোলিং। এই সেদিন হিন্দুত্ব সন্ত্রাসের সঙ্গে তালিবানি সন্ত্রাসের তুলনা করেছেন। তারমধ্যেই নায়িকার এই ভোলবদলে অবাক সকলে। 

পুরনো বাড়িকেই নতুনভাবে সাজিয়েছেন স্বরা। প্রায় দেড় বছর ধরে চলেছে রেনোভেশনের কাজ। এবার বাড়িতে প্রবেশ করবেন। স্বরার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, গৃহের মঙ্গলকামনায় গণপতির পুজো করা হচ্ছে সব রীতি রেওয়াজ মেনে ৷ আর ছবি শেয়ার ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘পুজোয় অংশগ্রহন করে নিজেকে পবিত্র মনে হচ্ছে।’|#+|

স্বরার গৃহপ্রবেশ উপলক্ষে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নেটিজেনরা ৷ সুখবরে খুশি তাঁর সহকর্মীরা। কিন্তু হিন্দুত্ববাদীদের আক্রমণ থেকে অত সহজে বাঁচতে পারলেন না অভিনেত্রী। তালিবানে না গিয়ে কেন তিনি হিন্দু দেবতার পুজো করছেন, লোকে সেই নিয়ে প্রশ্ন তুলেছে। মজার মজার মিমও বানানো হয়েছে। যদিও আপাতত সে বিষয়ে কোনও মনতব্য করতে দেখা যায়নি তাঁকে। 

আগের সপ্তাহেই স্বরা টুইট করেছিলেন, ‘হিন্দুত্ববাদী সন্ত্রাসের সমালোচনা আমরা করি না। আর তালিবানি সন্ত্রাসের ছবি দেখে আমরা রেগে যাই, ক্ষুব্ধ হই। তালিবানদের অত্যাচার দেখে আমরা গর্জে উঠি। আর হিন্দুত্ববাদী সন্ত্রাসের সময় চোখ বুজে থাকি। আমাদের মূল্যবোধ কোনও নির্দিষ্ট জাতি বা নিপীড়কের উপর নির্ভর করে তৈরি করা উচিত নয়।’ আর তা দেখেই টনক নড়ছিল দেশবাসীর। কলকাতাক লালবাজারেও তাঁর নামে দায়ের হয়েছিল FIR। হিন্দুদের ভাবাবেগে আঘাত দেওয়ার জন্য ও হিন্দু-মুসলিম দাঙ্গা লাগাতে পারে তাঁর এই টুইট বলে অভিযোগ এনেছিলেন রাজা চৌধুরী নামে এক ব্যক্তি।

বায়োস্কোপ খবর

Latest News

টাকা খেয়ে টেলিকম পলিসি বদলেছে সরকার, বিস্ফোরক মিম প্রধান ‘যখন আমি ডানা নিয়ে জন্মেছি, তখন হামাগুড়ি কেন দেব!’ কী বার্তা দিতে চাইলেন পিঙ্কি শীঘ্রই নক্ষত্র পরিবর্তন করবে শনি, ৪ রাশির বদলাবে সময়, কাজে আসবে গতি চাকরির আশায় ফের পরাগকে বিয়ে শিমুলের! কার কাছে কইয়ের গল্পে বিরক্ত দর্শক Summer Hair Care: বিকট চুলকোচ্ছে মাথা! চুলকানি কমাবে এই ঘরোয়া উপায়গুলো প্রচারে বেরিয়ে ইসকন মন্দিরে কীর্তনে অংশ নিলেন অভিজিৎ গাঙ্গুলি, বাজালেন খঞ্জনিও নিতম্বের খাঁজ দেখিয়ে ছবি পোস্ট অভয়ের! ‘ক্যামেরা গর্ভবতী হয়ে যাবে’, বললেন নেটিজেন পাকিস্তানে ঝাঁপ বন্ধ করল চিনের সংস্থা, ২০০০জনকে ছাঁটাই, জঙ্গি হামলার জের! পুলকিতের মাকে শ্রদ্ধা জানিয়ে বিয়েতে গোলাপি লেহেঙ্গায় কৃতি! নেপথ্যে বিশেষ কারণ সকালে নুন জল পান করলে কী হয়? কোন ভয়াবহ তথ্য দিলেন বিশেষজ্ঞরা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.