বাংলা নিউজ > বায়োস্কোপ > শর্ট ড্রেস পরে বোরখা নিয়ে সওয়াল, টুইটারে ট্রোল স্বরাকে, জবাব এল, ‘হ্যাঁ আমি হটি’

শর্ট ড্রেস পরে বোরখা নিয়ে সওয়াল, টুইটারে ট্রোল স্বরাকে, জবাব এল, ‘হ্যাঁ আমি হটি’

পোশাক বিতর্কে ট্রোলড স্বরা। 

বোরখা বিতর্কেও নাম জড়িয়েছে স্বরা ভাস্করের। খুব করে কটাক্ষও হচ্ছে। 

বোরখা-বিতর্কে নাম জড়িয়েছে স্বরা ভাস্করেরও। বোরখা পরার স্বপক্ষেই টুইট করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। আর তা নিয়েই এবার হলেন কটাক্ষের শিকার। টুইটারে এক মহিলা স্বরার ওয়ানপিসের ফোটো শেয়ার করে লেখেন, ‘এটাই হল আসল স্বরা, যে বোরখা পরা নিয়ে লোককে বোঝাতে আসে।’

তবে এই টুইটে একটুও অস্বস্তি হয় না স্বরার। বরং জবাব দেন মুখের মতো। লেখেন, ‘হ্যাঁ এটাই আমি। বম্ব লাগছে দেখতে। ধন্যবাদ। ধন্যবাদ আমার ছবি শেয়ার করে গোটা দুনিয়ার মানুষকে মনে করিয়ে দেওয়ার জন্য যে আমিও হটি। আমি মহিলাদের নিজের পছন্দের পোশাক পরার স্বাধীনতার হয়ে সওয়াল করি। তুমি বোঝো ‘চয়েজ’ কথাটার মানে… ছাড়ো, তুমি বরং আর কাউকে গিয়ে নোংরা আক্রমণ করো, অবশ্য তাতেও তুমি ব্যর্থই হবে!’

টুইটারে স্বরার এই ছবিটা শেয়ার করেই কটাক্ষ করা হয়।
টুইটারে স্বরার এই ছবিটা শেয়ার করেই কটাক্ষ করা হয়।

বোরখা বিতর্ক বড় আকার ধারণ করে যখন কলেজে বোরখা পরে প্রবেশ করে ৬ ছাত্রী। তাদের ক্লাসে ঢুকতে বাধা দেওয়া হয়। এরপর মাথায় গেরুয়া ফেট্টি বেঁধে আরও কিছু ছাত্র-ছাত্রীর দল স্লোগান দিতে শুরু করে। নিমেষে এই প্রতিবাদ ছড়িয়ে পড়ে রাজ্যের অন্যান্য কলেজগুলোতেও। এমনকী, একটা কলেজে লাঠি চালাতেও বাধ্য হয় পুলিশ। 

বর্তমানে কর্নাটকের হাইকোর্টে চলছে বোরখা নিয়ে মামলা, যেখানে শিক্ষা প্রতিষ্ঠানে বোরখা নিষিদ্ধ করার ডাক দেওয়া হয়েছে। এদিকে বোরখার স্বপক্ষে যারা আছেন তাঁদের মতামত, এর ফলে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে। 

প্রসঙ্গত, এরপর স্বরাকে দেখা যাবে ‘কোর্মা’য়। দিব্যা দত্ত আর শাবানা আজমির সাথে। সমলিঙ্গের মানুষের ভালোবাসার গল্প বলবে এই সিনেমা। ইতিমধ্যেই এটি ৭টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়ে গিয়েছে। কিন্তু এখনও মুক্তি পায়নি ভারতে।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

'বারবার হচ্ছে, এবার…..', দুর্গাপুজোয় বোমা ছোড়ার পরে বাংলাদেশকে হুঁশিয়ারি ভারতের অষ্টমীর রাতে লোকালয়ে ঢুকে তাণ্ডব দাঁতালের, হাতির হানায় মৃত্যু শিশুর, আহত মা হাইকোর্টে জামিন পাওয়া ৯ ছাত্রকে মুক্তি দিতে গড়িমসি করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে ‘‌গণইস্তফা কোনও গ্রাহ্য পদত্যাগ নয়’‌, চাপ বাড়িয়ে স্পষ্ট বার্তা দিলেন আলাপন ফের শূন্য শ্রেয়সের, সেট হয়ে আউট রাহানে, রঞ্জির শুরুতেই পিছিয়ে পড়ল মুম্বই অনিকেতের পর ICU-তে আরও এক অনশনকারী, ‘প্রশাসন শুনতে পাচ্ছেন?’ ক্ষুব্ধ কিঞ্জল আরজি কর হাসপাতালে ঘুরপাক খাচ্ছিল সঞ্জয়, ৫৩টি সিসিটিভি ফুটেজে কী পেল সিবিআই? অনশনকারীরা মৃত্যুর দিকে…ব্রিটিশ শাসনের পর বাংলায় অন্ধকারতম সময়…মোদীকে চিঠি ফেমার জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি ২৪৭ জন বিজ্ঞানীর হরিয়ানায় নতুন বিজেপি সরকার শপথ নেবে কবে?‌ অনুষ্ঠানে আসছেন স্বয়ং প্রধানমন্ত্রী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.