সাত পাকে বাঁধা পড়েছে লক্ষ্মী কাকিমার ছেলে-বউমা! রিয়েল থেকে রিলে গড়িয়েছে স্বর্ণদীপ্ত-অর্পিতার প্রেমের গল্প। বুধবার ছিল জুটির বৌভাত। একদিন বাদে বৃহস্পতিবার বসবে রিসেপশনের আসর। ভাত-কাপড়ের আসরে বউকে চোখে হারালেন লক্ষ্মী কাকিমার অনস্ক্রিন পুত্র।
আরও পড়ুন-মালা নয় চুমুবদল! সাত পাক ঘুরল ‘লক্ষ্মী কাকিমা’র ছেলে-বউমা, স্বর্ণ-অর্পিতার বিয়ে জমজমাট
এদিন টুকটুকে লাল শাড়িতে দেখা মিলল অর্পিতার। আটপৌরে স্টাইলে শাড়ি পরেছিলেন তিনি। সঙ্গে গা ভর্তি সোনার গয়নায় ঘোষ বাড়ির নতুন বউ। আর লক্ষ্মী কাকিমার বড় ছেলের দেখা মিলল চকোলেট রঙের পাঞ্জাবিতে। ওপার বাংলার নিয়মে মঙ্গলবার সন্ধ্যায় নতুন বউকে নিয়ে বাড়ি ঢোকেন স্বর্ণদীপ্ত। তারপর থেকেও বিয়ে পরবর্তী নানান অনুষ্ঠানের ব্যস্ততা। সমস্ত খেলায় বরকে হারিয়ে দিয়েছেন অর্পিতা। গর্ব করে সে-কথা জানালেন স্বর্ণদীপ্ত নিজেই। বললেন, ‘পৌনে ন-টা নাগাদ বাড়ি ঢুকলাম। তারপর আর্শীবাদ হল। সব গেমগুলো ম্যাডাম জিতেছে। চাল কুড়ানোর খেলায় আমি জিতেছি, আসলে ওটা তো বাঁ হাতে করতে হয়। আমার ওতে অ্যাডভান্টেজ ছিল। নাহলে ওটাতেও ওই জিতেছে’।
এদিন অর্পিতার হাতে ভাত-কাপড়ের থালা তুলে দেন স্বর্ণদীপ্ত। তবে প্রথায় একটু টুইস্ট দিয়ে স্বর্ণ বললেন, ‘আজ থেকে ওর শুধু ভাত-কাপড় নয়, ওর দায়িত্বটা আমি নিলাম। আর আমার সব দায়িত্বটাও অর্পিতা নিল।’
বউ অল্পেতে খুশি থাকে হাসি মুখে জানালেন স্বর্ণদীপ্ত। বৃহস্পতিবার পাটুলির সত্য়জিৎ পার্কে বসছে নবদম্পতির রিসেপশন। বিয়েতে একদম সাবেকি সাজে দেখা মিলেছিল দুজনের। রিসেপশনেও সাবেকিয়ানার ছোঁয়া থাকবে সাজে।
সম্পর্ক নিয়ে কোনওদিনই লুকোছাপা করেননি তাঁরা। প্রেম পূর্ণতা পাওয়ায় খুশিতে ডগমগ দুজনেই। বিয়ের মতো জুটির রিসেপশনেও হাজির থাকলেন টেলিপাড়ার একগুচ্ছ তারকা। গত শনিবার থেকেই শুরু হয়েছিল স্বর্ণদীপ্ত-অর্পিতার বিয়ের সেলিব্রেশন। ওইদিন আংটি বদলের পাশাপাশি ছিল সঙ্গীত নাইট। রবিবার নিয়ম মেনে হয় আইবুড়ো ভাত। এই মুহূর্তে 'তুমি যে আমার মা' ধারাবাহিকে অভিনয় করছেন স্বর্ণদীপ্ত ঘোষ। অন্যদিকে ফুলকি সিরিয়ালে অভিনয় করছেন অর্পিতা।
বিয়ের জন্য লম্বা ছুটি নেওয়ায় মধুচন্দ্রিমায় যাওয়া এখনই হচ্ছে না। ওটা আগামি বছরের জন্য তুলে রাখছেন দুজনে।