এই মুহূর্তে বাংলা ধারাবাহিকের সবথেকে চর্চিত ধারাবাহিক জোয়ার-ভাটা। বহুদিন পর ধারাবাহিকের হাত ধরে আবার ছোটপর্দায় ফিরে এসেছেন শ্রুতি দাস। শ্রুতির সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করতে দেখা যাচ্ছে আরাত্রিকা মাইতিকেও।
তবে এই সাফল্য কিন্তু একদিনে আসেনি। সাফল্যের পেছনে লুকিয়ে রয়েছে অনেক অজানা গল্প, চাপা কান্না, কষ্ট। তবে সেই দুর্দিনে শ্রুতি যাকে সবথেকে বেশি পাশে পেয়েছেন তিনি হলেন স্বামী স্বর্ণেন্দু সমাদ্দার। সম্প্রতি অ্যাডিশনকে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে পুরনো সেই কথাই তুলে ধরলেন পরিচালক।
আরও পড়ুন: লাল পাড় সাদা শাড়িতে সেজে উঠলেন নুসরত, করলেন মায়ের বরণ
আরও পড়ুন: 'মা ছাড়া সংসার অসম্পূর্ণ...', কবিরের সঙ্গে সিঁদুর খেলায় মাতলেন কোয়েল
জোয়ার ভাটা প্রসঙ্গে কথা বলতে গিয়েই প্রথমে স্বর্ণেন্দু বলেন, ‘এখন তো সবই জোয়ার হয়েছে এবার বান আসবে। স্বামীর মুখে এই কথা শুনেই হাসতে থাকেন শ্রুতি। তখন তিনিও বলেন, সত্যিই এই দিনটার জন্যই হয়তো এতদিন অপেক্ষা করছিলাম। বহুদিন কেমন কেটেছে, যখন দুশ্চিন্তায় রাতে ঘুম আসতো না। তখন এই মানুষটাই আমার মনে সাহস জুগিয়েছে।’
স্ত্রীর কথার মাঝেই স্বর্ণেন্দু বলেন, ‘আমিও তো সবসময় বলতাম মনে জোর রাখো। নিজেকে একটি নিয়মের মধ্যে বেঁধে রাখো। যখন ভালো সময় আসবে তখন কিন্তু তুমি তার জন্য প্রস্তুত থাকতে পারবে না। তাই প্রত্যেকদিন নিয়ম মেনে চলো। রাতের পর রাত না ঘুমিয়ে চোখের নিচে কালি পরে গেলে তখন সমস্যা হয়ে যাবে।’
আরও পড়ুন: লাল শাড়িতে নতুন বউ সেজে মাকে বরণ করলেন শুভশ্রী, গোলাপি পাঞ্জাবিতে সঙ্গ রাজের
আরও পড়ুন: অভিষেকের কোলে ছোট্ট কুমারী, নবমীর সকালে আবেগপ্রবণ সাইনা
স্বামীর কথা মেনেই নিজেকে কড়া ডায়েটের মধ্যে রাখতেন শ্রুতি। কিছুদিন আগেই বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘ইয়েস বস’, যেখানে অভিনয় করতে দেখা গিয়েছিল শ্রুতিকেও। এছাড়া ‘ডাইনি’ সিরিজেও অসাধারণ অভিনয় করে সমালোচকদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছিলেন অভিনেত্রী।
তবে দীর্ঘদিন ধরে ধারাবাহিকে ফিরতে চেষ্টা করছিলেন শ্রুতি, অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে। জোয়ার ভাঁটা সিরিয়ালে নিজের সবটুকু যে উজাড় করে দিয়েছেন শ্রুতি, সেটা সিরিয়াল দেখলেই বোঝা যাচ্ছে। শ্রুতির অভিনয় ইতিমধ্যেই দর্শকদের মন কেড়েছে।