বাংলা নিউজ > বায়োস্কোপ > স্বস্তিকা ‘শুধুই ভালো বন্ধু’, বাগদান ও বিয়ের খবরকে ভুয়ো বলে উড়িয়ে দিলেন শোভন

স্বস্তিকা ‘শুধুই ভালো বন্ধু’, বাগদান ও বিয়ের খবরকে ভুয়ো বলে উড়িয়ে দিলেন শোভন

কেবলই বন্ধু 

‘সম্পর্কের বয়স সবে আড়াই মাস, সেই দিয়ে বিয়ে পর্যন্ত যাওয়া যায় না', জানিয়ে দিলেন শোভন গঙ্গোপাধ্যায়। 

আমরা শুধুই বন্ধু বা গুড ফ্রেন্ড- ইন্ডাস্ট্রিতে প্রচলিত দুটি শব্দ। সেই পথেই হাঁটলেন শোভন গঙ্গোপাধ্যায়। অভিনেত্রী স্বস্তিকা দত্তের সঙ্গে গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের প্রেমের আলোচনা গত কয়েকদিন ধরে টলিগঞ্জের হটকেক। এমন চর্চাও শোনা য়াচ্ছিল প্রাক্তন প্রেমিকা ইমন চক্রবর্তীর পথে হেঁটে শীঘ্রই নিজেদের সম্পর্কে আনুষ্ঠানিক শিলমোহরও দিয়ে দেবেন শোভন-স্বস্তিকা। নতুন বছরে দুজনের বাগদানের খবরও সামনে এসেছিল। তবে পুরোটাই নাকি অতিরঞ্জিত এবং মনগড়া- দাবি শোভনের।

শোভন-স্বস্তিকা দুজনের কথাতেই তাঁরা শুধুই ভালো বন্ধু। আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাত্কারে স্বস্তিকা মানে ছোটপর্দার রাধিকা বললেন,  আমাদের বন্ধুত্বের বয়স সবে আড়াই মাস'। শোভনের মধ্যে নাকি আদর্শ শ্রোতা খুঁজে পেয়েছেন বকবক করতে ভালোবাসা স্বস্তিকা। তিনি যোগ করেন, ‘কিছু মানুষ হাঁ করলে বুঝে যায় কি বলা হচ্ছে। শোভন আমার সেই রকম বন্ধু। ও বুঝতে পারে আমায়। আমার ওকে শুনতে ভাললাগে। গান বা কথা যখন যেমন’। কলকাতাতেই এক অনুষ্ঠানে প্রথম আলাপ হয় তাঁদের। সেখান থেকেই শুরু বন্ধুত্ব। 

সম্প্রতি শোভন ইনস্টাগ্রামে স্বস্তিকার সঙ্গে একটি সেলফি পোস্ট করেন। যেখানে স্বস্তিকার হাতের হীরের আংটি দেখে বেশ কিছু মিডিয়ায় এমন খবরও প্রকাশিত হয় যে বাগদান সেরে ফেলেছেন এই জুটি। এই ‘গাঁজাখুরি’ গল্প নিয়ে শোভন বললেন, ‘আমি বা স্বস্তিকা এটা হ্যান্ডেল করার জন্য মানসিক দিক থেকে একেবারেই প্রস্তুত নই’। এই রটনার জেরে নাকি দুজনেরই ব্যক্তিগত জীবন অতিষ্ট হয়ে উঠেছে, পরিবার ও প্রতিবেশিদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে, সেলেব জীবনের এই বিড়াম্বনা খুব ভাবাচ্ছে শোভনকে। 

স্বস্তিকা জানালেন তাঁর ওই আংটি চার বছরেরও বেশি পুরোনো। শোভনের সাফ উক্তি- ‘সম্পর্কের বয়স সবে আড়াই মাস, সেই দিয়ে বিয়ে পর্যন্ত যাওয়া যায় না’। 

প্রেম সম্পর্কের কথা নয়, বরং সংবাদমাধ্যম তাঁদের কাজের কথা লিখুক আপতত সেটাই চাইছেন 'ভালো বন্ধু' স্বস্তিকা-শোভন। এই বন্ধুত্বের জল কতদূর গড়ায় এখন সেটাই দেখবার।

বায়োস্কোপ খবর

Latest News

রান রেট মাথায় আছে, ঠুকঠুকে ব্যাটিংয়ের পরে সাফাই স্মৃতি মন্ধনার অবশেষে অনশনে হাজির আরজি কর হাসপাতালের ডাক্তাররা, ধর্মতলায় দু’‌জন কারা? সোমবারের মোদী-মুইজ্জু বৈঠক নিয়ে আশাবাদী জয়শংকর, তবে কি বরফ গলার ইঙ্গিত? Puja Skin Care: পিঠে ব্রণ বলে ব্যাকলেস এড়িয়ে চলছেন ? এই টোটকাতেই দূর হবে সমস্যা জাতীয় দলে ফিরেই চমকে দেওয়া বোলিং, ‘লিস্টে না থাকা’ বরুণকে কী এবার ধরে রাখবে KKR? ‘‌উপরে থাকবেন কুল, ভিতরে বোল্ড’‌, এবার কলকাতা পুলিশকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী চুমু বিতর্ক অতীত! ভাত-কাপড়ের অনুষ্ঠানে রূপসাকে চোখে হারালেন সায়নদীপ, রইল ছবি জল-বায়ো টয়লেটও আটকে দিচ্ছে, জুনিয়র ডাক্তারদের অনশন রুখতে ঘুরপথে সরকার! নবরাত্রির পুজোয় ঘর সাজাচ্ছেন! মেনে চলুন বাস্তুর এই নিয়ম ৫০ হাজার 'সোনার দানা' দিয়ে তৈরি হল দুর্গা প্রতিমা! বাংলাদেশের এই পুজোয় বড় চমক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.