শোভনের প্রেমে আপাতত হাবুডুবু খাচ্ছেন স্বস্তিকা। মুখে তিন শব্দের ম্যাজিক্যাল লাইনটা নাকি এখনও বলে উঠতে পারেননি অভিনেত্রী। কিন্তু নিজের পিয়া-কে কাছে ডাকতে তো ক্ষতি নেই! একথা কারুর অজানা নয়, ইনস্টাগ্রামে রিল ভিডিয়ো বানাতে এক্সপার্ট পর্দার ‘রাধিকা’। আর নায়িকার লেটেস্ট ইনস্টা রিল সকলের দৃষ্টি আকর্ষন করছে। এই ভিডিয়োয় ‘কাঁটা লাগা’ গানে নাচতে দেখা গেল শোভনের প্রেয়সীকে।
গানের যে অংশটা এই রিল ভিডিয়োর জন্য স্বস্তিকা বেছে নিয়েছিলেন তাও বেশ চোখে পড়ল। পূর্ণিমার চাঁদের আলো গায়ে মেখে, কালো সালোয়ারে ব্যাকলনিতে নাচছেন স্বস্তিকা। আর বলছেন, ‘রাত বয়রন হুয়ি ওরে সাথিয়া…দেখ হালাত মেরি আ লেকর জিয়া’।
চব্বিশ ঘন্টারও কম সময় এই ভিডিয়ো দেখে ফেলেছেন ১ লক্ষ মানুষ। ভালোবাসাও উজাড় করে দিচ্ছেন ফ্যানেরা। উল্লেখ্য, সম্প্রতি দুর্নিবারের বিয়ের অনুষ্ঠানের ফাঁকেই নিজেদের প্রেম সম্পর্কে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়ে দেন স্বস্তিকা, ছোট্ট একটা হ্যাঁ-এর সঙ্গে।
জানা যায়, একে অপরকে চিনতেন আগে থেকেই। তবে খুব একটা আলাপ ছিল না তাঁদের মধ্যে। ঘটনাচক্রে মাসখানেক আগেই এক টেলিভিশন অনুষ্ঠানে শ্যুটিংয়ের ফাঁকে আলাপ হয় শোভন-স্বস্তিকার। তারপর শুরু বন্ধুত্ব আর এখন প্রেম…। এই জুটিকে একসঙ্গে দেখতে পেয়ে তাঁদের ভক্তকূলও দারুণ খুশি।
জি বাংলা সোনার সংসারের আসরে তিনটি পুরস্কার জিতেছেন স্বস্তিকা। বান্ধবীর সাফল্যে বেজায় গর্বিত শোভন, সেকথাও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন গায়ক।