বাংলা নিউজ > বায়োস্কোপ > 'খুব মিস করছি', সম্পর্ক শেষ করলেও 'শোভন'বিহীন জন্মদিন কেমন কাটছে স্বস্তিকার?

'খুব মিস করছি', সম্পর্ক শেষ করলেও 'শোভন'বিহীন জন্মদিন কেমন কাটছে স্বস্তিকার?

সম্পর্ক শেষ করলেও 'শোভন'বিহীন জন্মদিন কেমন কাটছে স্বস্তিকার?

Swastika Dutta on Shovan Ganguly: ২৯ বছরে পা দিলেন স্বস্তিকা দত্ত। ছোটপর্দার অন্যতম জনপ্রিয় মুখ তিনি। দীর্ঘদিন গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তিনি সম্পর্কে ছিলেন। কিন্তু সম্প্রতি সেই সম্পর্কে ফাটল ধরেছেন। জন্মদিনের দিনই কী জানালেন তিনি সেই প্রসঙ্গে?

পারব না আমি ছাড়তে তোকে ছবি দিয়ে টলিউডে ডেবিউ হয়েছিল তাঁর। যদিও তারপর তাঁকে ছোটপর্দাতেই দেখা গিয়েছে মূলত। একাধিক ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তিনি। কী করে বলব তোমায়, ভজো গোবিন্দ, বিজয়িনী, ইত্যাদি ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। এ হেন অভিনেত্রীর আজ জন্মদিন। ২৯ বছরে পা দিলেন স্বস্তিকা দত্ত। আর জন্মদিনের দিনই আনন্দবাজারকে অভিনেত্রী তাঁর ব্যক্তিগত জীবন থেকে কাজের বিষয়ে একাধিক অজানা কথা জানালেন।

অভিনেত্রী জানান এবারের জন্মদিন তিনি বাড়িতে মা বাবার সঙ্গেই কাটাবেন। অবশ্য স্কুলবেলার বন্ধুদের সঙ্গেও তাঁর প্ল্যান আছে বইকি এই বিশেষ দিনে।

বিনোদন জগতে এসেছেন কত বছর হল? উত্তরে অভিনেত্রী জানান টলিউডে তিনি ১১ বছর কাটিয়ে ফেলেছেন। কিন্তু সিনেমা থেকে সোজা ছোটপর্দা কেন? স্বস্তিকা এই বিষয়ে বলেন, 'আমি কখনই কোনও গণ্ডির মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে চাইনি। কাজ শিখতে চেয়েছি, তাই যখন যেমন সুযোগ পেয়েছি কাজ করেছি। কেবল সিনেমাতেই অভিনয় করব, ছোটপর্দায় নয় এমনটা কখনই ভাবিনি। তবে প্রথম ছবিতেই এসভিএফ প্রযোজক আর রাজ চক্রবর্তী পরিচালক এটার থেকে বড় পাওনা আর কিছুই হতে পারে না।'

এতদিন পর বড়পর্দায় ফিরতে পেরে কেমন লাগছে? অনুভূতি কেমন? এই বিষয়ে তিনি বলেন, 'অরিত্রদা, মানে আমাদের পরিচালক খুব ভালো। অনেক মজা হয়েছে শ্যুটিংয়ে। শ্যুটিং শেষ হওয়ার পর মনে হচ্ছিল আরও কদিন ফাটাফাটির শুট চললে ভালো হতো।' তিনি এই বিষয়ে আরও বলেন, 'আমি বরাবর উইন্ডোজ প্রোডাকশন হাউজের হয়ে কাজ করতে চেয়েছি। আমি সেই ইচ্ছাপূরণ হল এবার।'

শোভনের সঙ্গে যে জল্পনা শোনা যাচ্ছে সেটা কি সত্যি? ওঁর জন্মদিনে অভিনেত্রী কেন কোনও শুভেচ্ছা জানাননি সোশ্যাল মিডিয়ায়? উত্তরে স্বস্তিকা বলেন, 'আমি কিন্তু শোভনকে ঠিক রাত ১২টায় শুভেচ্ছা জানিয়েছিলাম। সব কিছু সোশ্যাল মিডিয়ায় জানিয়ে করতে হবে এমনটা নয়। আমরা যখন সম্পর্কে ছিলাম অনেক বিষয়ে দুজনে একসঙ্গে ছবি পোস্ট করেছি। কিন্তু ওর জন্মদিনে আলাদা করে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানাইনি।' আর নিজের জন্মদিনে? প্রাক্তনকে মিস করছেন কি? উত্তরে তিনি বলেন, 'খুব মিস করছি। যেমন ও ১ এপ্রিল করেছে। তবে এখন আমাদের নিয়ে যে যা খুশি লিখতে পারেন। কিন্তু আমরা আমাদের মতো করে ভালো আছি। আমরা আমাদের সম্পর্ক হ্যাপি নোটে শেষ করেছি।'

বন্ধ করুন