ভালোবেসে শোভনের হাত ধরেছিলেন। কিন্তু সেই প্রেম টেকেনি। সম্পর্ক শুরুর মাস কয়েকের মধ্যেই ইতি! ব্রেকআপ যন্ত্রণা ভুলে আপতত কেরিয়ারই মূল ফোকাস স্বস্তিকা দত্তের। ইতিমধ্য়েই সোহিনী সরকারের সঙ্গে সংসার পেতেছেন নায়িকার প্রাক্তন প্রেমিক। রবিবার দিদি নম্বর ১-এর মঞ্চে হাজির হয়েছিলেন স্বস্তিকা। সেখানেই রচনার প্রশ্নের উত্তরে ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
ব্যক্তিগত জীবনে কী চলছে? দিদির প্রশ্নের জবাবে অপকট স্বস্তিকা। জানালেন, ‘আপতত নিজেকে ছাড়া আর কাউকে দেখছি না। আর ভুল করার সময় নেই।’ স্বস্তিকার গলায় ঝরে পড়ল আক্ষেপ। তবে কি শোভনকেই নিজের জীবনের ভুল বলে বসলেন তিনি?
বাবা-মা'র একমাত্র সন্তান স্বস্তিকা। মেয়েকে নিয়ে কতটা চিন্তায় তাঁরা? অভিনেত্রীর কথায়, ‘ওদের কাছে আমি কোনও এক্সপ্রেশন পাই না, ঠিক করলেও না, ভুল করলেও না। ওঁরা শুধু বলেন, শরীরটা ঠিক রাখ মা। খাওয়া-দাওয়া করেনে। আমি একমাত্র সন্তান তো… আমি যদি রাত বলি রাত, যদি দিন বলি তো দিন। পরে বুঝতে পেরেছি আমার সঙ্গে ওরাও ভুক্তোভোগী হয়েছেন কিছুক্ষেত্রে। ওই বয়সটা পেরিয়ে পেরিয়ে অনেক কিছু করেছি, এবার একটা রাস্তায় হাঁটার সময় এসেছে।’
স্বস্তিকা জানান, কাজের মধ্যে দিয়েই পুজো কেটেছে। এক বছর ধরে ছোট পর্দা থেকে গায়েব তিনি। মন দিয়েছেন ওয়েব সিরিজ-ছবির কাজে। মাঝে শোনা গিয়েছিল মুম্বইয়ের মেগা সিরিয়ালে দেখা যাবে তাঁকে। সেই নিয়েও এদিন মন খুলে কথা বললেন স্বস্তিকা। জানালেন, এখন কলকাতা ছেড়ে নতুন শহরে গিয়ে প্রথম থেকে শুরু করার ইচ্ছে নেই তাঁর। অভিনেত্রী বলেন, 'মুম্বইয়ের মেগা করছি, কিছুদিন আগে এটা আর্টিকেল এসেছিল। কিন্তু আমার না কোনওকিছুতে তাড়াহুড়ো করতে ভালো লাগে না। আমার একটা নির্দিষ্ট প্ল্যান আছে, একটা নির্দিষ্ট বয়সে এই সময়ে যাব। হয়ত খুব কম সময় কাজ করেছি, কিন্তু এখন রাস্তায় দিয়ে গেলে লোকে বলে স্বস্তিকা যাচ্ছে। ঝিলমিল বা রাধিকা বা যে চরিত্রগুলো আমি করেছি, দর্শকরা সেই চরিত্রগুলো বলে না। কিন্তু এর মধ্যে যদি আমি নতুন শহরে যাই, সেটা তো আমাকে আমার নতুন করে শুরু করতে হবে। সেই বয়সটা হয়ত আরেকটু পড়ে আসবে। এখন একটু থাকি না বাবা-মা'র সঙ্গে। বাড়ি এলে ওই মুখের সামনে খাবারটা কে দেবে?'
ঘরকুণো স্বস্তিকা আরও জানান, কাজ না থাকলে ২৪ ঘণ্টা ঘুমোতে ভালোবাসেন তিনি। দুঃখ হোক বা কান্না পাক, সবকিছু শেষেই ল্যাদ খেয়ে ঘুম দিতে ভালোবাসেন স্বস্তিকা।
মাস কয়েক আগে হিন্দুস্তান টাইমস বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে স্বস্তিকা জানিয়েছিলেন, ‘আমি কখনই চাইব না ৪০ বছরে গিয়ে বিয়ে করব আর ৪৫ বছরে গিয়ে মা হব। বাবা-মা রয়েছেন, কিছু দায়িত্ব তাঁদেরও নেওয়া উচিত। যখন সময় আসবে তখন ঠিক ঠিক ভালো একজন মানুষকে আমি বিয়ে করতে চাই, আর একটা হেলথি বাচ্চার জন্ম দিতে চাই।'