বড় পর্দা থেকে শুরু করে ওয়েব সিরিজ, সর্বত্র দাপিয়ে অভিনয় করেন স্বস্তিকা দত্ত। তবে অভিনেত্রীর জনপ্রিয়তা ছোট পর্দার হাত ধরেই। স্টার জলসার ‘ভজ গোবিন্দ’ ধারাবাহিকের হাত ধরেই সব থেকে পরিচিতি লাভ করেছিলেন তিনি।
যদিও ছোট পর্দায় অভিনয় করার পাশাপাশি তিনি ওয়েব সিরিজ এবং সিনেমাতেও অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। ২০২৪ সালে ‘চালচিত্র’, ‘আলাপ’ ছবিতে যেমন অভিনয় করেছেন তেমন ২০২৩ সালে ‘ফাটাফাটি’ ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করেও মুগ্ধ করেছেন দর্শকদের।
অন্যদিকে আবার ‘গভীর জলের মাছ’ ওয়েব সিরিজে অভিনয় করে নজর কেড়েছেন ডিজিটাল প্লাটফর্মের দর্শকদের। শুধু এখানেই শেষ নয়, অভিনেত্রীর ওয়েব সিরিজ ‘খুঁজেছি তোকে রাত বেরাতে’ কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে ডিজিটাল প্লাটফর্মে। এছাড়াও ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ প্রস্তুত মুক্তির জন্য।
আরও পড়ুন: 'কঠিন সময়েও তোমার জন্য জীবন সহজ...', জন্মদিনে উদয়কে ভালোবাসায় ভরালেন অনামিকা
আরও পড়ুন: 'এই মুহূর্তে সবথেকে...', কাকে ভীষণভাবে ভয় পান দেব? কেনই বা পান?
কিন্তু এত খ্যাতি, এত সুনাম থাকা সত্ত্বেও আবার ছোট পর্দায় ফেরার সিদ্ধান্ত নিলেন স্বস্তিকা। অভিনেত্রীকে সর্বশেষ দেখা দিয়েছে জি বাংলার ‘তোমার খোলা হাওয়া’ ধারাবাহিকে। এই ধারাবাহিককে অভিনয় করার পর অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি আর ছোট পর্দায় অভিনয় করবেন না। যদিও সেই সিদ্ধান্তে বদল এনেছেন তিনি নিজেই।
মনের মতো চরিত্র যদি হয় তাহলে সিদ্ধান্তে বদল আসে বৈকি! তাই ৮ বছর পর আবার স্টার জলসার হাত ধরেই ছোট পর্দায় আসছেন স্বস্তিকা। ধারাবাহিকের নাম ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। এই ধারাবাহিকে বিদ্যা ব্যানার্জীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে।
আরও পড়ুন: 'আয়নায় দেখছি বাবা...', মেয়েকে কোন অবস্থায় দেখে কেঁদে ফেলেছিলেন রঞ্জিত মল্লিক?
আরও পড়ুন: 'যে কোনও প্রথম সবসময়...', দুবাইয়ে ‘রঘু ডাকাত’ প্রিমিয়ার লঞ্চ করে যা বললেন দেব
পরিচালক স্নেহাশীষ চক্রবর্তী পরিচালিত এই সিরিয়ালের গল্প ভীষণভাবে মন কেড়েছে অভিনেত্রীর আর তাই আবারও বাংলার ঘরের মেয়ে হয়ে ফিরতে চলেছেন তিনি। ধারাবাহিকের ট্যাগলাইন ভীষণ আকর্ষণীয়। 'হাতে শুধু বীণা ও পুস্তক নয়, মাঝে মাঝে বেতও তুলে নিতে হয় শিক্ষা দেওয়াতে' বোঝাই যাচ্ছে, বর্তমান সমাজের ওপর ভিত্তি করেই ধারাবাহিকের গল্প তৈরি করা হয়েছে।
জানা গিয়েছে, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ধারাবাহিকের শ্যুটিং। তবে স্বস্তিকা ছাড়া এই ধারাবাহিকে আর কে কে অভিনয় করবেন তা এখনও জানা যায়নি। জানা যায়নি সম্প্রচারের দিনক্ষণও।