একদিকে যখন গোটা ভারত এবং নেট দুনিয়া মেতে রয়েছে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ে নিয়ে, ঠিক তখনই ১৫ জুলাই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন সোহিনী সরকার এবং শোভন গঙ্গোপাধ্যায়। আর এমন দিনেই কিনা প্রকাশ্যে এল স্বস্তিকা দত্তর গায়ে হলুদের লুক! তিনিও কি আজই ছাদনাতলায় যাচ্ছেন? ব্যাপারটা কী?
স্বস্তিকা দত্তের গায়ে হলুদের লুক
স্বস্তিকা দত্তের একটি ভিডিয়ো এদিন প্রকাশ্যে এসেছে যেখানে তাঁর গায়ের হলুদের লুক দেখা যাচ্ছে। তবে না, প্রাক্তন প্রেমিকের বিয়ের দিন তিনিও মোটেই বিয়ে করছেন না। বরং এটা তাঁর নতুন কাজ, একটি মিউজিক ভিডিয়োর জন্য করা লুক। সেটাই বর্তমানে ভাইরাল হয়ে গিয়েছে।
আরও পড়ুন: 'পাধারো মারে দেশ...' রাধিকাকে বরণ করতে আম্বানি পরিবারের বিশেষ পারফরমেন্স, যোগ দিলেন ইশা - শ্লোকাও
স্বস্তিকা দত্তকে নতুন যে মিউজিক ভিডিয়োতে দেখা গিয়েছে সেই গানটির নাম সাওয়ারে। ইশান মিত্র এই গানটি গেয়েছেন। সোমবার অর্থাৎ ১৫ জুলাই প্রকাশ্যে এসেছে এই গানটি। এখানে স্বস্তিকার বিপরীতে দেখা যাচ্ছে জনকে। তবে প্রাক্তন প্রেমিকের দিনই কেন এই মিউজিক ভিডিয়ো প্রকাশ্যে আনা হল সেটা নিয়ে কথা বলতে চান না স্বস্তিকা। কিন্তু তিনি এটা জানিয়েছেন যে এই মিউজিক ভিডিয়োতে কাজ করে তাঁর ভালো লেগেছে। যদিও এটি পুরো তৈরি হয়ে যাওয়ার পর তাঁর এখনও দেখা হয়নি যে ব্যাপারটা কেমন দাঁড়িয়েছে।
আরও পড়ুন: মা হওয়ার আগে হঠাৎ রণবীরকে নিয়ে বিশেষ উপলব্ধি দীপিকার, কেন বললেন, 'তখনই বুঝেছি মানুষটা...'?
প্রসঙ্গত ১৫ জুলাই একটি ফার্মহাউজে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন সোহিনী সরকার এবং শোভন গঙ্গোপাধ্যায়। তবে এখনও পর্যন্ত তাঁদের বিয়ের কোনও ছবি প্রকাশ্যে আসেনি।