বাংলা নিউজ > বায়োস্কোপ > Swastika Mukherjee: নগ্ন ছবি বিতর্কে প্রযোজকের বিরুদ্ধে ইম্পায় স্বস্তিকা, বৈঠকে নেওয়া হল কোন সিদ্ধান্ত?

Swastika Mukherjee: নগ্ন ছবি বিতর্কে প্রযোজকের বিরুদ্ধে ইম্পায় স্বস্তিকা, বৈঠকে নেওয়া হল কোন সিদ্ধান্ত?

নগ্ন ছবি বিতর্কে স্বস্তিকা-প্রযোজক বৈঠক ইম্পায়

Swastika Mukherjee: শিবপুর ছবির প্রযোজকের বিরুদ্ধে স্বস্তিকা মুখোপাধ্যায় একাধিক অভিযোগ আনেন। তার অন্যতম হল তাঁর নগ্ন ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি। গত ৬ এপ্রিল দুই পক্ষ মিটিংয়ে বসেছিলেন। কী সিদ্ধান্ত নেওয়া হল সেখানে।

শিবপুর ছবি মুক্তির আগেই চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। একটার পর একটা বিতর্ক বাঁধছে এই ছবিকে ঘিরে। অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় এই ছবির প্রযোজকের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন। গোটা বিষয়টা এখন পুলিশ তো বটেই, তাঁদের সঙ্গে ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন দেখছে। অভিনেত্রী তাঁদের দৃষ্টি আকর্ষণ করেছেন গোটা বিষয়ে।

৬ এপ্রিল ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন বা ইম্পার দফতরে একটি মিটিং বসে। সেখানে দুই পক্ষই উপস্থিত ছিলেন। স্বস্তিকা মুখোপাধ্যায় এদিন তাঁর ম্যানেজার এবং আইনজীবীর সঙ্গে হাজির হয়েছিলেন। অন্যদিকে অজন্তা সিংহরায় এবং সৃজিত শিবপুর ছবির তরফে উপস্থিত ছিলেন। তবে অরিন্দম ভট্টাচার্য অর্থাৎ শিবপুরের পরিচালক উপস্থিত ছিলেন না। অজন্তা হলেন শিবপুর ছবির প্রযোজক। আর এগজিকিউটিভ প্রযোজক হলেন সৃজিত। এদিন দুই তরফে বক্তব্যই শোনে ইম্পা।

স্বস্তিকা মুখোপাধ্যায় জানিয়েছেন এই ছবির প্রযোজক সন্দীপ সরকার গত একমাস ধরে অভিনেত্রীকে ইমেলে হেনস্থা করছেন। অভিনেত্রী মর্ফ করা নগ্ন ছবি নাকি সেই ব্যক্তি তাঁর এক পরিচিতের মাধ্যমে পাঠান। একই সঙ্গে তাঁকে হুমকি দেওয়া হয় যে তিনি প্রযোজকের কথা মতো কাজ না করলে নাকি সেই ছবি ভাইরাল করে দেওয়া হবে। পোস্ট করা হবে পর্ন ওয়েবসাইটে। ইম্পা দুই তরফে অভিযোগ শুনে জানিয়েছে যে তারা দ্রুত সিদ্ধান্ত নেবে।

অভিনেত্রী তাঁর কাছে থাকা যাবতীয় তথ্য এবং প্রমাণ পুলিশ সহ ইম্পার কাছে পেশ করেছেন। সবটা দেখে বৈঠকের পর এই সংগঠনের সভাপতি পিয়া সেনগুপ্ত বলেছেন 'আমরা পুরো বিষয়টাই গুরুত্ব দিয়ে শুনেছি। বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেগুলো আমরা যথা সময়ে জানিয়ে দেব।' তিনি আরও বলেন, 'আমরা এই মুহূর্তে যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছি, তাতে আমরা স্বস্তিকার পাশেই রয়েছি। কারণ শুধু মহিলা বলে নয়, ওঁর সঙ্গে যা যা ঘটেছে সেটা ঠিক হয়নি।'

আগামী মাসেই মুক্তি পাচ্ছে শিবপুর। কিন্তু অভিনেত্রী জানিয়েছেন তিনি আর এই ছবির প্রচারের সঙ্গে যুক্ত থাকতে চান না। তিনি স্রেফ এই ছবির ক্ষতি হোক এমনটা চাননি বলেই এতদিন এই অপমান এবং হেনস্থা সহ্য করেছেন বলেও জানান। অন্যদিকে এদিন ইম্পাকে অজন্তা জানিয়েছেন যে সন্দীপের এই কীর্তির কথা তিনি জানতেন না। এমন অবস্থায় তিনি এখন সন্দীপকে ছবি থেকে দূরে থাকতে বলতে পারেন কেবল।

বন্ধ করুন