বাংলা নিউজ > বায়োস্কোপ > Swastika-Tota: কোম্পানি থেকে নিখোঁজ মহিলা কর্মী, সন্দেহর তালিকায় টোটা, পদক্ষেপ চান স্বস্তিকাও

Swastika-Tota: কোম্পানি থেকে নিখোঁজ মহিলা কর্মী, সন্দেহর তালিকায় টোটা, পদক্ষেপ চান স্বস্তিকাও

স্বস্তিকা-টোটা

যে সিরিজের মুখ্য ভূমিকায় অভিনয় করছেন টোটা রায় চৌধুরী। যেখানে অপরাধীকে ধরতে পুলিশের ভূমিকায় দেখা মিলবে স্বস্তিকা মুখোপাধ্যায়ের। টোটা অবশ্য এখানে এক টিভি চ্যানেলের প্রধান মুখ, অর্থাৎ সাংবাদিক তিনি। সম্প্রতি নিজের লুক প্রকাশ করেছেন টোটা রায় চৌধুরী।

কোম্পানি থেকে হঠাৎ-ই নিখোঁজ এক মহিলা কর্মী। আর তা নিয়েই হুলুস্থুল কাণ্ড। সন্দেহের তালিকায় রয়েছেন অভিনেতা টোটা রায় চৌধুরী। নাহ, বাস্তব নয়। এটা একটা ওয়েব সিরিজের গল্প। যে সিরিজের মুখ্য ভূমিকায় অভিনয় করছেন টোটা রায় চৌধুরী। যেখানে অপরাধীকে ধরতে পুলিশের ভূমিকায় দেখা মিলবে স্বস্তিকা মুখোপাধ্যায়ের। টোটা অবশ্য এখানে এক টিভি চ্যানেলের প্রধান মুখ, অর্থাৎ সাংবাদিক তিনি। সম্প্রতি নিজের লুক প্রকাশ করেছেন টোটা রায় চৌধুরী।

নিজের চরিত্র প্রসঙ্গে টোটা বলেন, ‘আমি এধরনের চরিত্রে আগে কখনও অভিনয় করিনি। অয়নের (অয়ন চক্রবর্তী) ছবিটা একটা থ্রিলার। ওঁর ষড়রিপু ছবিটা আমার ভালো লেগেছিল। ও আমাকে আগেও একটা ছবির জন্য বলেছিল, কিন্তু করে উঠতে পারিনি। ওঁর সঙ্গে নিখোঁজ-এ কাজ করার জন্য আমি আগ্রহী। এই সিরিজে একটি মেয়ে নিখোঁজ হয়ে যায়, আর সন্দেহ গিয়ে পড়ে আমার উপর। আমরা চরিত্রের নাম রোমিত সেন। রোমিতই নিখোঁজ হওয়ার আগে মেয়েটির সঙ্গে ছিল, তাই সন্দেহ গিয়ে পড়ে ওর উপর। এর ফলে রোমিতকে রাজনৈতিক ও সামাজিক উভয় চাপের মধ্যে দিয়েই যেতে হয়। সত্যিই কি রোমিত দোষী, নাকি তাঁকে ফাঁসানো হচ্ছে, তা ক্রমশ প্রকাশ্য়।’

আরও পড়ুন-বাবা বই বিক্রি করতেন, আর আমার স্নাতক মা মশলা বেচতেন, ওঁরা আলাদা হয়ে যান : স্মৃতি

আরও পড়ুন-'মিঠুন চক্রবর্তীর ছেলে হতে চাই না', কলকাতায় এসে কেন বললেন নমশি চক্রবর্তী?

টোটা জানিয়েছেন, ছবিতে পুলিশ আধিকারিকের ভূমিকায় রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, আর ফরেন্সিক বিশেষজ্ঞর ভূমিকায় পরাণ বন্দ্যোপাধ্যায়। কনীনিকা বন্দ্যোপাধ্যায় রয়েছেন টোটার স্ত্রীর ভূমিকায়। স্বস্তিকার সঙ্গে কাজ করা প্রসঙ্গে টোটা রায় চৌধুরী বলেন আমি খুশি যে আমরা একসঙ্গে কাজ করব। আমরা সবসময়ই একে অপরের থেকে শিখি। আশাকরি এক্ষেত্রেও এমনটা হবে।' প্রসঙ্গত এর আগে সৌগত রায় বর্মন পরিচালিত ২০০৮ সালের মুক্তি পাওয়া ছবি '৯০ঘণ্টা'-তে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা।

এপ্রিলের মাঝামাঝি সময়ে ওয়েব সিরিজের শ্য়ুটিং হবে কলকাতাতেই। 'হইচই' প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা ওয়েব সিরিজটির।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন