ভিয়েতনামে ছুটির মেজাজে অন্বেষা। স্বস্তিকা কন্যা প্রথম থেকেই প্রেমে রাখঢাক রাখেননি। শ্লোকের সঙ্গে ছুটি কাটানোর ছবি দেখুন-
1/5প্রেমিকের সঙ্গে ছুটি কাটাতে ভিয়েতনামে স্বস্তিকা মুখোপাধ্যায় কন্যা। অন্বেষা তাঁর ইনস্টা স্টোরিতে শেয়ার করে নিয়েছেন ভিয়েতনাম ট্রিপের বেশ কিছু ঝলক। সঙ্গে রয়েছেন শ্লোক চন্দনও। দেখতে দেখতে সম্পর্ক পেরিয়েছে ১ বছরের গণ্ডি।
2/5স্বস্তিকা ও প্রমিত সেনের একমাত্র মেয়ে অন্বেষা। বাবা-মার ডিভোর্সের পর মায়ের কাছেই বড় হয়েছেন। কলকাতায় স্কুলিং শেষ করে মুম্বইতে গিয়ে স্নাতোকস্তরের পড়াশোনা শেষ করে এখন চলছে কার্ডিফে মাস্টার্স ডিগ্রী। আর সম্পর্ক নিয়ে তিনি মায়ের মতোই খোলামেলা। প্রেমিকের সঙ্গে ভালোবাসামাখানো ছবি উঠে আসে সামাজিক মাধ্যমে। ঠিক মায়ের মতো চর্চায় থাকেন অন্বেষাও।
3/5বর্তমানে শ্লোকের সঙ্গে ছুটি কাটাচ্ছেন ভিয়েতনামে। সাদা টি-শার্টে টুইনিং করে দুজনে পৌঁছে গিয়েছেন বিখ্যাত গোল্ডেন হ্যান্ডস ব্রিজে। মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে তুলে রাখলেন সোশ্যাল মিডিয়াতেও।
4/5সাদা টি-শার্টের সঙ্গে ব্লু শর্টস পরেছেন শ্লোক। আর অন্বেষা হলুদ ড্রেসের সঙ্গে সাদা শ্রাগ। মাসখানেক আগে কলকাতায় এসেছিলেন অন্বেষা। তখন ডিনার ডেটেও গিয়েছিলেন স্বস্তিকা মেয়ে ও মেয়ের প্রেমিকের সঙ্গে। যে ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন, ‘ডেট নাইট বাচ্চাদের সঙ্গে।’ সঙ্গে শ্লোকের কাছে আবদার ছিল, ‘আমার ডেজার্ট নাইট কিন্তু বাকি রয়ে গেছে। ভুলে যেও না। জলদি একটা প্ল্যান করে ফেলো।’
5/5ফেব্রুয়ারি মাসে শ্লোকের সঙ্গে সম্পর্কের ১ বছরের পূর্তিতে দীর্ঘ বার্তা শেয়ার করেছিলেন অন্বেষা। লিখেছিলেন, ‘এক বছর পূর্তির অনেক শুভেচ্ছা, আমার ভালোবাসা….উফ কী সাংঘাতিক একটা জার্নি, কিন্তু বিশ্বাস কর এই সফরের প্রতিটা মুহূর্ত আমি উপভোগ করেছি। তুমি যা কিছু করেছো সবের জন্য ধন্যবাদ, আমাদের প্রতিটা ঝগড়ার জন্যই আজ আমরা এইখানে…’