স্বস্তিকা মুখোপাধ্যায় বরাবরই স্পষ্ট উত্তর দিতে পছন্দ করেন। আবার তাঁকে নিয়ে কম বিতর্ক বা ট্রোলিংও হয় না। এই তো কিছুদিন আগে তিনি ইনস্টাগ্রামে একটি সুইমিং স্যুট পরা ছবি পোস্ট করেছিলেন। তারপর তাঁকে বিস্তর কটাক্ষ সহ্য করতে হয়েছিল। এবার সেটা নিয়ে মুখ খুললেন তিনি।
আরও পড়ুন: শ্যুটিং থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে ভিভান! এখন কেমন আছেন কৃষ্ণকলি খ্যাত অভিনেতা?
সুইমিং স্যুট পরা নিয়ে কী বললেন স্বস্তিকা?
হইচই প্ল্যাটফর্মে আসছে নতুন সিরিজ বিজয়া। সেখানে মুখ্য ভূমিকায় এবং একজন মায়ের চরিত্রে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। এবার সেই বিষয়ে একটি সাক্ষাৎকারে তিনি ভালো মা কী কী করলে হওয়া যায় সেটা নিয়ে কথা বললেন। আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, 'ভালো মায়েদের চুল বড় হবে, চুল কাটতে পারবে না। ভালো মায়েরা সিগারেট খায় না। মদ খায় না।' একই সঙ্গে কিছুদিন আগে সুইমিং স্যুট পরা নিয়ে যে ট্রোল্ড হয়েছিলেন সেটার জবাবও দেন।
আরও পড়ুন: 'নাচ না পিটি করছে?' রিসেপশনে সোনাক্ষী - জাহির নন, বিটকেল কায়দায় নেচে নজর কাড়লেন কে?
আরও পড়ুন: বিয়ের পরই দুই পরিবারকে নিয়ে ডিনারে জাহির - সোনাক্ষী, 'সোনা'র মা এলেও গরহাজির বাবা শত্রুঘ্ন! কেন?
স্বস্তিকা সেই প্রসঙ্গে বলেন, 'ভালো মায়েরা হাতকাটা ব্লাউজ পরে না। সুইমিং কস্টিউম পরে না। জানি না আমি কী করে তারা। নাইটির উপর দুপাট্টা বা গামছা তো ভালো মায়েদের সুইমিং কস্টিউম ডেফিনিটলি হতে পারে না। সমাজে যে কোনটা শালীন আর কোন অশালীন সেটা যে যার যখন যেমন ইচ্ছে হচ্ছে তখন তেমন ভাবে ঠিক করছে।' অভিনেত্রী এদিন একই সঙ্গে বলেন, 'আমার সুইমিং কস্টিউম পরা পোস্ট নিয়ে যা হল... ভালো লাগছে, থাই মোটা, বডি শেমিং হচ্ছে সেসব ছেড়ে দাও। ওসব নিয়ে কথা বলছিই না। খালি মনে হল সাঁতার কাটতে মানুষের কী পরে যাওয়া উচিত?'
আরও পড়ুন: দর কমিয়েও কল্কি ২৮৯৮ এডির জন্য ৮০ কোটি নিয়েছেন প্রভাস! দীপিকা - অমিতাভ কত করে পেলেন ছবির জন্য?
বিজয়া প্রসঙ্গে
আগামী ৫ জুলাই থেকে হইচই প্ল্যাটফর্মে দেখা যাবে বিজয়া। এক মায়ের গল্প দেখা যাবে এই সিরিজে। সিরিজটির পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল।