বলিউডের অন্যতম খ্যাতনামা এবং দাপুটে অভিনেত্রী হলেন তাপসী পান্নু। এবার তাঁর সঙ্গে একই ছবিতে কাজ করলেন কলকাতার অন্যতম দাপুটে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। জানা গিয়েছে তাঁদের আসন্ন ছবিটি একটি অ্যাকশন থ্রিলার।
আরও পড়ুন: জমাটি অ্যাকশনেও দুর্বল প্রথম ভাগ, শিউরে ওঠা সেকেন্ড হাফে তাক লাগালেন ভিকি! কেমন হল ছাবা?
কী জানা গিয়েছে?
জোরাম খ্যাত পরিচালক দেবাশিস মাখিজার আগামী ছবিতেই তাপসী পান্নুর সঙ্গে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। জানা গিয়েছে এটি একটি অ্যাকশন থ্রিলার হতে চলেছে। এই আসন্ন ছবিটির নাম গান্ধারী। এখানে মুখ্য ভূমিকায় থাকবেন তাপসী। তাঁর বিপরীতে দেখা মিলবে পাতাললোক সিরিজ খ্যাত অভিনেতা ইশওয়াক সিং। আর এই ছবিতেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ধরা দেবেন বঙ্গতনয়া স্বস্তিকা মুখোপাধ্যায়।
এই বিষয়ে বলে রাখা ভালো, স্বস্তিকা মুখোপাধ্যায় ইতিমধ্যেই কলা, ইত্যাদি সহ একাধিক বলিউড প্রজেক্টে নিজের দাপট দেখিয়েছেন। ফলে অনুমান করা হচ্ছে এই ছবিতেও তাঁকে তেমনি কোনও চরিত্রে দেখবেন দর্শকরা।
সূত্রের খবর স্বস্তিকা মুখোপাধ্যায় এই ছবিতে যে চরিত্রে অভিনয় করবেন তাতে নাকি বাঙালি যোগ রয়েছে। তবে এই ছবিটি অ্যাকশন থ্রিলার হলেও বলিউডে যে ধরনের থ্রিলার দেখা যায় ঠিক তেমনটা নাকি হবে না এই ছবি। এই ছবিতে সাধারণ মানুষের লড়াইয়ের কথা, তাঁরা কঠিন অবস্থায় পড়লে কী কী করতে পারেন সেটাই ধরা পড়বে এই ছবিতে।
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, স্বস্তিকা মুখোপাধ্যায়কে দর্শকরা শেষবার দেখেছেন টেক্কা ছবিতে। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিটিতে বেসরকারি একটি অফিসের উচ্চপদস্থ কর্মীর চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। সেখানে তাঁর সঙ্গে ছিলেন দেব, রুক্মিণী মৈত্র, প্রমুখ। এই বিষয়ে আরও জানিয়ে রাখা ভালো বর্তমানে স্বস্তিকা মুম্বইয়েই আছেন। এবারের সরস্বতী পুজোও তিনি সেখানেই পালন করেছেন।
আরও পড়ুন: ২ মাসের শিশুর ১৬ কোটির ইনজেকশন নিয়ে মজা! ভাইরাল সময় রায়নার পুরনো ভিডিয়ো, নেটপাড়া বলছে, ‘অমানবিক’