আরজি কর হাসপাতালের মহিলা চিকিৎসকের মৃত্যু ঘিরে ক্রমশই ঘনাচ্ছে রহস্য। বাড়ছে চাপানউতোর। সাধারণ মানুষের সঙ্গে প্রতিবাদের সুর চড়িয়েছেন তারকারাও। এই বিষয়ে এদিন কী বললেন স্বস্তিকা মুখোপাধ্যায়, জিতু কমল।
আরও পড়ুন: সারেগামাপা ফেলে মুম্বইতে রথিজিৎ, চুপিসারে চলল দেবের খাদানের গানের রেকর্ডিং, কবে আসছে ছবি?
কী জানিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়?
আরজি কর হাসপাতালের মহিলা চিকিৎসকের মৃত্যুর পর শুরু হয়েছে আমরা ওরা। সিপিএম দুষছে তৃণমূলকে, অন্যদিকে ঘাসফুল নিজেদের স্বচ্ছ দাবি করছে। আর এসব দেখে স্বস্তিকা আশঙ্কা করছেন যে আসল ঘটনা না ধামাচাপা পড়ে জয়ম তাই তিনি রাজনীতির রংকে দূরে সরিয়ে রেখেই প্রতিবাদে নামতে বলেছেন সকলকে।
বিজয়া সিরিজ খ্যাত অভিনেত্রী এদিন লেখেন, 'আরজি করের ঘটনা নিয়ে কেউ সিপিএম, তৃণমূল, বিজেপি করতে এলে তাকে প্রত্যাখ্যান করা হোক। রাজনীতি, ভোট, দল সব কিছুর ঊর্ধ্বে গিয়ে প্রতিবাদ হোক। মেয়ের মা, ছেলের মা, সন্তানের অভিভাবক, নিঃসন্তান সবাই নামুক পথে।'
কী লিখেছেন জিতু?
স্বস্তিকার মতোই মত জিতু কমলের। তিনি দোষীদের শাস্তির দাবি তুলে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনতে বললেন। এই বিষয়ে তিনি লিখলেন, 'কেউ তো একজন জমায়েতের ব্যবস্থা করুক। দরকারে, সিসিটিভি ফুটেজ জনগণের সামনে আনা হোক (যতটুকুতে শালীনতা বজায় থাকে)।'
আরও পড়ুন: আরণ্যক - গরিমার বাগদানেই প্রকাশ্যে আসবে রোশনাইয়ের বিয়ের রহস্য! সবাই কি জেনে যাবে নায়িকার বর কে?
কী ঘটেছে আরজি কর হাসপাতালে?
৯ অগস্ট সকালে আরজি কর হাসপাতালের সেমিনার হল থেকে অর্ধনগ্ন মৃত অবস্থায় উদ্ধার হয় চেস্ট বিভাগের এক মহিলা চিকিৎসকের দেহ। তারপরই পুলিশের ভূমিকা এবং কলেজের প্রিন্সিপালের বেফাঁস মন্তব্যকে ঘিরে প্রতিবাদ শুরু হয়। একই সঙ্গে প্রথমে আত্মহত্যা বলে দেগে দেওয়া হলেও ময়নাতদন্তের রিপোর্টে খুন এবং ধর্ষণের ইঙ্গিত স্পষ্ট। বর্তমানে সঞ্জয় নামক এক ব্যক্তিকে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। জানা গিয়েছে তাঁর হেডফোন সেখান থেকে উদ্ধার করা হয়েছে, এমনকি তাঁর বয়ানেও অসঙ্গতি পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই কলেজের ছাত্র, চিকিৎসকরা কর্মবিরতির ডাক দিয়ে প্রতিবাদে নেমেছেন।