আরজি কর কাণ্ডের পর টলিউডের যে অভিনেতা অভিনেত্রীরা নিয়মিত পথে নেমেছেন তাঁদের অন্যতম হলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তাঁকে কেবল রাতের পর রাত সাধারণ মানুষের সঙ্গে পথে পড়ে থাকতে দেখা গিয়েছে যে সেটাই নয়, তিনি গোটা বিষয়টায় অত্যন্ত সক্রিয় ভাবে যোগ দিয়েছেন। এদিনও তেমন ভাবেই পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ উঠতেই তিনি প্রতিবাদে সরব হন।
আরও পড়ুন : বিয়ের ১২ বছর পার, বোটক্স - কসমেটিক সার্জারি না করিয়েও এখনও বরের চোখে 'সেক্সি' থাকার রহস্য ফাঁস করিনার
আরও পড়ুন : গণেশ পুজোর রাগালাপ! দর্শকাশনে বসে সস্ত্রীক শঙ্কর - শিবমণি - পূর্বায়নদের পারফরমেন্স উপভোগ করছেন সচিন
কী ঘটেছে?
এদিন এক যুবতী জানান তাঁরা যখন আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছিলেন, প্রতিবাদ করছিলেন সেখানে এক মদ্যপ পুলিশ ঢুকে পড়েন। তাঁর অভিযোগ কর্মরত অবস্থায় সেই উর্দিধারি মদ্যপান করেছিলেন। তিনি যখন তাঁকে চেপে ধরেন যে কর্মরত অবস্থায় কেন তিনি মদ্যপান করেছেন তখন সেই ব্যক্তি তাঁকে ধাক্কা মেরে সরিয়ে দেন। একই সঙ্গে গালিগালাজ করেন বলেও অভিযোগ করেন সেই যুবতী।
এদিন সেই ভিডিয়ো শেয়ার করেন স্বস্তিকা মুখোপাধ্যায়। পুলিশের বিরুদ্ধে সুর চড়ান। লেখেন, 'যুবতীর সঙ্গে অশালীন আচরণ মদ্যপ পুলিশের।'
স্বস্তিকা মুখোপাধ্যায়ের এই পোস্টে অনেকেই মন্তব্য করেছেন। অনেকেই গোটা বিষয়টার তীব্র নিন্দা করেছেন।
স্বস্তিকার আগামী কাজ
স্বস্তিকা মুখোপাধ্যায়কে আগামীতে টেক্কা ছবিতে দেখা যাবে। ইতিমধ্যেই তবে লুক, সহ চরিত্রের নাম, ছবির টিজার সবই প্রকাশ্যে এসেছে। পুজোর সময় ৮ অক্টোবর মুক্তি পাবে ছবিটি। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় এই ছবিতে স্বস্তিকার সঙ্গে দেখা যাবে দেব, রুক্মিণী মৈত্র, প্রমুখকে।
আরও পড়ুন : পরপর ফ্লপ! বক্স অফিসে জাঁকিয়ে লাইন লেগেছে পুরোনো ছবির, কারণ জানিয়ে কী বললেন পরিচালক সঞ্জয় গুপ্ত?