আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া ন্যক্কারজনক ঘটনা নিয়ে প্রথম থেকেই সরব হয়েছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। প্রায় রোজই তিনি প্রতিবাদে পথে নামছেন। নির্যাতিতার বিচার চেয়ে ফাটাচ্ছেন গলা। রাত দখলের কর্মসূচীতেও রয়েছেন। তবে কিছু মানুষের কাছে এই পরিস্থিতিতে দাঁড়িয়েও আলোচনার বিষয় তাঁর ‘মুখের হাসি’। এর আগেও চাঁচাছোলা ভাষায় তিনি জবাব দিয়েছেন। বৃহস্পতিবার রাতেও সেরকমই পোস্ট শেয়ার করতে দেখা গেল তাঁকে। তবে এবারে প্রশ্ন যেভাবেই সুযোগ পেলে লোক তাঁর গায়ে ‘রাম-বাম-চটি চাটা’ তকমা লাগাচ্ছে সেটি।
অভিনেত্রী ফেসবুকে লিখলেন, ‘কাউকে কমরেড বলে সম্মোধন করলে আমি নিশ্চিত লাল। এক দশক বা তার একটু কম বেশি আগে পরে, এক জোড়া চোটির ছবি দিয়েছিলাম বলে আমি সবুজ, ওহ সরি মাঝে দুটো চকলেট ও নিয়েছিলাম। ওহ সরি আমার কলিগ সায়নিকে কংগ্রাটস ও বলেছিলাম। ওহ সরি এখন আবার সবুজ না বলে নতুন শব্দ হলো চটি-চাটা। রং দে তু মোহে গেরুয়া গানটা গাইলে আমি গেরুয়া। আজাদি স্লোগান তুললে আমি জেএনইউ - ওহ না না ওরা তো কোন দল না, ভুলে যাই।আর কিছু বাদ পড়ল ?’
‘এই যে মাস পিটিশন বা মাস কনভেনশন টাইপ এর মাস নোংরামো, মাস গালাগাল, মাস ভুয়ো তথ্য ছড়ানো, মাস মিম বানানো, মাস কার্টুন আঁকা প্রতিযোগিতা - এইসব করতে তো খরচা লাগে। আমাদের ট্যাক্স এর টাকায় কী আমরাই গালাগাল খাচ্ছি? যারা প্রতিবাদ করছেন না, এসবের আবার কী দরকার ভেবে, তারা এই ব্যাপারটা একটু ভেবে জানাবেন তো। কমেন্ট সেকশন যেখানে গালাগাল দিচ্ছেন সেখানে জানিয়ে দেবেন, ওটা সর্বদা খোলা থাকবে।’, আরও লিখলেন অভিনেত্রী।
এখানে অনেকেই এসে জানিয়েছেন, তাঁদেরকেও আরজি করের প্রতিবাদ করায় রাম-বাম-মাকু-র মতো ট্যাগ লাগানো হচ্ছে। একজন তো মস্করা করে লেখেন, যাদের নামে এরকম ট্রোল, তাঁদের উচিত নিজস্ব একটা দল খুলে নেওয়া।
অভিনেত্রী নিজের পোস্টের শেষে সৃজিত মুখোপাধ্যায়ের বলা কথাও টেনেছেন। পোস্টে লিখেছেন, ‘সেদিন Srijit Mukherji একটা দারুণ কথা শেয়ার করল- ওর নিজেকে রাজপাল যাদব এর মতন লাগছে, বলে এই টা বলল - Main kya mandir kaa ghanta hoon koi bhi bajake chala jaata hain?!’
এখানেই শেষ নয়, এর আগেও একটি পোস্টের কমেন্ট সেকশনে এসে একজন সরাসরি স্বস্তিকা মুখোপাধ্যায়ের কাছে প্রশ্ন রাখেন, তিনি ‘ভোট কাকে দেন?’ যাতে তাঁর জবাব ছিল, ‘নির্দল প্রার্থীকে’।