কে বলবে ৪০-এর কোঠা পার করেছেন তিনি। গ্ল্যামার আর হটনেসের মামলায় অষ্টাদশী তরুণীকে টেক্কা দেন স্বস্তিকা মুখোপাধ্যায়। স্বস্তিকার লাভ লাইফ বেজায় রঙিন। ১৮-য় বিয়ে, দু-বছরের মধ্যেই বিচ্ছেদ। দাম্পত্য় সঙ্গীর সঙ্গে দীর্ঘ আইনি লড়াইয়ের মাঝে এই সিঙ্গল মাদার প্রেমে পড়েছেন বারবার। বরাবরই স্পষ্টবক্তা স্বস্তিকা, তাই প্রেমে পড়ার কথা হোক বা পুরোনো সম্পর্ক কোনও কিছু নিয়েই খুব বেশি রাখঢাক তাঁর পছন্দ নয়।
মঙ্গলবার প্রেম দিবসে ফের সাহসী অবতারে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন ‘কলা’র মা উর্মিলা মঞ্জুশ্রী। যেন প্রেমিক হৃদয়কে তিনি কানেকানে বলছেন- ‘বিখারনে কা মুঝকো শখ হ্যায় বড়া…’। সাদাকালো ছবিতে পাউট সেলফি পোস্ট করেছেন অভিনেত্রী। পরনে ব্রা। অন্তর্বাসের ফাঁসে সুস্পষ্ট স্বস্তিকার বক্ষবিভাজিকা।
এই ছবির ক্যাপশনে স্বস্তিকা লেখেন, ‘ভালবাসুন নির্ভয়ে। ছড়িয়ে দিন প্রেমের উত্তাপ। তা ছড়িয়ে পড়ুক দূর-দূরান্তে। শুধু আজ নয়। রোজই হোক ভালবাসার দিন’। সঙ্গে অনুরাগীদের উদ্দেশে হাজারো চুমু ছুঁড়ে দিয়েছেন স্বস্তিকা। সঙ্গে হ্যাশট্য়াগে সীমাহীন ভালোবাসা জুড়ে দিয়েছেন অভিনেত্রী।
স্বস্তিকার এই পোস্ট নিয়ে নানা মুনির নানা মত! অনেকেই প্রিয় অভিনেত্রীকে প্রেম দিবসের শুভেচ্ছা জানিয়েছেন, কেউ সরাসরি প্রেম নিবেদন করেছেন। আবার কেউ কটাক্ষ করে লিখেছেন, ‘ক্লিভেজ না দেখিয়ে কী ছবি পোস্ট করা যায় না’। যদিও সোশ্য়াল মিডিয়া ট্রোলিংকে কোনওদিনই পাত্তা দেন না স্বস্তিকা।
জীবন নিয়ে চিরকালই আনকাট স্বস্তিকা। প্রেম নিয়েও হামেশাই খোলামেলা। একটা সময় পরমব্রত, জিৎ-এর মতো নায়ক থেকে সৃজিত-সুমনের মতো পরিচালকের সঙ্গে নাম জড়িয়েছে স্বস্তিকার। গত কয়েক মাসে স্বস্তিকা-মীরের বন্ধুত্বও থেকেছে চর্চায়। যদিও স্বস্তিকার কথায়, এটা নেহাত মিডিয়ার তৈরি রটনা।
ছক ভাঙতে বরাবর ওস্তাদ স্বস্তিকা মুখোপাধ্যায়। বলা ভালো, স্বস্তিকা মানেই টলিউড ইন্ডাস্ট্রিতে সাহসিতার আরেক নাম। স্বস্তিকার অভিনয় দক্ষতা নিয়ে নতুন করে কিছু বলবার নেই, পাশাপাশি নায়িকার বোল্ড ব্যক্তিত্বও বরাবরই নজর কাড়ে। পর্দার আড়ালে ‘একা মা’ স্বস্তিকার লড়াইটা বরাবরাই কঠিন। কিন্তু হাসিমুখে সবকিছু তিনি জয় করেছেন ভালোবাসা দিয়ে। তাই তো ভালোবাসার উদযাপনেও সাহসী স্বস্তিকা। আজকাল টলিউডের পাশাপাশি বলিউডেও নিজের পায়ের নীচের মাটি অনেকখানি শক্ত করে ফেলেছেন অভিনেত্রী।