স্বস্তিকা মুখোপাধ্যায় বর্তমানে বিদেশে রয়েছেন। তাঁর মেয়ে অন্বেষা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন। আর সেই উপলক্ষ্যে তিনি মেয়ের যাচ্ছে ইউনাইটেড কিংডম গিয়েছেন মেয়ের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে যোগ দিতে। কিন্তু সেখানে গিয়ে একি হাল হয়েছে অভিনেত্রীর! রাস্তায় জুতো হাতে ঘুরে বেড়াচ্ছেন কেন?
কী জানালেন স্বস্তিকা?
স্বস্তিকা মুখোপাধ্যায় এদিন তাঁর মেয়ের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের একটি ছবি পোস্ট করেন। সেখানে তাঁকে মাথায় গ্র্যাজুয়েশন হ্যাট পরে থাকতে দেখা যাচ্ছে। পরনে আকাশি ব্লাউজ এবং লাল শাড়ি। কাঁধে একটি ঝোলা ব্যাগ এবং দুই হাতে দুটো জুতো। মুখে লেগে অমলিন হাসি। কিন্তু জুতো হাতে কী করছেন তিনি সেখানে? আর উত্তর স্বস্তিকা নিজেই জানিয়েছেন। বলেছেন তাঁর মেয়ে বেশিক্ষণ হিল জুতো পরে হাঁটতে পারেন না। তাই চপ্পল সঙ্গে নিয়ে ঘুরছেন।
নিজের এই পোস্টে স্বস্তিকা লেখেন, 'মায়েরা যেটা সব থেকে ভালো পারে সেটাই করছি। সব পোশাকের সঙ্গেই বোঁচকা ব্যাগ নিয়ে চলছি। হাতে চপ্পল নিয়ে ঘুরছি যাতে ইভেন্টের পর মেয়ে পরতে পারে। হিল সাময়িক ব্যবহার করার জন্যই। আর এই ব্যাগে নিজের গোটা সংসার নিয়ে ঘুরছি।'
কে কী বলছেন?
অনেকেই এই পোস্টে মন্তব্য করেছেন। একজন লিখেছেন, 'আপনাকে এই লাল বালুচরী শাড়ির সাথে একদম মিসম্যাচ একটা নীল ব্যাগ, সাথে অনাবিল আনন্দের হাসিতে হঠাৎ দেখে, আমার মনে হলো যেন সান্টা ক্লজ, যার ঝোলাতে জগতের সব চাওয়া, সব পাওয়ার জগৎ আছে। সত্যিই তো ভেবে দেখলে মায়েদের কাছেই তো সন্তানের বেশির ভাগ ভালো থাকা, চাওয়া পাওয়ার সব হিসেব নিকেশ থাকে। আপনার ঝোলা ভরে থাক সন্তানের খুশিতে। ভালো থাকুন আপনি আর আপনার ছানা।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'মায়েরা ম্যাজিশিয়ান। তাঁরা তাঁদের ব্যাগে সব নিয়ে ঘুরতে পারে।'
আরও পড়ুন: এমপি হয়েই স্কুল পরিদর্শনে দিদি নম্বর ওয়ান, ক্লাসরুমে ঢুকে ছাত্রদের পড়া ধরলেন 'দিদিমণি' রচনা
প্রসঙ্গত স্বস্তিকা মুখোপাধ্যায়কে আগামীতে সৃজিত মুখোপাধ্যায়ের টেক্কা ছবিতে দেখা যাবে। এই ছবিটি পুজোর সময় মুক্তি পাবে। এছাড়া তাঁকে প্রোমোটার বৌদি ছবিতেও দেখা যাবে।