আরজি কর নিয়ে প্রথম থেকেই সরব স্বস্তিকা মুখোপাধ্যায়। সেই হাসপাতালে হওয়া অমানুষিক, নারকীয়ঘটনার বিচার চেয়ে চলেছেন সেই প্রথম দিন থেকেই। শুধু তাই নয়, অভিনেত্রী সোশ্যাল পোস্টে এই মুহূর্তেও দেশের নানা প্রান্তে ঘটে যাওয়ার ঘটনা উঠে আসছে। তবে এবার তিনি যা সামনে আনলেন, তা হয়তো যে কোনও সুস্থ মানুষকেও মানসিকভাবে অসুস্থ করে তুলবে।
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার @Sahaara_by_mansi-র একটি পোস্ট ইনস্টাগ্রামে শেয়ার করলেন তিনি। যাতে সেই মহিলাকে ভিডিয়ো বার্তায় বলতে শোনা যাচ্ছে, ‘আমি আপনাদের সঙ্গে একটা ভিডিয়ো শেয়ার করে নিতে চাই। যা দেখার পর আমি মেন্টাল ট্রমায় চলে গেছি। আমার মনে হচ্ছে এটা না দেখলেই ভালো হত। আমার ইনবক্সে এই ভিডিয়োটা আসে। আর দেখুন এই নাবালক মুরগির সঙ্গে কী করছে। আর সেটা নিয়ে হাসছে। আমি তো এটা ভাবতেই পারি না!’
আরও পড়ুন: প্রতিবাদের ভাষা রং-তুলি! আরজি কর কাণ্ডে মাঝরাতে কলেজস্ট্রিটের রাস্তায় আঁকলেন সৃজিত
‘ধর্ষণ এমন একটা জিনিস, যা হওয়াই উচিত নয়। আর হলে দোষীকে তুলে দাও জনগণের হাতে। মানুষ সাজা দেবে। কিন্তু পশু গোরু, কুকুর, বিড়ালদের সঙ্গে ধর্ষণের ঘটনাও রোজই দেখি আমরা! তবে এই ভিডিয়ো আমাকে ভাষাহীন করে দিয়েছে। আপনাদেরও এটা দেখা উচিত।’
এরপর মুখ স্পষ্ট না হলেও, এক নাবালককে দেখা যায় সেই নাবালক মুরগির সঙ্গে যৌন সম্পর্ক করছেন। যন্ত্রণায় চিৎকার করলে মুরগিটি, নাবালকটিও তা নকল করে, এমনকী, মুরগির মতো করে ডাকার আওয়াজ করে ব্যাঙ্গও করে। এমনকী, তাকে হাসতেও দেখা যায়।
আরও পড়ুন: আরজি কর নির্যাতিতাকে নিয়ে মমতার বিরোধে শহরে বিবেক অগ্নিহোত্রী, কোথা থেকে কখন ছাড়বে মিছিল
স্বস্তিকার পোস্টে এক নেটিজেন মন্তব্য করেছিল, ‘কিন্তু এই মুরগিটা কী পোশাক পরেছিল?’ যার জবাবে একজনলেখেন, ‘ও উলঙ্গ ছিল। দোষ মুরগিটারই।’ দ্বিতীয়জন লিখলেন, ‘মানুষ থাকলেও, মনুষত্বের বড়ই অভাব দেখছি’। তৃতীয়জন লেখেন, ‘শরীরখারাপ লাগছে এটা দেখে। ভাষা হারিয়ে ফেলেছি এটা দেখে।’ চুর্থজনের মন্তব্য, ‘সমাজের এ কী অবস্থা।’
আরও পড়ুন: ৮ মাসের অন্তঃসত্ত্বা! সামনেই ডেলিভারি রণবীরের বউয়ের, বেবিবাম্প কত বড় হল দীপিকার
পঞ্চমজন লিখলেন, ‘আমরা বলি পশুর মতো! আমরা বলি পাশবিক! এরপর আশা করি কেউ খারাপ মানুষের সঙ্গে পশুর তুলনা টানবেন না।’