বাংলা নিউজ > বায়োস্কোপ > Swastika Mukherjee: ‘শ্রীমতী’র সাফল্যের মাঝেই মা-বাবার জন্য মনকেমন স্বস্তিকার
দিন কয়েক আগে মুক্তি পেয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়ের ছবি 'শ্রীমতী'। পুরোদমে চলছে প্রচার, হল ভিসিট। এসবের মধ্যেই মা-বাবার সুখস্মৃতি ভাগ করে নিলেন অভিনেত্রী। শুভেচ্ছা জানালেন তাঁদের ৪৭তম বিবাহবার্ষিকীর।
প্রথমে মা, তার কয়েক বছর বাদে বাবা সন্তু মুখোপাধ্যায়কে হারিয়েছেন স্বস্তিকা। তবে এই মুহূর্তে অভিনেত্রীর সবথেকে বড় শান্তি, তাঁর মা-বাবার একসঙ্গে থাকা। তাই স্মৃতিতে ডুব দিয়ে ছবির মধ্যেই স্বস্তিকা লিখলেন 'এখন একসঙ্গে... চিরকাল একসঙ্গে' ।
নিজের অভিনয় দক্ষতা দিয়ে ক্রমাগত জয় করে চলেছেন ভারতীয় দর্শকদের মন। সাফল্য তাঁর হাত ধরা। কিন্তু তাঁর এই সাফল্যে যে দু'জন মানুষ সবথেকে খুশি হতেন তাঁরাই আজ নেই। মা -বাবাকে ছাড়া তাঁর পৃথিবী কতটা রংহীন সে কথা মাঝেমধ্যেই শেয়ার করেন অভিনেত্রী। এদিনের পোস্টে আরও একবার ধরা দিল সেই মনখারাপ।
বায়োস্কোপ খবর