একসময় তাঁদের ভালোবাসার রঙে লাল হত সোশ্যাল মিডিয়া। প্রকাশ্যে চলত প্রেমের বহিপ্রকাশ। ভালোবাসার মানুষকে নিয়ে কতই না মন ভোলানো পোস্ট। তবে খবর বলছে, প্রেমটা টেকেনি তাঁদের। আর ভালোবাসার বিচ্ছেদ হতেই শুরু হয়ে গেল কাদা ছোড়াছুড়ি। নিশ্চয়ই বুঝে গিয়েছেন কাঁদের কথা হচ্ছে। শোভন গঙ্গোপাধ্যায় ও স্বস্তিকা দত্ত। প্রকাশ্যে দুজনের কেউই মুখ খোলেননি। তবে নেটিজেনদের একাংশের ধারণা নাম না নিয়ে প্রাক্তনদের কটাক্ষ করছেন দুজনেই।
শোভন বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘নিজেকে ক্ষমা করে দাও, যে ভাবে নিজের প্রাক্তনকে বহু বার করেছ।’ আর তার কিছু ঘণ্টা পরই যেন জবাব দেন স্বস্তিকা। নিজের তিনটি ছবি শেয়ার করেছেন। দেখা যাচ্ছে ঘরের ভিতর যোগাশনে মগ্ন তিনি। পরে আছেন সাদা রঙের একটি টি-শার্ট। আর ক্যাপশনে দিয়েছেন টি-শার্টে থাকা একটি কোটেশন। যেখানে লেখা রয়েছে, ‘ইউ সাক এনিওয়ে’ অর্থাৎ ‘যাই হোক না কেন, তুমি জঘন্য’।
শোভন-স্বস্তিকার বিচ্ছেদে তৃতীয় ব্যক্তি হিসেবে যে নামটা বারবার উঠে আসছে তা হল ইমন চক্রবর্তী। একসময় এই ইমনের সঙ্গেই প্রেম ছিল শোভনের। সেসব যদিও এখন অতীত। ইমন ঘর বেঁধেছেন নীলাঞ্জনের সঙ্গে। তাই এমন রটনায় অবাক গায়িকাও, সাফ জানিয়েছেন তিনি চান স্বস্তিকা-শোভন ভালো থাকুক। দুজনের কোনও বিচ্ছেদের খবরও তাঁর কাছে নেই। আর নিজের পারফেক্ট স্বামীতেই তিনি খুশি।
ইমনের নাম ওঠায় অস্বস্তিতে শোভন-স্বস্তিকাও। আনন্দবাজার অনলাইনকে ছোট পরদার ঝিলমিল বলেছেন, ‘এটা আমার আর শোভনের ব্যক্তিগত ব্যাপার, এখানে কোনও তৃতীয়, চতুর্থ, পঞ্চম ব্যক্তি নেই।’
এমনিতেই সময়টা একটু হলেও খারাপ যাচ্ছে স্বস্তিকার। মাত্র কয়েক মাসেই তাঁর ধারাবাহিক ‘তোমার খোলা হাওয়া’কে সরিয়ে দেওয়া হয়েছে প্রাইম টাইম থেকে। টিআরপি টপার অনুরাগের ছোঁয়ার সঙ্গে টিআরপি-র টক্করে পেরে না ওঠায় পাঠিয়ে দেওয়া হয়েছে দুপুরের স্লটে। সেই জায়গায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক মুকুট। যা নিয়ে আপত্তি তুলেছিলেন স্বস্তিকার অনুরাগীরা। কিন্তু মাসকয়েক ধরে চলেও গল্প দর্শক মনে দাগ কাটতে পারেনি। পাল্লা দিতে পারেনি বর্তমানের টিআরপির টক্করকে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)