বাংলা নিউজ > বায়োস্কোপ > Shibpur Controversy: ‘৫ লাখ টাকা হাতিয়েছে পরিচালক’, পুলিশে পালটা FIR স্বস্তিকার ‘শিবপুর’ প্রযোজকের!

Shibpur Controversy: ‘৫ লাখ টাকা হাতিয়েছে পরিচালক’, পুলিশে পালটা FIR স্বস্তিকার ‘শিবপুর’ প্রযোজকের!

স্বস্তিকার ‘শিবপুর’ ছবি ঘিরে বিতর্ক জারি

Shibpur Controversy: ‘শিবপুর’-এর আসল ভিলেন নাকি পরিচালক! এবার পালটা অভিযোগ ছবির মহিলা প্রযোজকের।একের পর এক বিতর্কের মাঝে পিছোচ্ছে ছবির মুক্তি। 

বিকৃত করা নগ্ন ছবি ভাইরাল করা-সহ প্রাণনাশের হুমকি দিয়েছে ‘শিবপুর’ ছবির সহ-প্রযোজক সন্দীপ সরকার। এমনই বিস্ফোরক অভিযোগ এনেছিলেন স্বস্তিকা মুখোপাধ্য়ায়। মামলা গড়ায় থানা এবং ইম্পা (ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন) পর্যন্ত। ‘শিবপুর’ বিতর্কে নয়া মোড়! এবার পরিচালকের দিকেই পালটা অভিযোগের আঙুল তুললেন ছবির মহিলা প্রযোজক অজন্তা সিংহ রায়।

সম্প্রতি ইম্পার মধ্যস্থতায় প্রযোজক অজন্তা সিংহ রায়ের সঙ্গে বৈঠকে বসেছিলেন স্বস্তিকা। দুই পক্ষ খানিক সমঝোতায় পৌঁছায়। অজন্তা জানান, ছবির স্বার্থে সন্দীপ রায়ের নাম ‘শিবপুর’ থেকে সরানো হবে, এই প্রস্তাব সন্দীপ নিজেও মেনে নিয়েছেন। পাশাপাশি ওই হুমকি ভরা মেল নাকি সন্দীপ করেননি, করেছেন রবি শর্মা নামের এক ব্যক্তি। এতদূর সব ঠিকই ছিল। কিন্তু হঠাৎ করেই গোটা কাহিনির ‘ভিলেন’ হয়ে গেলেন পরিচালক অরিন্দম ভট্টাচার্য।

<p>স্বস্তিকা-পরমের সঙ্গে ছবির সেটে পরিচালক (বাঁদিকের ছবির একেবারে ডানদিকে) ও ছবির পোস্টার (ছবি-ফেসবুক)</p>

স্বস্তিকা-পরমের সঙ্গে ছবির সেটে পরিচালক (বাঁদিকের ছবির একেবারে ডানদিকে) ও ছবির পোস্টার (ছবি-ফেসবুক)

পেশায় চার্টার্ড অ্যাকাউন্টান্ট অরিন্দমের নেশা ফিল্ম মেকিং। এর আগে ‘অন্তর্লীন’, ‘ফ্ল্যাট নম্বর ৬০৯’-এর মতো ছবি বানিয়েছেন তিনি। সেই পরিচালকের অঙ্গুলি হেলেনই নাকি স্বস্তিকার সঙ্গে প্রযোজকদের যাবতীয় ভুল বোঝাবুঝি। আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে অজন্তা সিংহ রায়ের দাবি বিগত এক বছর ধরে নানা অজুহাতে প্রযোজনা সংস্থার থেকে টাকা নিয়েছেন অরিন্দম, স্বস্তিকার সঙ্গে কোনওরকম যোগাযোগ করতে দেননি। এবং সম্প্রতি পরিচালকের তরফে হুমকি পেয়েছেন প্রযোজক। অগত্যা সোমবার চারু মার্কেট থানায় অরিন্দম ভট্টাচার্যের নামে অভিযোগ দায়ের করেন অজন্তা সিং রায়।

তাঁর কথায়,'সব পারিশ্রমিক মেটানো হয়ে গিয়েছে। শেষে ছবির প্রচারপর্বের দায়িত্বও উনি কেড়ে নিতে চাইছিলেন, তাতে রাজি হয়নি আমি'। যার বিরুদ্ধে এই অভিযোগ সেই পরিচালক কী বলছেন? তাঁর দাবি সবটাই ‘সাজানো অভিযোগ’। ইতিমধ্যেই থানায় গিয়ে কথা বলে এসেছেন। দু-পক্ষেরই বৃহস্পতিবার থানায় যাওয়ার কথা। তবে টাকা হাতিয়ে নেওয়ার ব্যপারে স্পষ্ট উত্তর দেননি পরিচালক।

‘শিবপুর’ ছবিতে দীর্ঘদিন পর একসঙ্গে কাজ করেছেন স্বস্তিকা মুখোপাধ্য়ায় ও পরমব্রত চট্টোপাধ্যায়। হাওড়ার ‘শিবপুর’-এর প্রেক্ষাপটেই সাজানো এই ছবির চিত্রনাট্য। ছবিতে রয়েছেন মতা শঙ্কর, খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্তের মতো শিল্পীরা। তবে মুক্তির আগে একের পর এক বিতর্ক ঘিরে ধরেছে ছবিকে। মে মাসে কোনওভাবেই এই ছবি মুক্তি সম্ভব নয় জানিয়েছেন অজান্ত সিং রায়, জট কাটলে আগামী জুন মাসে মুক্তি পাবে এই ছবি আশা প্রযোজকের। স্বস্তিকা কি এই ছবির প্রচারে অংশ নেবেন? সেই প্রশ্নের উত্তর আপতত অধরা!

 

 

বায়োস্কোপ খবর

Latest News

মেষ, বৃষ, মিথুন, কর্কটের ভাগ্যে আজ কী রয়েছে? দেখে নিন ১৮ সেপ্টেম্বরের রাশিফল চলবে কর্মবিরতি! রাত দেড়টায় ঘোষণা জুনিয়র ডাক্তারদের, ফের মমতার সঙ্গে বৈঠক চান মুখ্যমন্ত্রী আগে ঠিক কাজটা করলে আমার কোল খালি হত না, কেঁদে ফেললেন নির্যাতিতার মা চুক্তি লাগু নিয়ে দিল্লিতে মিটিং, যোগ দেবে তিপ্রা মোথা, দিন ঠিক হল সুনীতার স্বামী মাইকেল হিন্দু ধর্মে বিশ্বাসী! কেমন ছিল দুজনের প্রেমের গল্প ‘অকারণ ফুটেজ খেতে ভালোবাসেন..’, সুজয় প্রসাদকে পালটা জবাব দেবাংশুর ‘বিরোধীরা আমায় অপমান করেন কিন্তু…’ ক্ষমতার ১০০ দিনের কথা মনে করালেন মোদী ‘যেখানে খেলাবে,সেখানেই প্রমাণ করব’! সিরিজ শুরুর আগে অধিনায়ককে ভরসা দিলেন মেহেদি… ১,০০০ টাকা না দিলে টয়লেট করা যাবে না! বেঙ্গালুরু মলের 'VIP' টয়লেট পলিসি ‘ওঁর স্ত্রী সন্তানসম্ভবা,মায়ের ক্যান্সার..’, কলতানের মুক্তির দাবিতে সরব পারোমিতা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.