বাংলা নিউজ > বায়োস্কোপ > RG Kar rape and murder Case: ‘ব্লাউজের মাপ, কতটা বুক দেখা যাওয়া ঠিক…’, মেয়েদের রাত দখলের ডাকে সামিল স্বস্তিকা-শুভশ্রীরা

RG Kar rape and murder Case: ‘ব্লাউজের মাপ, কতটা বুক দেখা যাওয়া ঠিক…’, মেয়েদের রাত দখলের ডাকে সামিল স্বস্তিকা-শুভশ্রীরা

‘ব্লাউজের মাপ, কতটা বুক দেখা যাওয়া ঠিক…’, মেয়েদের রাত দখলের ডাকে সামিল স্বস্তিকা-শুভশ্রীরা

RG Kar rape and murder Case: কর্তব্যরত চিকিৎসককে নারকীয়ভাবে যৌননির্যাতন করে হত্যার প্রতিবাদে পথ দখলে নামছে মেয়েরা। সামিল হবে টলিউড। 

নারকীয়ভাবে যৌন নির্যাতন করা হয়েছিল আরজি করের মহিলা চিকিৎসককে! জুনিয়র মহিলা চিকিৎসকের ময়নাতদন্তের রিপোর্ট সোমবার তুলে দেওয়া হয়েছে পরিবারে হাতে। যৌনাঙ্গে গভীর ক্ষতর উল্লেখ রয়েছে, আছে ডিপ পেনিট্রেশনের উল্লেখও।

গত শুক্রবার ভোররাতে শহর কলকাতার বুকে ঘটে যাওয়া এই নক্কারজনক ঘটনায় দেশজুড়ে প্রতিবাদে সামিল চিকিৎসক পড়ুয়ারা। চুপ নেই আম জনতা থেকে তারকারাও। আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় বিচারের দাবিতে সোমবারও রাস্তায় নামেন কৌশিক সেন, ঋদ্ধি সেনরা। স্বাধীনতা দিবসের প্রাক্কালে নারী স্বাধীনতার দাবিতে 'রাত দখল করুক মেয়েরা'.. এই ডাক দিয়েছিলেন প্রেসিডেন্সির প্রাক্তনী রিমঝিম।

সেই ডাকে সাড়া দিয়েছেন হাজারো মানুষ। ১৪ অগাস্ট রাত ১২টার আগে, শহর থেকে জেলায় মেয়েদের জমায়েতের ডাক দেওয়া হয়েছে। সেই জমায়েতে মা, বোনেদের সুরক্ষায় সামিল হতে পারবে ছেলেরাও। রিমঝিম জানান, আরজি করের ঘটনা দেখে তিনি নিজে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, সেই জন্যই গত ১০ই অগস্ট নিজের নারী স্বাধীনতার স্বপক্ষে লড়তে রাস্তায় নেমে প্রতিবাদের কথা জানিয়েছিলেন রিমঝিম। চারিদিক থেকে এত সাড়া পাবেন স্বপ্নে ভাবেননি প্রেসিডেন্সির প্রাক্তনী।

রিমঝিমের ভিডিয়ো বার্তা শেয়ার করে নেন স্বস্তিকা। দীর্ঘ ক্যাপশনে তিনি লেখেন, ‘মেয়েদের শাড়ী, শাড়ীর আঁচল, ব্লাউজের মাপ, কতটা বুক দেখা যাওয়া ঠিক, কোনটা বেঠিক, কোনটা শালিন, কোনটা নয়-এই নিয়ে শুনেই চলেছি। মেয়েদের দিকে আঙুল তোলা টা কে আমরা নর্ম্যালাইজ করে ফেলেছি। আমরাই করেছি। আমি প্রতিবাদ করতে গেলে দেখেছি গালাগাল শুধু পুরুষ রা নন মহিলা রাও দিয়েছেন। নিরাপত্তা আদায় করে নেওয়া টা আমাদের কাজ নয়। দাবী নয়। এটা আমাদের প্রাপ্য।’

পুরুষতান্ত্রিক সমাজের কাছে স্বস্তিকার প্রশ্ন, ‘পুরুষদের কি নিরাপত্তা চাইতে হয়?তাহলে প্রতিদিন প্রতিনিয়ত আমাদের চাইতে হবে কেন ? মেয়েদের সম্মানের মাপকাঠি শাড়ীর আঁচল দিয়ে হবে না। যা যা জিনিস আমরা নর্ম্যালাইজ করেছি সেই সব মানসিকতা বর্জন করে চলে আসুন। চিৎকার করুন। প্রতিবাদ করুন।আজ আপনি, আমি ভাল আছি। কাল আমাদের ও কোমর ভেঙে কেউ ঝুলিয়ে রেখে রেপ-কে সুইসাইড বলে চালিয়ে দিতে পারে। সেটা আর হতে দেওয়া যাবে না।’

রিমঝিম ভিডিয়ো বার্তায় সকলকে এই জমায়েতে সামিল হওয়ার ডাক দিয়েছেন, সঙ্গে বলেছেন সকলে যেন রাজনৈতিক ঝাণ্ডা সঙ্গে না আনে। এটা কোনও বিজেপি, তৃণমূল বা সিপিএমের প্রতিবাদ মিছিল নয়। কলকাতায় যাদবপুর এইট বি বাসট্যান্ড, অ্যাকাডেমি অফ ফাইন আর্টস এবং কলেজ স্ট্রিটে এই জমায়েত হবে। এছাড়াও ডানলপ খালসা মডেল স্কুল, সিঁথির মোড় থেকে শুরু করে শ্রীরামপুর, উত্তরপাড়া, নৈহাটি-সহ রাজ্যের দিকে দিকে জমায়েত হবে ১৪ই অগস্ট রাতে। অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্য়ায়রা এই জমায়েতে সামিল হওয়ার কথা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। 

 

 

 

বায়োস্কোপ খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল অতি ভারী বৃষ্টি ৯ জেলায়, শনিতে বইবে ঝোড়ো হাওয়াও, বিশ্বকর্মা পুজোয় এরকমই হবে? বৃষ্টিস্নাত দিল্লিতে যেন দীপাবলি! ‘হিরোর’ বরণ পেয়ে কেজরি বললেন ‘জেলের গরাদও….’ ১৭টি ছক্কা, ৫টি চার! মাত্র ৩৩ বলে সেঞ্চুরির গণ্ডি টপকে তাণ্ডব আইপিএল তারকার পুজোর গান গেয়ে ট্রোলড বাবুল!‘আমরা সফট টার্গেট বলেই…’, ফুঁসে উঠলেন তৃণমূলের বাবুল CPM বিধায়কদের সঙ্গে বৈঠক, বিয়েবাড়ির ভেজ কাউন্টার- একাকী মমতার ছবিতে মিমের বন্যা আগামী পাঁচ বছরের মধ্যে বৃষ্টিপাত ও আবহাওয়া নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা ভারতের ১৯৮৪তে ছিনতাই হওয়া বিমানে ছিলেন বাবা, সেদিনের চমকে দেওয়া ঘটনা সামনে আনলে জয়শঙ্কর বেস কিচেন পালটেগেল ক্লাউড কিচেনে, মুম্বই থেকে পরিবর্তন শুরু ভারতীয় রেলে বেঁচে আছেন লাদেন পুত্র, সলতে পাকাচ্ছেন বাবার সংগঠনে, নিরাপত্তায় ৪৫০ যোদ্ধা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.