জনপ্রিয় একই সঙ্গে দক্ষ ও চর্চিত অভিনেত্রী তিনি। ফিল্ম ইন্ডিস্ট্রিতে নতুন নন, দেখতে দেখতে ২৫ বছর পার করে ফেলেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। অর্থাৎ তিনি অভিজ্ঞ অভিনেত্রীও বটে। তবে এই বয়সে এসেও এখনও টুক করে ছোটবেলায় ফিরে যেতে পারেন স্বস্তিকা। ঠিক যেমনটা করেছিলেন নিঁখোজ-২র শ্যুটিংয়ে গিয়ে।
নিখোঁজ ২র আউটডোর শ্যুটিংয়ে গিয়ে ফাঁকা মাঠে একটা দোলনা দেখে হঠাৎই দোল খেতে শুরু করি দিয়েছিলেন স্বস্তিকা। পরনে খাঁকি রঙের সালোয়ার কামিজ, সঙ্গে ওড়না, ছোট ছোট করে কাটা চুলে দুটো ক্লিপ লাগানো, হাসিমুখে পার্কের দোলনায় দুলতে দেখা গেল স্বস্তিকাকে। তাঁরই সহকর্মী এসে স্বস্তিকাকে লেন্সবন্দি করা শুরু করে দেন। জিগ্গেস করে, এটা কী করছেন? উত্তরে স্বস্তিকা বাচ্চাদের মতোই খুশি হয়ে বলে ওঠেন 'দোলনা খাচ্ছি।' ওই সহকর্মী তখন হিন্দিতে বলে ওঠেন, ‘শ্যুট মত করো, এহি সব করো’, অর্থাৎ শ্যুটিং করো না বরং দোলই খাও। এমন কথা হেসে ফেলেন অভিনেত্রী।
ভিডিয়োটি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে স্বস্তিকা মুখোপাধ্যায় লিখেছেন, ‘এটাই প্রমাণ হয় যে সঠিক টিম পেলে, সবচেয়ে গুরুতর কাজ করতে এসেও মজা করা যায়। নিখোজ ২: দ্য সার্চ এন্ডস (দ্য ফাইনাল সিজন) আসছে ১০জানুয়ারি হইচই-তে।’
আরও পড়ুন-‘বলতাম, মায়ের মতো হব, অনেক ছেলেপুলে হবে, সংসার করব…’, হাউসওয়াইফ হতে চেয়েছিলেন স্বস্তিকা
স্বস্তিকার এই পোস্টে মজা করে কমেন্ট করেছেন সোহিনী সরকার। লিখেছেন, ‘বালিকা’। কমেন্ট করেছেন বহু নেটিজেন। একজন লিখেছেন, ‘আপনি যেন সবসময় এমনই থাকেন।’ কেউ মজা করে ছড়া কেটে লিখেছেন, ‘দোল দোল দুলুনি,রাঙা মাথায় চিরুনি, বড় আসবে এখুনি, নিয়ে যাবে তখুনি…’। কারোর কথায়, ‘ফ্রক পরলে আরও ভালো লাগত।’ কারোর মন্তব্য, ‘দিদি একদম ক্লাস নাইন/ টেন লাগছে,খুব মিষ্টি লাগছে’।
প্রসঙ্গত, সম্প্রতি অভিনয় জীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষ্য়ে এক সাক্ষাৎকারে স্বস্তিকা বলেন, ‘আমার তো মনে হয়, এই সেদিন স্কুল থেকে বের হলাম, এই তো সেদিন রেজাল্ট নিয়ে ট্রামে করে বাড়ি ফিরলাম। তারপর হোয়ার ডিড অল ইয়ারস গো? তারমধ্যে ছেলেমেয়েরাও কলেজ পাস করে বেরিয়ে গেল। এটা কখন হল?’
আবার অভিনেত্রী না হলে কী হতেন এই প্রশ্নে অভিনেত্রীর অকপট জবাব ছিল, হাউস ওয়াইফ হতাম। হ্যাঁ, সত্যিই আমি সেটাই হতে চেয়েছি।’ তিনি জানান, তাঁর বোন ছিল বরাবরই ডাকাবুকো ছিলেন। তিনি সবসময়ই বলতেন, বড় হবে, চাকরি করব। তবে তাঁকে যদি কখনও কেউ জিগ্গেস করতেন, বড় হয়ে কী হবি? তখন ছোট্ট স্বস্তিকা সেসময় বলতেন, ‘মায়ের মতো হব, অনেক ছেলেপুলে হবে, সংসার করব।’