স্বস্তিকা-টোটা অভিনীত নিখোঁজ ওয়েবসিরিজটি বেশ প্রশংসিতই হয়েছিল। এবার আসছে স্বস্তিকা অভিনীত নিখোঁজ-২। একদিকে বাংলা, অন্যদিকে হিন্দি, দুই ইন্ডাস্ট্রিতেই জমিয়ে কাজ করছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সদ্য মুম্বই থেকে কলকাতায় ফিরেছেন, একটা হিন্দি ছবির লুক টেস্ট ছিল বলে জানাচ্ছেন অভিনেত্রী। তবে ছবির বিষয়ে বিস্তারিত কিছু বলতে নারাজ তিনি।
সম্প্রতি নিজের কেরিয়ারে ২৫ বছর পূর্ণ করে ফেলেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সম্প্রতি সেবিষয়েই সংবাদ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে নানান কথা বলেছেন অভিনেত্রী। স্বস্তিকা অভিনীত হেমন্তের পাখি মুক্তি পেয়েছিল ২০০১ সালে, তারপর কখন, কোথা কে কেটে গিয়েছে দীর্ঘ ২৫ বছর। স্বস্তিকার কথায়, ‘আমার তো মনে হয়, এই সেদিন স্কুল থেকে বের হলাম, এই তো সেদিন রেজাল্ট নিয়ে ট্রামে করে বাড়ি ফিরলাম। তারপর হোয়ার ডিড অল ইয়ারস গো? তারমধ্যে ছেলেমেয়েরাও কলেজ পাস করে বেরিয়ে গেল। এটা কখন হল?’
তবে অভিনেত্রী ছাড়া আর কখনও অন্যকিছু কি হতে চেয়েছিলেন? স্বস্তিকার কথায়, ‘অভিনেত্রী নাহলে হাউস ওয়াইফ হতাম। হ্যাঁ, সত্যিই আমি সেটাই হতে চেয়েছি।’ তিনি জানান, তাঁর বোন ছিল বরাবরই ডাকাবুকো ছিলেন। তিনি সবসময়ই বলতেন, বড় হবে, চাকরি করব। তবে তাঁকে যদি কখনও কেউ জিগ্গেস করতেন, বড় হয়ে কী হবি? তখন ছোট্ট স্বস্তিকা সেসময় বলতেন, ‘মায়ের মতো হব, অনেক ছেলেপুলে হবে, সংসার করব।’ তবে নাহ, শেষপর্যন্ত স্বস্তিকা হয়ে ওঠেন অভিনেত্রী।
আরও পড়ুন-ভোর ৩টের সময় আম্বানিদের ফোন, দুবাই সফর বাতিল করে কেন জামনগর পৌঁছলেন ভারত জে মেহরা?
আর ইন্ডাস্ট্রিতে এতগুলো বছর কাটিয়ে ফেলার জন্য নিজেকেই নিজে ধন্যবাদ জানাতে চান অভিনেত্রী। স্বস্তিকা জানান, নিখোঁজ-২ তে অ্যাংরি মিডল এজড ওম্যান বৃন্দা বসুর চরিত্রে দেখা যাবে তাঁকে। যিনি কিনা মেয়েকে পেতে যা খুশি তাই করতে পারেন। সিজন-১এর থেকে এটা সম্পূর্ণ আলাদা। এখানে অনেক বেশি অ্যাকশন রয়েছে বলে জানান অভিনেত্রী।
স্বস্তিকা বলেন, তাঁরও মাঝেমধ্যে নিখোঁজ হয়ে যেতে ইচ্ছে করে, এমন কোনও জায়গায়, যেখানে তাঁকে কেউ চিনবে না। এমন কোনও সৈকতে শুয়ে থাকতে ইচ্ছে করে, যেখানে কেউ তাঁর কাছে সেলফি তুলতে আসবে না। আবার অনেককে নিখোঁজ করে দিতেও ইচ্ছে করে বলে জানান স্বস্তিকা।