স্বস্তিকা মুখোপাধ্যায় কখনই বিশেষ নিজের সম্পর্ক নিয়ে লুকোছাপা করেননি। সে সৃজিত মুখোপাধ্যায় হোক বা সুমন মুখোপাধ্যায়, বা অন্য কেউ, কারও সঙ্গেই সম্পর্কে জড়িয়ে সেই কথা লুকাননি অভিনেত্রী। এবার এই বিষয়ে নিজের মুখে নতুন করে কী জানালেন তিনি?
কী জানালেন স্বস্তিকা?
স্বস্তিকা মুখোপাধ্যায় এদিন আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, ' মানুষে ভাবে আমার ৪০০টা প্রেম ছিল। কিন্তু আমার হয়তো হয়েছে ৬ টা। প্রেমটা তো ওই ভাবে ঠিক হয় না যে আচ্ছা তুমি তোমার সিভিটা দাও, দেখে নিই তুমি কোথায় কাজ করছ, তোমার ডিপার্টমেন্ট কী? প্রেমটা তো পায়। করার ব্যাপার নয় ওটা। আর যে ৫-৬ টা প্রেম হয়েছে আমার তাঁরা সকলেই খুবই বিশিষ্ট ব্যক্তিত্ব। যদি আমি এমন মানসিকতা নিয়ে চলি যে খুব ব্যক্তিগত জায়গায় হয়তো ভালোবাসাটা কমে গেছে তাদের সঙ্গে আর কাজ করব না, তাহলে আমাকে কেরিয়ারটাই ছেড়ে দিতে হবে। যাঁদের সঙ্গে আমার সম্পর্ক ছিল তাঁরা কিন্তু আমার খুব প্রিয় অভিনেতা বা আমার খুব প্রিয় পরিচালক। আমি কোনও সময় চাইব না যে তাঁদের কাজ আমি করব না। সেটা আমার ক্ষতি।'
প্রসঙ্গত স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে একাধিক অভিনেতা, পরিচালকের নাম জড়িয়েছেন। অভিনেত্রী একটা সময় চুটিয়ে প্রেম করেছেন জিতের সঙ্গে। এরপর পরমব্রত, দিব্যেন্দু মুখার্জি, সৃজিত মুখোপাধ্যায়, সুমন মুখোপাধ্যায়ের সঙ্গেও তাঁর সম্পর্কের কথা শোনা গিয়েছে।
স্বস্তিকা মুখোপাধ্যায়কে আগামীতে টেক্কা ছবিতে দেখা যাবে। এই ছবিতে স্বস্তিকা মুখোপাধ্যায়কে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে। রুক্মিণী হবেন পুলিশ অফিসার। মুখ্য ভূমিকায় আছেন দেব। অন্যান্য চরিত্রে থাকবেন অনির্বাণ চক্রবর্তী, প্রমুখ। ছবির পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়। প্রযোজনায় দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স লিমিটেড। আগামী ৮ অক্টোবর মুক্তি পাবে ছবিটি।
আরও পড়ুন: ১ কোটি জিতেও অধরা ৭ কোটি! KBC ১৬ এর প্রথম ক্রোড়পতি যে প্রশ্ন পারেননি দেখুন তো আপনি পারেন কিনা
পুজোর অন্যান্য ছবি
এই পুজোতে দেবের টেক্কা ছাড়াও আসছে পথিকৃৎ বসুর শাস্ত্রী। সেখানে থাকবেন মিঠুন চক্রবর্তী, সঙ্গে দেবশ্রী রায়, সোহম চক্রবর্তী, প্রমুখ। অরিন্দম শীলের একটি খুনির সন্ধানে মিতিন, সহ নায়িকা, ইত্যাদি ছবিও মুক্তি পাবে একই দিনে।