স্বস্তিকা মুখোপাধ্যায় বরাবরই ছক ভাঙা চরিত্রে অভিনয় করে তাক লাগিয়েছেন। কখনও সাধারণ গৃহবধূ, কখনও মা, কখনও মাফিয়া, কখনও আবার অন্য কিছু। এবার তিনি পাকাপাকি ভাবে অভিনয়কে বিদায় জানিয়ে প্রোমোটার হচ্ছেন? শোনা যাচ্ছে তেমনই গুজব। তবে সেটা অর্ধসত্য! তিনি প্রোমোটার হচ্ছেন ঠিকই তবে সেটা তাঁর আগামী ছবিতে।
স্বস্তিকা মুখোপাধ্যায়ের আগামী ছবি
প্রোমোটার বৌদি নামক একটি ছবি আসতে চলেছে। সেখানেই মুখ্য ভূমিকায় দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। এই ছবিটির পরিচালনা করেছেন শৌর্য দেব। এখানে অভিনেত্রীর মুখোমুখি দেখা যাবে রজতাভ দত্তকে। দুই প্রোমোটারের দ্বন্দ্বের গল্পকে কেন্দ্র করে এই ছবির গল্প এগোবে বলেই জানা গিয়েছে।
প্রোমোটার বৌদি ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সত্যম ভট্টাচার্য, শ্রীমা ভট্টাচার্য, শুভ্রজিৎ দত্ত, প্রমুখকে। মূলত কলকাতায় এই ছবির শ্যুটিং হয়েছে। এটিই শৌর্য দেবের পরিচালিত প্রথম বাংলা ছবি।
আসন্ন ছবির বিষয়ে এই সময়কে দেওয়া একটি সাক্ষাৎকারে শৌর্য জানিয়েছেন, ' প্রোমোটার বলতেই সাধারণ মানুষের মনে যে ছবি ভেসে ওঠে সেখানে সাদা জামা প্যান্ট, সোনার চেন পরা একজন লোককে দেখা যায়। কিন্তু চট করে এই পেশায় কোনও মহিলাকে দেখা যায় না, কল্পনাও করা হয় না। তাই দর্শকদের জন্য চমক থাকবে এই ছবিতে। প্রোমোটার হওয়ার পর স্বস্তিকাকে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে সেটাই দেখানো হয়েছে ছবিতে।'
কেবল প্রোমোটার বৌদি নয়, স্বস্তিকা মুখোপাধ্যায়কে আগামীতে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত টেক্কা ছবিতেও দেখা যাবে। সেই ছবিটি পুজোয় মুক্তি পাবে। মুখ্য ভূমিকায় থাকবেন দেব, রুক্মিণী মৈত্র। তবে প্রোমোটার বৌদি কবে মুক্তি পাবে সেটা এখনও জানা যায়নি। কিন্তু ২০২৪ সালেই যে বক্স অফিসে আসবে এই ছবি সেটা নিশ্চিত।