১৩ ডিসেম্বর স্বস্তিকা মুখোপাধ্যায়ের জন্মদিন। এই বছর অভিনেত্রী ৪৪ বছরে পা দিলেন। না, অন্য কেউ নন। নিজের এই বিশেষ দিনে নিজেই নিজেকে শুভেচ্ছা জানালেন 'টেক্কা' খ্যাত অভিনেত্রী। নিজের জন্য জন্মদিনের বার্তায় কী লিখলেন স্বস্তিকা?
আরও পড়ুন: তুঙ্গে ঘর ভাঙার চর্চা, তার মাঝেই যিশু বললেন, 'আমি বিবাহিত, একজনকে নিয়েই খুশি...'
জন্মদিনে নিজের জন্য কী লিখলেন স্বস্তিকা?
স্বস্তিকা মুখোপাধ্যায় এদিন তাঁর জন্মদিন উপলক্ষ্যে বেশ কিছু ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেই আনফিল্টার্ড ছবিগুলোতে তাঁর মুখের বলিরেখা যেমন স্পষ্ট, তেমনি স্পষ্ট পাকা চুল। সঙ্গে দেখা যাচ্ছে অভিনেত্রী নতুন ট্রেন্ডি গোলাপি ফ্রেমের চশমা।
নিজের এই একাধিক ছবি পোস্ট করে এদিন স্বস্তিকা লেখেন, 'প্রিয়তমা, শুভ ৪৪ তম জন্মদিন। যে পাকা চুলকে একসময় ভয় পেতে তাঁরাই এখন রুপোর থেকে বেশি চকচক করছে। তুমি ক্লান্ত চোখ দেখছ? আমি অভিজ্ঞতা দেখছি। তুমি ডার্ক সার্কেল দেখছ? আমি অর্জন দেখছি। তুমি বলিরেখা দেখছ, আমি একজন প্রকৃত নারীকে দেখছি। আমি একজন শিল্পী, একজন মা, একজন বন্ধুকে দেখছি।'
স্বস্তিকা এদিন তাঁর পোস্টে আরও লেখেন, 'তুমি তুমিই থাকবে। বিনয়ী, নম্র, র, সৎ। তুমি যেমন তেমনি থাকো সে পৃথিবী তোমায় যাই দিক না কেন। সবসময় মনে রাখবে আমি তোমার সঙ্গে আছি, এমনকি তখনও যখন তুমি তোমার সঙ্গে থাকো না। মনে রাখবে যখন তুমি নিজেকে ভালোবাসতে ভুলে যাও সেই দিনগুলোতেও আমি তোমায় ভালোবাসি। তোমায় সবসময় ভালোবাসি। শুভ জন্মদিন আমার আদরের SM। সম্মানের সঙ্গে আরও বড় হও।'
অভিনেত্রীর এই পোস্ট মন জয় করে নিয়েছে তাঁর অনুরাগীদের। এক ব্যক্তি লেখেন, 'একজন দুর্দান্ত মহিলাকে অনেক শুভেচ্ছা।' আরেকজন লেখেন, 'আপনার চশমাগুলো কী দারুন দেখতে হয়।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'সবাই পারে না এভাবে নিজেকে ভালোবাসতে। অথচ এভাবেই ভালোবাসতে হয়, ভালো থাকুন।'
আরও পড়ুন: ডায়েট ভুলে বার্গার-ভাজাভুজিতেই জমলো ভুরিভোজ! কোথায় জীবনের 'সেরা দিন'টা কাটালেন বিরাট-অনুষ্কা?
প্রসঙ্গত স্বস্তিকা মুখোপাধ্যায়কে দর্শকরা শেষবার টেক্কা ছবিতে দেখেছেন। সৃজিত মুখোপাধ্যায়ের সেই ছবিতে দেব, রুক্মিণী মৈত্রও ছিলেন প্রধান ভূমিকায়।