Swastika: প্রবাসে কিশোরীবেলার মতোই সরস্বতী পুজোর আয়োজন স্বস্তিকার, বাসন্তী শাড়ির সঙ্গে পরলেন রান্নার দিদির গয়না!
Updated: 06 Feb 2025, 07:18 PM ISTSwastika Mukherjee: সদ্যই সরস্বতী পুজো গেল। বাসন্তী শাড়ি পাঞ্জাবির ভিড় চোখে পড়েছে রাস্তায়। ছিল উপোস করে অঞ্জলি দেওয়ার ঘনঘটা। কিন্তু এই সমস্ত কিছুর মাঝে নতুন করে যেন নজর কাড়লেন স্বস্তিকা মুখোপাধ্যায়।
পরবর্তী ফটো গ্যালারি