বাংলা নিউজ > বায়োস্কোপ > প্রতিবাদ মিছিল থেকে রিক্সাওয়ালার সঙ্গে গল্প করতে করতে বাড়ি ফিরলেন, ভাড়া জিগ্গেস করতেই চালক স্বস্তিকাকে বললেন…

প্রতিবাদ মিছিল থেকে রিক্সাওয়ালার সঙ্গে গল্প করতে করতে বাড়ি ফিরলেন, ভাড়া জিগ্গেস করতেই চালক স্বস্তিকাকে বললেন…

স্বস্তিকা মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী

‘কতদিন পর রিকশা চড়লাম। আমার ব্যাচ টা দেখে চালক দাদা বেশ খুশি হয়েছিলেন। এই ছোট ছোট ভালো লাগার জন্য ও মুখে হাসি আসে। এই ছবি গুলো তুলে মেয়েকে পাঠালাম, জানাতে যে ঠিক আছি। প্রতিবাদে আছি, চিৎকারে আছি। হাসি তেও আছি। এত দূরে থাকে। সব কিছুর মধ্যেও মনটা ওর কাছে পরে থাকে। যারা মা তারা বুঝবে।’

লড়ছেন, তাঁরাও লড়ে চলেছেন। মানুষের সঙ্গে পা মিলিয়ে নেমেছেন শহরের রাজপথে। এই লড়াইকে সকলের করে তোলার ডাক দিয়েছেন তাঁরা। সেলেব নয়, সাধারণ হয়েই সাধারণের ভিড়ে মিশে গিয়ে আরজি কর কাণ্ডের প্রতিবাদে সমানে লড়াই করে চলেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তীরা। অন্যায়কে অন্যায় বলতে একটু দ্বিধা করেননি। নির্ভয়ে মুখ খুলেছেন।

কলেজস্ট্রিট থেকে শ্যামবাজার, যাদবপুর, সমস্ত প্রতিবাদ মিছিলেই দেখা গিয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তীকা। বুধবার এসএসকেএম-এর মাস কনভেনশনেও গিয়েছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সেখান থেকে বের হয়ে তাঁরা সেদিনই আবার পৌঁছে গিয়েছিলেন যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডের ধরনা মঞ্চে। সেখানে তাঁর পাশেই দেখা গিয়েছে সুদীপ্তা চক্রবর্তীকে। সেখানে KPC-ডাক্তাররা পথে নেমেছিলেন, তাঁদের সঙ্গে পা মেলায় তাঁরা। সেবিষয়েই কিছু কথা নিজের ফেসবুকের পাতায় তুলে ধরেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়।

স্বস্তিকা লিখেছেন, ‘গতকাল এস এস কে এম গেছিলাম, মাস কনভেনশন এ, কলকাতার সবচেয়ে বড় সিনিয়র ডক্টর, জুনিয়র ডক্টর রা কথা বললেন, কী দৃঢ়, বলিষ্ঠ তাদের কণ্ঠ, শুনলেও মনে হয়, না সুদিন ঠিক আসবে, এত মানুষের ক্রন্দন বিফলে যাবে না।’

স্বস্তিকা এরপর লেখেন, ‘সেখান থেকে বেরিয়ে গেলাম যাদবপুর ৮বি। কে পি সি ডক্টর রা রাস্তায় নেমেছিলেন তাদের সঙ্গে পা মেলাতে। যাদবপুর পি এস এর সামনে অবস্থান হলো, তাদের সঙ্গে বসলাম। সঙ্গে ছিলেন সুদীপ্তা চক্রবর্তী আর সৌম্য ব্যানার্জি। অনেক সন্ধ্যায় কোমর টা কাহিল হয়ে পড়ায় বাড়ি ফিরলাম। সাউথ সিটির পাশ থেকে একটা রিকশা নিলাম, আমি আর সৌম্য। খুব জ্যাম বলে যেতে না চেয়ে তারপর মুখ চিনে কী ভাগ্যি দাদা আমাদের নিয়ে রওনা দিলেন। সৌম্য আগে নেমে গেলো তারপর আমি চালক এর সঙ্গে গল্প করতে করতে বাড়ি ফিরলাম। কত ভাড়া হল জিগ্গেস করতে সে কিছুই বলে না। পার্স এ যা খুচরো ছিল সব টাই দিয়ে বললাম দাদা আপনার মতন করে প্রতিবাদ এর সঙ্গে থাকবেন।’

স্বস্তিকার কথায়, ‘কতদিন পর রিকশা চড়লাম। আমার ব্যাচ টা দেখে চালক দাদা বেশ খুশি হয়েছিলেন। এই ছোট ছোট ভালো লাগার জন্য ও মুখে হাসি আসে। এই ছবি গুলো তুলে মেয়েকে পাঠালাম, জানাতে যে ঠিক আছি। প্রতিবাদে আছি, চিৎকারে আছি। হাসি তেও আছি। এত দূরে থাকে। সব কিছুর মধ্যেও মনটা ওর কাছে পরে থাকে। যারা মা তারা বুঝবে।’

স্বস্তিকার এই পোস্টের নিতে বহু নেটনাগরিক অনেক কমেন্ট করেছেন। অনেকেই স্বস্তিকার প্রতিবাদী সত্ত্বায় মুগ্ধ। তবে নিন্দুকের দল সর্বত্র। তাঁরা এরমাঝেও ভ্রু কুঁচকে হাজিয়ে হয়ে যান ট্রোল করতে। একজন স্বস্তিকার উদ্দেশ্যে লেখেন, ‘পড়তি বাজারে নিজেকে ভাসিয়ে রাখার জন্য আর কতো নাটক হবে?’ এর উত্তর দিতে ছাড়েননি স্বস্তিকা। পাল্টা লেখেন, ‘অনেক দাদা। কী করব বলুন ? পড়তি বাজারে যা পাওয়া যায়।’ তবে একই সঙ্গে আরেক নেটিজেন স্বস্তিকার পাশে দাঁড়িয়ে ওই ব্যক্তিকে আক্রমণ করে লেখেন, ‘আপনাদের মতো মহান মানুষের জন্যই আমাদের সমাজের এই করুন অবস্থা... ভীষণ করুনা হয় আপনাদের মতো মানুষদের জন্য...’। তবে এক্ষেত্রে অনেকেই স্বস্তিকার হয়ে ওই ব্যক্তিকে পাল্টা আক্রমণ করেছেন।

আরেক জন্য স্বস্তিকা প্রশ্ন করেছেন ‘অরাজনৈতিক মঞ্চ থেকে কেন কোনো রাজনৈতিক দলের পতাকা পোডান হলো কেন এটা বলতে পারবেন?’ পাল্টা উত্তরে স্বস্তিকা লেখেন, ‘যে পুড়িয়েছে তাঁকেই জিগ্গেস করুন।’

কেউ লিখেছেন, ‘একটু বলবেন - আজাদীর স্লোগান কেন? এই আন্দোলনে আজাদির স্লোগানের কি কোন সিগনিফিকেন্স আছে? আমি কোন রাজনৈতিক দলের সমর্থক বা কর্মী নই। শুধু বিচার চাই, আর বিচার চাই, এছাড়া আর কিছু চাইনা,আমার মনে হয়েছে আজাদী স্লোগানটা বিচারের আবেদন/ দাবিকে কে পেছনে ঠেলে দেবে। কারণ এটা জনসাধারণের আন্দোলন, বেশিরভাগ জনসাধারণের মনে হয় না স্লোগানটি খুব পছন্দের।’ উত্তরে স্বস্তিকা লেখেন, ‘পুরোটা মন দিয়ে শুনবেন, আশা করি বুঝতে পারবেন। মেয়ে গুলো তো পাগল নয় জে এমনি চিত্কার কোরে মরচে। মন দিয়ে শুনবেন’।

এমনই মন্তব্য পাল্টা মন্তব্য উঠে এসেছে। তবে এসবের মাঝে বেশিরভাগ নেটিজেনের সমর্থন ও ভালোবাসা কুড়িয়েছেন স্বস্তিকা।

 

বায়োস্কোপ খবর

Latest News

সার্ভিস রুল মনে আছে তো? রাজ্য সরকারি কর্মচারীদের কড়া ‘ওয়ার্নিং’ দিল নবান্ন! এমন পিচে ৪৪ বলে ৫৪ রান! রোহিত-গম্ভীরদের কি কোনও বার্তা দিতে চাইলেন শ্রেয়স আইয়ার চারদিকে আরজি কর নিয়ে প্রতিবাদ! অবশেষে মেয়ে ইয়ালিনি কোলে সামনে এলেন শুভশ্রী আরজি কর আবহে আরও চাপে TMC, সুখেন্দুর বিদ্রোহের মাঝে পদত্যাগ জহরের, চিঠি মমতাকে পেট্রল পাম্পের কর্মীকে পিষে চম্পট দিল পিকআপ ভ্যান, ভয়ঙ্কর ঘটনা শান্তিপুরে পাকিস্তানের আঞ্চলিক জলসীমায় তেল–গ্যাসের সন্ধান, আর্থিক ভাগ্য বদলের সম্ভাবনা মীনের কেমন কাটবে এই সপ্তাহ? জেনে নিন ৮ থেকে ১৪ সেপ্টেম্বরের রাশিফল কুম্ভের কেমন কাটবে এই সপ্তাহ? জেনে নিন ৮ থেকে ১৪ সেপ্টেম্বরের রাশিফল মকরের কেমন কাটবে এই সপ্তাহ? জেনে নিন ৮ থেকে ১৪ সেপ্টেম্বরের রাশিফল ধনুর কেমন কাটবে এই সপ্তাহ? জেনে নিন ৮ থেকে ১৪ সেপ্টেম্বরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.