সঙ্গীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে নতুন মিউজিক ভিডিয়োতে কাজ করছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। এবার সুরের বাঁধনে ধরা দেবেন এই জুটি। মিউজিক ভিডিয়োর নাম 'একা বসে থাকি'। মুক্তি পেয়েছে শোভন-স্বস্তিকার নতুন মিউজিক ভিডিয়োর ঝলক।
নতুন মিউজিক ভিডিয়োয় মন কেমনের কথা বলবেন শোভন। আর সেই ভাষাই পর্দায় ফুটিয়ে তুলবেন স্বস্তিকা। ভিডিয়োতে একেবারে বিনা মেকআপে ধরা দিয়েছেন অভিনেত্রী। খোলাচুলে, আনমোনা মেজাজে ধরা দিয়েছেন। আরও পড়ুন: ‘কষিয়ে চড় মারতে বলেছিলেন’, শেহজাদা-র ট্রেলারে পরেশ রাওয়ালকে নিয়ে অকপট কার্তিক
মিউজিক ভিডিয়োর ঝলক শেয়ার করে স্বস্তিকা লিখেছেন, ‘শোভন গঙ্গোপাধ্য়ায় এবং তাঁর টিমের সঙ্গে একটি মিউজিক্যাল গল্প! আমার পরবর্তী মিউজিক ভিডিয়োটি মুক্তি পাবে আশা অডিও-য়।’ ১৪ জানুয়ারি মুক্তি পাবে এই মিউজিক ভিডিয়ো।
অন্যদিকে স্বস্তিকাকে আগামীতে দেখা যাবে ‘গভীর জলের মাছ’ ওয়েব সিরিজে। চার নারীর জীবনের ওঠাপড়ার গল্প নিয়ে আসছেন সাহানা দত্ত। এই ওয়েব সিরিজে মুখ্য ভূমিকায় রয়েছেন উষসী রায়, স্বস্তিকা দত্ত, অনন্যা সেন ও তৃণা সাহা। 'হইচই সিজন ৬' -এ আসছে এই সিরিজ।
প্রায় তিন বছর ধরে সম্পর্কে রয়েছেন শোভন-স্বস্তিকা। প্রথমে অস্বীকার করলেও ধীরে ধীরে তাঁরা অনর্গল। তাঁদের প্রেম কাহিনি এখন আর কারও অজানা নয়। মন্দারমণির সমুদ্র সৈকত হোক কিংবা রাজস্থানের মরুশহর, জুটিতে প্রায়শই এদিক-সেদিক ঘুরে বেড়াতে দেখা যায়। ভক্তরা বরাবরই মুগ্ধ হয়েছে জুটির রসায়নে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup