জি বাংলার পর্দাতেই ফিরছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। চলতি মাসের শুরুতেই এই খবর সামনে এসেছিল। আর এবার সামনে এসে গেল স্বস্তিকার কামব্যাক সিরিয়ালের প্রোমো। শুধু তাই নয়, প্রথম প্রোমোতেই সিরিয়ালের সম্প্রচারের দিনক্ষণ জানিয়ে দিল চ্যানেল কর্তৃপক্ষ। যা দেখে রীতিমতো হতবাক দর্শক। হ্যাঁ, শেষবার কবে প্রথম প্রোমোতেই টেলিকাস্ট টাইম ঘোষণা করেছে জি বাংলা তা মনে করতে পারছে ভক্তরা!
আগামী ১২ই ডিসেম্বর থেকে রাত ৯.৩০টায় সম্প্রচারিত হবে স্বস্তিকা দত্ত এবং শুভঙ্কর সাহা অভিনীত ‘তোমার খোলা হওয়া’। হ্যাঁ, রবীন্দ্রনাথের জনপ্রিয় গানের নামেই জি বাংলার এই আসন্ন মেগার নাম। অর্থাৎ আগামী ৯ই ডিসেম্বরই শেষ হচ্ছে উর্মি-সাত্যকির পথচলা। ‘এই পথ যদি না শেষ হয়’-এর স্লটে দেখা যাবে ‘তোমার খোলা হাওয়া’। মাত্র দু-সপ্তাহের জন্য কেন এই পথের স্লট বদল করা হচ্ছে সেই হিসাবও মাথায় ঢুকছে না কারুর। এবার আসা যাক ‘তোমার খোলা হাওয়া’র গল্পে।
ঝলকে দেখা গেল বনগাঁ-র মেয়ে ঝিলমিল। কোনও কাজই তাঁর দ্বারা ঠিক করে হয় না। তবে মায়াস্বরী (ভেন্ট্রিলোকুইস্ট) হিসাবে ওস্তাদ ঝিলমিল। বাবার চোখের তারা হলেও মায়ের (সম্ভবত সৎ মা) কাছে উঠতে বসতে কথা শোনে সে। এমনকী মেয়ের পুতুল হাতে নিয়ে ভেন্ট্রিলোকুইজম করা একদম পছন্দ করেন না ঝিলমিলের মা। নায়িকার আরও একটা গুণ বা বলা ভালো বদঅভ্যাস আছে, নিয়ম ভাঙাতেই সবচেয়ে বেশি ভালোবাসে সে। অন্যদিকে গল্পের নায়ক ডিসিপ্লিনড লাইফে বিশ্বাসী। গঙ্গার ঘাটে প্রাণবন্ত ঝিলমিল বিগড়ে দেবে তাঁর গঙ্গাস্নান। সঙ্গে ফ্রি-তে উপদেশও দেবে। তাঁর কথা, ‘নিয়ম ভাঙায় আসল মজা’। ঝিলমিকে দেখে নায়কের এক বউমা (হ্যাঁ, ঠিক পড়ছেন) বলে ওঠে ‘আমাদের বাবার জন্য এমনই একটা মেয়ের দরকার’। অন্যজন পাশ থেকে বলে ওঠে, ‘তবে এই কি হবে আমাদের নতুন শাশুড়ি?’
অসম বয়সী প্রেমের গল্প হবে এই মেগা। ‘ইন্ডিয়ার সর্বকনিষ্ঠ শাশুড়ি’ গুড্ডনের গল্পের ছায়া এই ধারাবাহিকে খুঁজে পেয়েছেন অনেকেই। জি টিভির জনপ্রিয় মেগা ‘গুড্ডন… তুমসে না হো পায়েগা’র গল্পের সঙ্গে অনেক মিল রয়েছে স্বস্তিকার ধারাবাহিকের প্রোমোয়। ওই গল্প অনুযায়ী, দাদার মৃত্যুর পর তাঁর সন্তানদের মানুষ করে নায়ক। প্রথম বিয়ে ভাঙার পর আরও রুক্ষ্ম মেজাজের হয়ে গিয়েছে সে। এরপর তার জীবনে ‘খোলা হওয়া’র মতোই এন্ট্রি নেয় গুড্ডন। যদিও মায়াস্বরী হিসাবে ওই গল্পে দেখানো হয়নি গুড্ডনকে। এইটুকুই পার্থক্য ধরা পড়েছে প্রথম ঝলকে।
স্বস্তিকা-শুভঙ্কর জুটির ‘তোমার খোলা হওয়া’ দর্শক মনে জায়গা করে নিতে কতখানি সফল হয় সেটাই এখন দেখবার। তবে উর্মি-সাত্যকির জনপ্রিয়তাকে ধরে রাখাই আপতত বড় চ্যালেঞ্জ তাঁদের কাছে।