বাংলা নিউজ > বায়োস্কোপ > Farah Khan-Shirish Kunder: বিয়ের এক বছরের মধ্যে শ্বশুরবাড়ি ছেড়ে পালানোর চেষ্টা করেন ফারহা খান! কেন?

Farah Khan-Shirish Kunder: বিয়ের এক বছরের মধ্যে শ্বশুরবাড়ি ছেড়ে পালানোর চেষ্টা করেন ফারহা খান! কেন?

ফারহা ও শিরীষ কুন্দর

বয়সে আট বছরের ছোট শিরীষকে ভালোবেসে বিয়ে করেছিলেন ফারহা। তা সত্ত্বেও কেন এমন কাণ্ড ঘটিয়েছিলেন কোরিওগ্রাফার? 

বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার তথা পরিচালক ফারহা খানের প্রেম কাহিনি অনেকেরই অজানা। ভালোবেসে বয়সে আট বছরের ছোট শিরীশ কুন্দরকে বিয়ে করেছিলেন ফারহা। ২০০৪ সালে পেশায় ফিল্ম এডিটর শিরীষকে বিয়ে করেন ‘মেয় হু না’ পরিচালক। ভিন ধর্মে বিয়ে, সংস্কৃতি আলাদা- সহজ ছিল না তাঁদের সংসারের শুরুর দিনগুলো। সম্প্রতি মিকার স্বয়ম্বর-এর আসরে ফারহা ফাঁক করলেন বিয়ের এক বছরের মধ্যে শ্বশুরবাড়ি ছেড়ে পালানোর চেষ্টা পর্যন্ত করেছিলেন তিনি। 

‘স্বয়ম্বর: মিক দি ভোটি’র সেটে ফারহা আলাপচারিতায় মেতেছিলেন প্রতিযোগিদের সঙ্গে। যাঁদের মধ্যে থেকে মিকা বেছে নেবেন নিজের পছন্দসই পাত্রী। মিকার এক সম্ভাব্য হবু দুলহানিয়া বলেন, তাঁর বাবা-মা জোরাজুরি করছে বিয়ের জন্য, কারণ তাঁদের মতে এটাই বিয়ের সঠিক বয়স। সেই ভাবনা নস্যাৎ করে ফারহা জানান, ‘সেই বয়সেই একটা মেয়ের বিয়ে করা উচিত যখন সে মানসিকভাবে বিয়ের জন্য প্রস্তুত’। 

বন্ধু মিকা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানান, ‘মিকা খুব সংবেদনশীল মানুষ, খুব বুঝদার মেয়েই পারবে ওকে সামলাতে। আমার মনে হয় বিয়ের কোনও বয়স হয় না। সঠিক মনের মানুষের খোঁজ পেলেই উচিত বিয়েটা সেরে ফেলা’। নিজের প্রসঙ্গে টেনে ফারহা বলেন, ‘বিয়ের এক বছরের মধ্যেই আমি শ্বশুরবাড়ি ছেড়ে পালাতে চেয়েছিলাম কারণ মানিয়ে নেওয়া সহজ ছিল না’। 

এই মুহূর্তে সপরিবারে কোহ সামুই-তে ছুটি কাটাচ্ছেন ফারহা। ১৪ বছর বয়সী তিন সন্তানের মা এই তারকা কোরিওগ্রাফার। ফারহার তিন সন্তানের নাম- ডিভা, অন্যা, সেজার। 

বন্ধ করুন