বাংলা নিউজ > বায়োস্কোপ > ছেলে অভিষেকের থেকে মেয়ে শ্বেতাকে বেশি মারতেন জয়া বচ্চন, ‘মা খুব একচোখা…’

ছেলে অভিষেকের থেকে মেয়ে শ্বেতাকে বেশি মারতেন জয়া বচ্চন, ‘মা খুব একচোখা…’

কেন ছেলের থেকে মেয়েকে বেশি মারতেন জয়া?

অমিতাভকে বিয়ের পর থেকেই গ্ল্যামার দুনিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন জয়া বচ্চন। পরে মেয়ে হওয়ার পর নেন লম্বা বিরতি। তারপর জন্ম হয় অভিষেকের। শ্বেতার দাবি, ছোটবেলায় মা তাঁকেই বেশি মারত। 

বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন এখন অনেক বেশি ঘনিষ্ঠ মেয়ে শ্বেতা বচ্চন আর মেয়ের ঘরের নাতনি নভ্যা নভেলি নন্দার। কয়েকমাস ধরে চলা নভ্যার পডকাস্ট শো ‘হোয়াট দ্য হেল উইথ নভ্যা’-তে চোখে পড়েছে। তবে জয়া নিজেই জানিয়েছেন একসময় মেয়ে শ্বেতাকেই বেশি মারতেন তিনি, ছেলে অভিষেক বচ্চনের থেকে।

সিমি গরেওয়ালের টক শো-তে বছরকয়েক আগেই হাজির হয়েছিলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শ্বেতা আর অভিষেক। সেই এপিসোডে বচ্চন পরিবারের অনেক অন্দরের কাহিনি উঠে এসেছিল। আর সেখানেই মস্করার ছলে নন্দা বলেছিলেন ছোটবেলায় ছেলের উপর একচোখামি ছিল জয়ার, তাঁকেই বেশি মারত ভাই অভিষেকের তুলনায়।

আর এতে জয়া হাসতে হাসতে জানান, মেয়েকে মানুষ করা খুব শক্ত ছিল তাঁর পক্ষে। মুখে মুখে উত্তরও করতেন খুব শ্বেতা। তবে বড় হওয়ার পর এই নিয়ে প্রায়ই অভিযোগ করে মেয়ে। এরপরই সিমি গরেওয়াল পুরনো এক এপিসোডের ক্লিপিংস চালিয়ে দেন। যেখানে দেখা যায় এর আগে যখন জয়া আর অমিতাভ এসেছিলেন শো-তে, তখন নিজের মুখেই বলেছিলেন মেয়েকে একটু বেশিই মারধর করেছিলেন তিনি।

সিমির শো-তেই শ্বেতা জানান, তাঁকে বেশি মারধর করা হত কারণ তিনি বয়সে বড়। আর ভাইয়ের কাছে ভালো হওয়ার উদাহরণ তৈরি করার ভারও তাঁর উপরেই ছিল। এরপর মুখ খোলেন অভিষেক। জানান, তাঁকে দিদি যেভাবে আগলে রাখে তা কেউ রাখে না।

সবশেষে মুখ খোলেন বিগ বি। এতক্ষণ চুপ করে শুনছিলেন সবার কথা। বলে ওঠেন, ‘আমি শুধু ভাবছি কত মজা হবে যখন নব্যা এই সাক্ষাৎকার দেখবে।’

আজকাল প্রায়ই জয়া হাজির হন নভ্যার পডকাস্ট শো-তে। আর সেখানে বচ্চন পরিবারের উপর হওয়া ট্রোলিং, মিডিয়া ট্রায়াল, ফ্যাশন, সমাজের নানা ট্যাবু নিয়ে খুল্লামখুল্লা আলোচনা করেন নাতনি আর দিদা।

 

বন্ধ করুন