সম্প্রতিক সময় ফ্যামিলি পডকাস্ট শো হোয়াট দ্য হেল নভ্যা নিয়ে বড়ই ব্যস্ত আছেন জয়া বচ্চন, শ্বেতা বচ্চন নন্দা ও নভ্যা নভেলি নন্দা। যেখানে কেরিয়ার থেকে শুরু করে, বচ্চন পরিবারের নানা সিক্রেটস, রিলেশনশিপ টিপস থেকে সৌন্দর্য চর্চা সবটাই উঠে আসে।
সম্প্রতি এই পডকাস্টের যে প্রোমো ভিডিয়োটি শেয়ার করা হয়েছে, সেখানে দেখা গেল, নভ্যা তাঁর মা শ্বেতার কাছে জানতে চাইছেন তাঁর বিউটি রুটিন। ‘মা তোমার স্কিনকেয়ার রুটিনে কটা স্টেপ আছে?’ হাতের কর গুণে শ্বেতা বলতে থাকেন, ‘আমি আমার মুখ ধুই, তারপর টোনার লাগাই, তারপর আমি ভিটামিন সি সিরাম লাগাই…’। শ্বেতা নিজের কথা শেষ করার আগেই মুখ ব্যাকায় জয়া আর নভ্যা। অমিতাভের নাতনি তো বলেই ওঠেন, ‘বাবা অনেককিছু কিন্তু…’
আরও পড়ুন: দ্বিতীয় বিয়েতে জন্ম এষার, হিরে ব্যবসায়ী জামাই হাতছাড়া করতে রাজি নন ধর্মেন্দ্র?
এরপরই শ্বেতা স্মৃতিচারণা করে মনে করেন অতীতের সেই সময়ের কথা। যখন জয়া মাথায় লাগাতেন পেঁয়াজের রস। বলে, ‘মা, সবচেয়ে খারাপ জিনিস ছিল যখন তুমি পেঁয়াজের রস ব্যবহার করত’। মেয়ের কথায় মাথা নেড়ে সমর্থন জানান বর্ষীয়ান অভিনেত্রী। শ্বেতা নিজের কথায় আরও যোগ করেন, ‘আমি সামনের দরজা থেকে এটির গন্ধ পেতাম’।
আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘ডুপ্লিকেট’ সারা আসলে কে? অবশেষে জানা গেল পরিচয়
পর্বটির নাম রাখা হয়েছে ‘বিউটি সিক্রেটস ফর দ্য এজস’। নভ্যা তাঁর সোশ্যাল মিডিয়ায় প্রোমো শেয়ার করে লেখেন, ‘আপনাদের প্রত্যেকের জন্য আগামীকালের বিশেষ পর্বে থাকছে প্রচুর হাসি, ভালোবাসা এবং সুস্থতার পাঠ! এটা মিস করবেন না!’
আরও পড়ুন: শারীরিক সুখ নয়, মনই আসল! সরস্বতী পুজো শোভন-বৈশাখীর বাড়ি, হলুদ ছেড়ে পরলেন সবুজ
নভ্যা নাভেলি নন্দার পডকাস্টের আগের পর্বে, জয়া বচ্চন সম্পর্কে 'রেড ফ্ল্যাগ' নিয়ে কথা বলেছিলেন। তিনি শেয়ার করেন যে, কোনওদিন স্বামী অমিতাভ বচ্চনকে 'তুমি' বলে সম্বোধন করেননি । জয়া বলেছিলেন, ‘খারাপ আচরণ একটি রেড ফ্ল্যাগ নিসন্দেহে।’ তারপর তিনি আরও যোগ করেন, ‘একটি জিনিস যা আমি সত্যিই অপছন্দ করি তা হল যখন লোকেরা 'তু' অর 'তুম' বলে, তা সে যাকেই হোক না কেন। আপনি কি কখনও আমাকে আপনার দাদা (অমিতাভ)-এর সঙ্গে 'তুম' ব্যবহার করে কথা বলতে শুনেছেন? আমি মনে করি এই জিনিসগুলির জন্য সচেতন প্রচেষ্টা প্রয়োজন, যা আপনাদের প্রজন্ম করে না। যতক্ষণ না তুমি কাউকে সম্মান করবে, ততক্ষণ ভালোবাসা থাকবে না। সীমানা খুবই গুরুত্বপূর্ণ।’