প্রতীক্ষার অবসান, অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন শ্বেতা ও রুবেল। বিয়ের দিন লাল টুকটুকে বেনারসি, লাল ব্লাউজ আর লাল ওড়নায় এক্কেবারে চিরাচরিত বাঙালি কনের সাজে সাজেন শ্বেতা। আর রুবেল পরেছিলেন সাদা সিল্কের পাঞ্জাবি আর ধুতি। ১৯ জানুয়ারি রবিবার বৈদিক রীতিতে বিয়ে করেন এই টলি জুটি। বিয়ে দেন মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক। দুজনকে এদিন বৈদিক রীতি মেনে বিয়ের মন্ত্র পাঠ করতে এবং আচার পালন করতে দেখা যায়।
এদিন শুধু শ্বেতার সিঁথিতে রুবেল সিঁদুর দেননি। একই সঙ্গে শ্বেতাও রুবেলের কপালে সাম্যের সিঁদুর ছুঁইয়ে দেন। এই বিয়েতে কন্যাদানের রীতি পালিত হয়নি। তবে শ্বেত ও রুবেলের একে অপরের সঙ্গে মালাবদল, খই পোড়ানো সহ রীতিগুলি পালিত হতে দেখা গিয়েছে। দুই পরিবার আর কাছের মানুষজনের উপস্থিতিতে বিয়েটা সারেন শ্বেতা-রুবেল। বিয়ের পর সামনে এসেছে নবদম্পতির ছবিও।
আরও পড়ুন-নিজের গায়ে হলুদে জমিয়ে নাচলেন, রুবেলের সঙ্গে দেখা মিলল নিতবরের, কে এই খুদে?
প্রসঙ্গত রবিবার দমদম ইমামি সিটির বিপরীতে রাজা প্যালেসে বসেছিল শ্বেতা-রুবেলের বিয়ের আসর। শ্বেতা রুবেলের বিয়েতে আশীর্বাদ করতে হাজির প্রজাপতির পরিচালক অভিজিৎ সেন। এদিন বিয়ের আগে কনের সাজে সেজে ফুলের আচ্ছাদনের নিচ দিয়ে সঁইয়া সুপারস্টার গানে নেচে বিয়ে করতে ঢুকতে দেখা যায় শ্বেতাকে। প্রসেজিৎ-এর চোখ তুলে দেখো না গানেও নাচতে নাচতে শ্বেতাকে বিয়ে করতে ঢোকেন এদিনের নায়ক রুবেল দাস।
আরও পড়ুন-ভিভিয়ান ডি'সেনাকে হারিয়ে বিগ বস-১৮ জিতলেন করণ বীর মেহরা, সোনার ট্রফি সহ পেলেন কত টাকা?

এদিন শ্বেতা-রুবেলের বিয়ের অনুষ্ঠানে হাজির ছিল টলিপাড়ার অনেকেই। প্রসঙ্গত শ্বেতাকে বিয়ের প্রসঙ্গে অভিনেতা রুবেল দাস বলেন, ‘আমি ওকে প্রথমে ব্রাইডাল লুকে দেখেই প্রেমে পড়েছিলাম। ওকে বধূবেশে দেখেই ঠিক ফেলেছিলাম যে ওকেই বিয়ে করব।’ প্রসঙ্গত যমুনা ঢাকির সেটে দেখা হয়েছিল শ্বেতা-রুবেলের। তাঁদের যখন আলাপ হয়, তখন দীর্ঘ ৯ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ায় দুঃখে ডুবেছিলেন অভিনেত্রী। আর তখনই শ্বেতার মনের সেই ক্ষতয় ভালোবাসার মলম লাগান রুবেল দাস। তবে সেসব তো গেল পুরনো কথা, এবার সাতপাকে বাঁধা পড়ায় অপেক্ষায় রয়েছেন এই যুগল।