ভালোবাসায় একে-অপরকে কী করে বেঁধে রাখতে হয় তা জানেন ছোট পর্দার জনপ্রিয় জুটি রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য। যমুনা ঢাকি সিনেমায় কাজের সময় আলাপ হয়েছিল তাঁদের। সেখান থেকেই প্রেম। দেখতে দেখতে সম্পর্কের বয়স প্রায় বছর তিন। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় রুবেলের জন্মদিন পালনের একগুচ্ছ ছবি শেয়ার করে নিলেন শ্বেতা।
প্রকাশ্যে ভালোবাসা জাহিরে যে কোনও লজ্জা নেই, তা বহুবার প্রমাণ করেছেন তাঁরা। ট্রোলারদের মুখে ছাই দিয়ে, প্রেমের সুন্দর মুহূর্ত তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়। প্রেমিকের জন্মদিনের ছবিগুলি শেয়ার করে শ্বেতা এদিন ক্যাপশনে লিখলেন, ‘গতকাল ৫ সেপ্টেম্ব তোমার জন্মদিন ছিল। আজ তোমাকে বিশেষ কিছু বলতে চাই। বাবাই শুধু আনন্দে নয়, আমরা একসঙ্গে থাকব দুঃখেও। একে-অপরকে দু হাতে জড়িয়ে শুধু আনন্দের মুহূর্তই ভাগ করে নেব না, আমরা চোখের জলও ফেলব। তুমি আমার দুনিয়ার কেন্দ্রবিন্দু। যার একটুও বদল চাই না আমি। তোমার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ। আমাদের ভালোবাসার ভিত মজবুত এবং চিরন্তন। তোমার সঙ্গে কাটানো প্রতিটা সেকেন্ড আমি এভাবেই উপভোগ করি। ভালোবাসি তোমায়’।
শ্বেতা যে ছবিগুলি শেয়ার করেন, তাতে দেখা যাচ্ছে গোলাপি, লাল সোনালি বেলুন দিয়ে সাজানো পার্টির জায়গা। মানি হাইস্টের মুখোশও রয়েছে। সঙ্গে একটা রেড ভেলভেট কেক। টেবিলের উপর গোলাপের পাপড়ি। একটি ছবিতে শ্বেতাকে চুমু খাচ্ছেন রুবেল। আরেকটি ছবিতে রুবেল মাঝখানে বসে, একপাশে মা, অন্যপাশে শ্বেতা। একটি বিশেষ কেকও অর্ডার দিয়ে বানানো করিয়েছিলেন শ্বেতা। যার গায়ে তাঁদের দুজনের ছবি বসানো। সেখানে লেখা, 'হ্যাপি বার্থ ডে লাভ'।
শ্বেতার এই পোস্টে রুবেল কমেন্ট করেন, ‘তুমিই একমাত্র যে জানো কঠিন সময়তেও আমাকে কীভাবে খুশি রাখতে হয়। আমার জীবনে আন্দ ছড়িয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমার পরিচিত সবচেয়ে আশ্চর্যজনক ব্যক্তিকে, প্রতিটি দিনকে একটি বিশেষ দিন করার জন্য, আমাকে এভাবে যত্ন এবং ভালবাসা দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। তবে আমি বলতে চাই যে, এই জন্মদিনটি বিশেষ হল, আপনার আবৃত্তির কারণেই। তোমাকে খুব ভালোবাসি মাম্মা।’
কাজের সূত্রে, রুবেলকে বর্তমানে দেখা যাচ্ছে নিম ফুলের মধু সিরিয়ালে। যেখানে তাঁর বিপরীতে রয়েছেন পল্লবী শর্মা। আর শ্বেতা কাজ করছেন কোনগোপনে মন ভেসেছে-তে, তাতে নায়ক চরিত্রে রয়েছেন রণজয় বিষ্ণু।