বাংলা নিউজ > বায়োস্কোপ > Rubel Birthday-Sweta: ‘একে-অপরকে দু হাতে জড়িয়ে…’! ভালোবাসায় মুড়ে রুবেলের জন্মদিন পালন শ্বেতার

Rubel Birthday-Sweta: ‘একে-অপরকে দু হাতে জড়িয়ে…’! ভালোবাসায় মুড়ে রুবেলের জন্মদিন পালন শ্বেতার

ভালোবাসায় মোড়া জন্মদিন পালন রুবেল আর শ্বেতার।

প্রকাশ্যে ভালোবাসা জাহিরে যে কোনও লজ্জা নেই, তা বহুবার প্রমাণ করেছেন রুবেল আর শ্বেতা। জন্মদিনেও একে-অপরকে এভাবেই ভরালেন আদরে। দেখুন ছবি-

ভালোবাসায় একে-অপরকে কী করে বেঁধে রাখতে হয় তা জানেন ছোট পর্দার জনপ্রিয় জুটি রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য। যমুনা ঢাকি সিনেমায় কাজের সময় আলাপ হয়েছিল তাঁদের। সেখান থেকেই প্রেম। দেখতে দেখতে সম্পর্কের বয়স প্রায় বছর তিন। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় রুবেলের জন্মদিন পালনের একগুচ্ছ ছবি শেয়ার করে নিলেন শ্বেতা।

প্রকাশ্যে ভালোবাসা জাহিরে যে কোনও লজ্জা নেই, তা বহুবার প্রমাণ করেছেন তাঁরা। ট্রোলারদের মুখে ছাই দিয়ে, প্রেমের সুন্দর মুহূর্ত তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়। প্রেমিকের জন্মদিনের ছবিগুলি শেয়ার করে শ্বেতা এদিন ক্যাপশনে লিখলেন, ‘গতকাল ৫ সেপ্টেম্ব তোমার জন্মদিন ছিল। আজ তোমাকে বিশেষ কিছু বলতে চাই। বাবাই শুধু আনন্দে নয়, আমরা একসঙ্গে থাকব দুঃখেও। একে-অপরকে দু হাতে জড়িয়ে শুধু আনন্দের মুহূর্তই ভাগ করে নেব না, আমরা চোখের জলও ফেলব। তুমি আমার দুনিয়ার কেন্দ্রবিন্দু। যার একটুও বদল চাই না আমি। তোমার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ। আমাদের ভালোবাসার ভিত মজবুত এবং চিরন্তন। তোমার সঙ্গে কাটানো প্রতিটা সেকেন্ড আমি এভাবেই উপভোগ করি। ভালোবাসি তোমায়’।

শ্বেতা যে ছবিগুলি শেয়ার করেন, তাতে দেখা যাচ্ছে গোলাপি, লাল সোনালি বেলুন দিয়ে সাজানো পার্টির জায়গা। মানি হাইস্টের মুখোশও রয়েছে। সঙ্গে একটা রেড ভেলভেট কেক। টেবিলের উপর গোলাপের পাপড়ি। একটি ছবিতে শ্বেতাকে চুমু খাচ্ছেন রুবেল। আরেকটি ছবিতে রুবেল মাঝখানে বসে, একপাশে মা, অন্যপাশে শ্বেতা। একটি বিশেষ কেকও অর্ডার দিয়ে বানানো করিয়েছিলেন শ্বেতা। যার গায়ে তাঁদের দুজনের ছবি বসানো। সেখানে লেখা, 'হ্যাপি বার্থ ডে লাভ'।

শ্বেতার এই পোস্টে রুবেল কমেন্ট করেন, ‘তুমিই একমাত্র যে জানো কঠিন সময়তেও আমাকে কীভাবে খুশি রাখতে হয়। আমার জীবনে আন্দ ছড়িয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমার পরিচিত সবচেয়ে আশ্চর্যজনক ব্যক্তিকে, প্রতিটি দিনকে একটি বিশেষ দিন করার জন্য, আমাকে এভাবে যত্ন এবং ভালবাসা দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। তবে আমি বলতে চাই যে, এই জন্মদিনটি বিশেষ হল, আপনার আবৃত্তির কারণেই। তোমাকে খুব ভালোবাসি মাম্মা।’

কাজের সূত্রে, রুবেলকে বর্তমানে দেখা যাচ্ছে নিম ফুলের মধু সিরিয়ালে। যেখানে তাঁর বিপরীতে রয়েছেন পল্লবী শর্মা। আর শ্বেতা কাজ করছেন কোনগোপনে মন ভেসেছে-তে, তাতে নায়ক চরিত্রে রয়েছেন রণজয় বিষ্ণু। 

 

বায়োস্কোপ খবর

Latest News

স্কুল থেকে ফেরার সময় সপ্তম শ্রেণির ছাত্রীকে ফাঁকা রাস্তায় কটূক্তি, গ্রেফতার ২ প্যারালিম্পিক্সে শেষ হল ভারতের স্বপ্নের যাত্রা, রেকর্ড সোনা ও পদক ঝুলিতে দলীপে এক ইনিংসে রেকর্ড ক্যাচ ! ধোনিকে ছুঁলেন জুরেল Namibia Women বনাম Zimbabwe Women ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? ক্যাগের রিপোর্টে দুর্নীতির অভিযোগ, সরকারি হাসপাতালগুলিকে নিয়ে বিস্ফোরক তথ্য ভারতেও এমপক্সের থাবা? উপসর্গ থাকা যুবককে ভরতি করা হল হাসপাতালে, কেমন আছেন? ‘ওদের চামড়া গুটিয়ে নেব, হুমকি তৃণমূলের জেলা সভাপতির’ যদি কোনও সংগঠন…কাশ্মীরে জঙ্গিবাদ নিয়ে শাহের কথার মোক্ষম জবাব দিলেন ওমর আবদুল্লা ব্যর্থ হল লোকেশ রাহুল ও আকাশ দীপের লড়াই, দলীপে ঈশ্বরনদের কাছে হার শুভমন গিলদের ‘লক্ষ্মী এসেছে…’, দীপিকা মেয়ের জন্মের সুখবর দিতেই যা করলেন প্রাক্তনের বউ আলিয়া!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.