‘মুখ পুড়ুক তাঁদের, যাঁরা কুনজর দেবেন।’ প্রেমিকা শ্বেতার পাশে দাঁড়িয়ে ঠিক এই ভাষায় জবাব দিলেন রুবেল। একদিকে যখন ভোট নিয়ে উত্তেজনা, তখন নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন টলিপাড়ার লাভ বার্ডস শ্বেতা-রুবেল। দিন পাঁচেক আগে সোশ্যাল মিডিয়ায় বয়ফ্রেন্ড রুবেলের সঙ্গে একটি অন্তরঙ্গ ছবি দিতেই ট্রোল পুলিশদের রোষের মুখে পড়েন শ্বেতা। এমনকি ‘নিরাপত্তাহীনতায়’ ভুগছেন তিনি, ‘শো-অফ কপল’ এমন সব তকমাও সেঁটে দেওয়া হয়। আরও পড়ুন-‘বিছানায় খালি গায়ে রুবেল, জড়িয়ে শ্বেতা! ঘনিষ্ঠ মুহূর্তে দেখে ‘শো অফ জুটি’ বলে কটাক্ষ নেটিজেনদের
সেই বিতর্কের জবাব দিতে সোশ্যাল মিডিয়ায় নিজেদের আরও একটি অন্তরঙ্গ ছবিকেই বেছে নিলেন শ্বেতা। এইবারও বিছানায় শুয়ে থাকা রুবেলের দেখা মিলল খালি গায়ে। সাদা টপে রুবেলের মাথায় মাথা ঠেকিয়ে শুয়ে রয়েছেন শ্বেতা। দুজনেই ভেংচি কাটছেন ক্যামেরার দিকে তাকিয়ে। ছবির ক্যাপশনে লেখা, ‘হাম তো এয়সে হ্য়ায় ভাইয়া’ (আমরা তো এমনই ভাই)।
এই ছবির কমেন্ট বক্সে রুবেল লেখেন, ‘বুড়ি নজরওয়ালে তেরা মুঁ কালা’ (মুখ পুড়ুক তাঁদের, যাঁরা কুনজর দেবেন)। ফ্যানেরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁদের। একজন লেখেন, ‘তোমরা তো খুব মিষ্টি জুটি’। আরেকজন লেখেন, ‘দিদিভাই তোমরা সারাজীবন এইভাবেই পরস্পরকে আগলে রেখো। পাশে থেকো’।
শুরু থেকেই নিজেদের প্রেম নিয়ে খোলামেলা তাঁরা। দুজনের সম্পর্কে সায় রয়েছে পরিবারের। আগামী বছরেই গাঁটছড়াও বাঁধবেন শ্বেতা-রুবেল। সুখবরে সিলমোহর দিয়েছেন নায়ক। রুবেলের জীবনের লাকি চার্ম শ্বেতা। যমুনা ঢাকির সেটে কাছাকাছি আসেন তাঁরা। তবে ছোট থেকেই একসঙ্গে নাচ শিখেছেন দুজনে। বন্ধুত্বে প্রেমের রং লাগে বছর দুয়েক আগে। কিছুদিন আগেই হিন্দুস্তান টাইমস বাংলাকে অভিনেতা বিয়ের পরিকল্পনা নিয়ে জানান, ‘আমরা আগামী বছরই বিয়েটা সেরে ফেলতে চাই। তবে তারিখ এখনও ঠিক হয়নি।’ সূত্র বলছে ২০২৫-এর জানুয়ারিতেই নাকি সাত পাক ঘুরবেন তাঁরা।
প্রেমের প্রথম থেকেই দুই বাড়িতে দুজনের অগাধ যাতায়াত। আসলে তাঁদের সম্পর্কে অনুঘটকের কাজ করেছিল দুই পরিবারই। যখন সিদ্ধান্ত নিয়ে উঠতে পারছিলেন না তাঁরা, তখন এক হতে সাহায্য করেছিল পরিবার। গত বছর পুজোয় ডেঙ্গু আক্রাণ্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন রুবেল। সেই সময়টা পাশ থেকে নড়েননি শ্বেতা।
কাজের সূত্রে, রুবেলকে বর্তমানে দেখা যাচ্ছে নিম ফুলের মধু ধারাবাহিকে। তাঁর আর পল্লবী শর্মার কেমিস্ট্রি মনে ধরেছে সকলের। প্রায় দেড় বছর ধরে একটানা টিআরপি তালিকায় ভালো ফল করে যাচ্ছে এই মেগা। অন্যদিকে রণজয় বিষ্ণুর সঙ্গে ‘কোন গোপনে মন ভেসেছে’তে জুটি বেঁধেছেন শ্বেতা।