জি বাংলার পর্দায় আসছে নতুন ধারাবাহিক। এই ধারাবাহিকের হাত ধরেই আবারও ছোট পর্দায় নতুন রূপে ধরা দেবেন স্বীকৃতি দে। মেয়েবেলা ধারাবাহিকের পর সাময়িক বিরতি নিয়েছিলেন তিনি। এই ধারাবাহিকে তাঁকে একদম অন্য রূপে দেখা যেতে চলেছে। তাঁর বিপরীতে থাকবেন কৌশিক রায়। এর আগে তাঁকে বালিঝড় ধারাবাহিকে দেখা গিয়েছিল। তবে টুইস্ট আছে অন্য জায়গায়। রয়েছে একটি ত্রিকোণ দিকও। সেখানে রয়েছেন গোধূলি আলাপ খ্যাত সমু সরকার। এই ধারাবাহিকের প্রথম প্রোমো থেকেই স্পষ্ট যে ধারাবাহিকটি অন্যান্য ধারাবাহিকের থেকে আলাদা হতে চলেছে। প্রসঙ্গত এর আগে এই তিন অভিনেতাকেই স্টার জলসার পর্দায় দেখা গিয়েছে, এবার তাঁরা আসছেন জি বাংলায়।
আলোর কোলে ধারাবাহিকের প্রোমো
এই ধারাবাহিকের শুরুতেই দেখা যাচ্ছে স্বীকৃতি একজন সুগৃহিণী। সংসারের সমস্ত দিকে খেয়াল তাঁর। মেয়ের জামা রেডি করে রাখা থেকে, বৃষ্টির আগে জামা কাপড় তুলে আনা সবটাই তিনি নিজের হাতে করেন। বাদ দেন না মেয়ের ব্রেকফাস্ট রেডি করে দিতে।
আরও পড়ুন: ঐন্দ্রিলা নেই আজ প্রায় এক বছর, প্রেমিকা মরণোত্তর সম্মান পেতেই কী করলেন সব্যসাচী?
আরও পড়ুন: শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসছেন শ্রীপর্ণা, আইবুড়োভাতে কী আনলেন শ্রীমা? গাঁটছড়ার সেটে কে কী খাওয়ালেন?
কিন্তু একি! তিনি তো আদতে মৃত। না থেকেও মেয়ের জন্য সেই বাড়িতে থেকে গেছে। কিন্তু স্বীকৃতির মেয়ে তাঁকে মিস করে যেমন, তেমনই তার বাবাকে একদম দেখতে পারে না। কেন? এই কেনতেই জড়িয়ে আছে অনেক রহস্য যা ধারাবাহিকের সঙ্গে প্রকাশ্যে আসবে। এমন সময় দেখা যায় বাবার উপর রাগ করে যখন সে বাড়ি থেকে বেরোতে যায় অ্যাকসিডেন্ট হতে হতে বাঁচে সে। না, তার মা অশরীরী বলে বাঁচাতে পারেননি। তাহলে কে বাঁচাল? সমু সরকার। যদিও এখানে সমু সরকারের চরিত্রটা কার, কীসের, কোন সমীকরণ তৈরি হবে কৌশিকের সঙ্গে সেটা এখনও স্পষ্ট নয়। কিন্তু স্বীকৃতির অবর্তমানে তাঁর মেয়ের যে সমু মা হয়ে উঠবে সেটা প্রোমো থেকে স্পষ্ট।
কী বলছেন নেটিজেনরা?
এই প্রোমো ভিডিয়ো পোস্ট হতেই তিন অভিনেতার ভক্তরা যারপরনাই খুশি। কিন্তু কেউ কেউ আবার এই ধারাবাহিকের প্রোমোর সঙ্গে হিন্দি ধারাবাহিক রাধা মোহনের মিল খুঁজে পেয়েছেন। এক ব্যক্তি আবার লেখেন, 'প্রোমো তো সুন্দর। কিন্তু সিরিয়াল কেমন হবে?' আরেকজন লেখেন, 'হিন্দি ধারাবাহিকের কপি পুরো।'